মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

অ্যাজ আ ম্যান থিংকথ বইয়ের পর্যালোচনা

অ্যাজ আ ম্যান থিংকথ বইয়ের পর্যালোচনা:


আমরা যা কিছু অর্জন করি এবং আমরা যা কিছু অর্জন করতে ব্যর্থ হই, তা আমাদের নিজস্ব চিন্তার প্রত্যক্ষ ফলাফল। আত্ম-নিয়ন্ত্রণ হচ্ছে এক ধরনের শক্তি। সঠিকভাবে চিন্তা করতে পারা এক ধরনের দক্ষতা, যা আমাদেরকে শক্তি দেয়। এই আত্ম-নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে চিন্তা করতে পারা আমাদের মধ্যে প্রশান্ত ভাব আনে, যা এক ধরনের ক্ষমতা বলা চলে। কারণ এ ক্ষমতা সবার থাকে না। কালজয়ী বই অ্যাজ আ ম্যান থিংকথ এর লেখক জেমস অ্যালেন এসব কথাই তার বক্তব্যে তুলে ধরেছেন।

অ্যাজ আ ম্যান থিংকথ জেমস অ্যালেনের একটি সাহিত্যিক প্রবন্ধ। এটা প্রথম প্রকাশিত হয় ১৯০২ সালে। পুরো বিংশ শতাব্দী জুড়ে এটা অন্যান্য হাজারো অনুপ্রেরণামূলক বইয়ের লেখকদের প্রেরণা দিয়ে গেছে। এটা একটা চিরায়ত সাহিত্য হয়ে উঠেছে। এ ক্লাসিক বইয়ের লাখ লাখ কপি সারা বিশ্ব জুড়ে বিক্রি হয়েছে। যারাই এ বইয়ের সংস্পর্শে এসেছে তারাই এ থেকে নিজেদের আত্মশক্তি ও প্রেরণা খুঁজে পেয়েছে।

অ্যালেন এ বইয়ে দেখায় কীভাবে প্রত্যেক মানুষের চিন্তাভাবনা তার জীবনে প্রভাব বিস্তার করে, কীভাবে প্রতিটি চিন্তাভাবনা ভালো বা খারাপ পরিস্থিতি তৈরি করে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে চিন্তা করলে কীভাবে ব্যক্তি তার জীবনে সমৃদ্ধি আনতে পারে, তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।

অনেক মানুষই চায় তাদের দুনিয়ার জীবনে উন্নতি করতে। খুব কম মানুষই আছে আধ্যাত্মিক উন্নতি চায়। জেমস অ্যালেন নিজেও তার সময়ে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাই তিনি অনেক অধ্যয়ন করে, খোঁজাখুঁজি করে নিজের পথ-নির্দেশিকা স্বরূপ এ ধারণাগুলো এক করেছেন। যা তাকে পথ দেখিয়েছে এবং তিনি এর মাধ্যমে অন্যদেরও পথ-নির্দেশ দিয়ে গেছেন।

লেখক তার বক্তব্য এত সংক্ষেপে গুছিয়ে লিখেছেন যে তা পকেটে করে বহন করা যাবে। এ এক সত্যিকার ক্লাসিক বই যা প্রতিটি বুক শেলফে থাকার যোগ্য।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন