"যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে।"
আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে ক্লোজ আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর থিম সংগীতটি। জনপ্রিয় এই গানটি আমাদেরকে শেখায় কি করে জীবনে বিজয়ের দেখা পাওয়া সম্ভব, কি করে জীবনে সাফল্য অর্জন করা যায়।
জীবনে সাফল্য অর্জন করতে আপনার দরকার দুইটি সূত্র :
১। একটি নির্দিষ্ট লক্ষ্য।
২। বিশ্বাস।
ক। একটি নির্দিষ্ট লক্ষ্য - একটি কাগজে পরিষ্কার করে এবং নির্দিষ্টভাবে লিখুন আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য।
খ। আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন। ইহাকে মনেপ্রাণে বিশ্বাস করুন। হৃদয় দিয়ে বিশ্বাস করুন যে আপনি পারবেন।
এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনার কোন অভিমত বা পরামর্শ থাকলে নিচে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর রচনাটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। এতে করে আপনিও তাদের কাছ থেকে আরও এমন বহু ইতিবাচক তথ্য পাবেন যা আপনার জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা রূপে কাজ করবে।
তথ্য সহযোগিতায় :
ক। http://closeup1-2012.blogspot.com/2012/07/closeup-1-theme-song.html
খ। http://www.beshto.com/contentid/561081
অসাধারন আমি একমত
উত্তরমুছুন