জিরো টু ওয়ান বইয়ের পর্যালোচনা

জিরো টু ওয়ান বইয়ের পর্যালোচনা:


জিরো টু ওয়ান নিউ ইয়র্ক টাইমস-এর ১ নম্বর বেস্টসেলার বই। বর্তমান সময়ের সবচেয়ে রহস্যময় জিনিস হলো এখনো এমন অনেক কিছু আছে যা আমাদের অজানা এবং নতুন নতুন উদ্ভাবনের অপেক্ষায় আছে। জিরো টু ওয়ান বইয়ে কিংবদন্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী পিটার থিয়েল দেখান আমরা কীভাবে সেই নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারি এবং এই অনুসন্ধান চালানোর উপায়সমূহ।

থিয়েল কিছু প্যারাডক্সিকাল বা বৈপরীত্যমূলক ধারণা দিয়ে আলোচনা শুরু করে দেখান যে আমরা মূলত প্রযুক্তিগত স্থবিরতার যুগে বাস করছি। যদিও আমাদের মোবাইল ডিভাইসগুলো আগের থেকে অনেক চকচকে হয়েছে, তবুও এসব চকচকে জিনিসই আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে এবং আমাদের স্থবিরতাকে আড়াল করছে। তথ্য প্রযুক্তির দ্রুত উন্নতি সাধিত হয়েছে। কিন্তু এ উন্নতি কেবল কম্পিউটার বা সিলিকন ভ্যালিতে সীমাবদ্ধ থাকার কোন কারণ নেই। যেকোন শিল্প বা ব্যবসার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির এসব অগ্রগতিকে কাজে লাগানো সম্ভব। আজকের বিশ্বে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা যা নেতাদের অর্জন করতে হবে। নেতাদের শিখতে হবে নতুন চিন্তাভাবনা করার উপায় নিয়ে।

কিছু কিছু মানুষ জানে কীভাবে ১ থেকে ১০ পর্যন্ত যাওয়া যায়। যেমন মাইক্রোফোন দিয়ে কথা বলা যায়, গান গাওয়া যায়। এমন আরও অনেক কাজ করা যায়। কিন্তু ০ থেকে ১ হবে বৈপ্লবিক কিছু। যার দ্বারা পুরো সমাজের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায়। যেমন কাগজের টাকার থেকে ভিন্ন ডিজিটাল কারেন্সি বা অর্থ। বৈপ্লবিক বিষয় হবে এমন কিছু যা আমরা এখনো চিন্তা করে বের করতে পারিনি। আগামী বিশ্বের বিল গেটস উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেম দিয়ে নেতৃত্ব দিবে না, নাকি ল্যারি পেজ বা সার্গেই ব্রিনের মতো সার্চ ইঞ্জিন তৈরি করবে। আজকের বাজারে তারা নির্মমভাবে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হবে না। কারণ উদ্ভাবকরা সবসময় নতুন নতুন বাজার বা ক্ষেত্র তৈরি করে। তারা প্রতিযোগিতা করে না। তাদের ব্যবসাগুলো হবে অনন্য।

জিরো টু ওয়ান আমেরিকা সহ বিশ্বের অগ্রগতি ও উন্নতির ভবিষ্যৎ দেখিয়েছে এবং উদ্ভাবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করার খোরাক জুগিয়েছে। এটা এমন কিছু প্রশ্ন উত্থাপন করতে উৎসাহ দিয়েছে যাতে করে আপনি অপ্রত্যাশিত জায়গা থেকেও অসাধারণ কিছু খুঁজে পেতে পারেন।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন