মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

টাইম ম্যানেজমেন্ট বইয়ের পর্যালোচনা

টাইম ম্যানেজমেন্ট বইয়ের পর্যালোচনা:


আপনার কর্মজীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে কোন কোন দক্ষতা? অন্য যেকোন দক্ষতার চেয়ে সময়কে ঠিকভাবে ব্যবহার করার দক্ষতা আপনার কর্মজীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। এ কথা যেকেউ খুব সহজেই স্বীকার করবে। আপনি যত ভালোভাবে আপনার সময়ের ব্যবহার করতে পারবেন, আপনি তত বেশি অর্জন করতে সক্ষম হবেন এবং এর জন্য আরও বেশি বেশি পুরস্কার লাভ করবেন।

টাইম ম্যানেজমেন্ট শিরোনামের এ বইয়ে ২১টি অসাধারণ সূত্র আপনাকে একজন কার্যকর সফল ব্যক্তিত্বের দিকে পরিচালিত করবে। আপনি তাৎক্ষণিক এর প্রভাব টের পাবেন। আপনি দেখবেন দিনের সব কাজ শেষ করেও আপনার হাতে অনেক সময়। ব্যবসায়িক বিশেষজ্ঞ ব্রায়ান ট্রেসি এসব অসাধারণ সূত্র নিজে কাজে লাগিয়েছেন এবং অন্যদেরও কাজে লাগাতে সহায়তা করেছেন। তিনি বই লিখে, ভিডিও অডিও এর মাধ্যমে, বক্তৃতা দিয়ে এসব সূত্রের কার্যকারিতা সম্পর্কে প্রচার করেছেন। তার বক্তব্য ও লেখা থেকে আপনি পাবেন:

কীভাবে মনোযোগ বিঘ্নকারী নানা বিষয় বা ঘটনা ঠেকানো যায়;

মিটিং, ইমেইল এবং মোবাইল ফোনের ব্যবহার কীভাবে সঠিকভাবে এবং সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়;

আপনার দায়িত্বের সর্বোচ্চ ও সর্বপ্রধান কাজটির জন্য কীভাবে সময় বের করে নিতে হয়;

একই ধরনের কাজকে এক জায়গায় আনা এবং একসাথে সব কাজ সম্পন্ন করা;

গড়িমসি অভ্যাস ত্যাগের কলাকৌশল;

কী কী কাজ অন্যদের দিতে হবে;

আর কী কী কাজ বাদ দিতে হবে;

প্রোগ্রাম ও প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয়;

ভবিষ্যৎমুখী চিন্তা করতে হয় এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য যেন পূরণ হয়;

প্রোগ্রাম ও প্রজেক্টগুলোকে কীভাবে মূল্যায়ন করতে হয় এবং পুনর্নিরীক্ষণ করতে হয়;

ব্রায়ান ট্রেসির জ্ঞানগর্ভ বক্তব্যে এ চমৎকার বইটি পরিপূর্ণ। আপনি যাতে আরও কম সময়ে আরও বেশি কাজ সম্পন্ন করতে পারেন এবং মানসিক চাপ হ্রাস পায় সেই ব্যাপারে এ বই আপনাকে সাহায্য করবে।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন