বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বইয়ের পর্যালোচনা

ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বইয়ের পর্যালোচনা


এই বইয়ে নেতৃত্ব বিশেষজ্ঞ জন সি. ম্যাক্সওয়েল বিভিন্ন ধরনের নেতৃত্বের মধ্যকার পার্থক্য তুলে ধরেন, নেতৃত্ব দেওয়ার গুণাবলি ও কলাকৌশল উল্লেখ করেন এবং অন্যদের কীভাবে নেতৃত্ব দিবেন তার উপায় বলেন। এসব সূত্র যেকেউ ব্যবহার করতে পারে। যেকোন সংগঠন বা প্রতিষ্ঠান এ সূত্রাবলি ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানে একটি ইতিবাচক অগ্রগতি আনতে পারে।

ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বই পাঠে পাঠক আরও বুঝতে পারবে সর্বোত্তম নেতৃত্ব দিতে কী কী জিনিস দরকার। আর নেতৃত্বের সর্বোচ্চ শিখরে উঠে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, কাজকর্ম শৃঙ্খলার সাথে বজায় রাখবেন, কার্যকরভাবে নেতৃত্ব দিবেন, সেগুলো সম্পর্কে অবহিত হবেন। আবার ম্যানেজার পদ থেকে নেতৃত্বের পদ ও দায়িত্ব কীভাবে আলাদা তাও বুঝতে পারবেন।

জন সি. ম্যাক্সওয়েলের এই সর্বাধিক বিক্রিত বইয়ে, তিনি পাঠককে দেখান কীভাবে ভিশন নিতে হয়, নিজের মধ্যে মূল্যবোধ তৈরি করতে হয় এবং অন্যদের প্রভাবিত ও অনুপ্রাণিত করতে হয়, যাতে করে উক্ত ব্যক্তি একজন সফল নেতা হতে পারে।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন