বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

আউটলায়ার্স বইয়ের পর্যালোচনা

 আউটলায়ার্স বইয়ের পর্যালোচনা:


এই আশ্চর্যজনক বইয়ে, ম্যালকম গ্ল্যাডওয়েল আমাদেরকে “আউটলায়ার্স” নামক এক বুদ্ধিবৃত্তিক যাত্রার দিকে নিয়ে যান যেখানে সমাজের সবচেয়ে ভালো ও উজ্জ্বল ব্যক্তিরা কীভাবে সফল ও বিখ্যাত হন তার অভিনব দিকনির্দেশনা পাওয়া যায়। তিনি যে প্রশ্নটি তোলেন তা হচ্ছে: সফল ব্যক্তিরা আমাদের থেকে আলাদা এমন কী করে যা তাদেরকে সফল করে তোলে?

তার জবাব ছিল, আমরা সফল মানুষজন কেমন তার দিকে খুব বেশি মনোযোগ দিই। অথচ তারা কোথা থেকে এসেছে সেই ব্যাপারে খুব কম গুরুত্ব দিই। অর্থাৎ তাদের সংস্কৃতি, তাদের পরিবার, তাদের প্রজন্ম এবং তাদের লালনপালনের যেসব স্বতন্ত্র অভিজ্ঞতা সেগুলোর দিকে তত মনোযোগ দিই না। গল্পের ছলে তিনি আমাদের জানান সফটওয়্যারে শত কোটি টাকার মালিকদের রহস্যের কারণ, দুর্দান্ত ফুটবল খেলোয়াড় হওয়ার রহস্য, কেন এশিয়ার মানুষজন গণিতে ভালো এবং কেন বিটলস রক ব্যান্ড সবচেয়ে বড় রক ব্যান্ডে পরিণত হয়।

বেশ চমৎকার ও আকর্ষণীয় এই বিনোদনমূলক বইটি, যার শিরোনাম আউটলায়ার্স তথা বৃত্তের বাইরে পাঠ করা একই সাথে আনন্দদায়ক এবং পাঠকের জন্য নতুন চিন্তার খোরাক জোগাবে।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন