রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সময়ের মূল্য

সময়ের মূল্য


  • এক বছরের মূল্য বুঝতে হলে একজন ছাত্রকে জিজ্ঞেস করো যে বার্ষিক পরীক্ষায় ফেল করেছে।
  • এক মাসের মূল্য বুঝতে হলে একজন মাকে জিজ্ঞেস করো যে দশ মাস হওয়ার আগেই একটি অকালপক্ক সন্তানকে জন্ম দিয়েছে।
  • এক সপ্তাহের মূল্য বুঝতে হলে একজন সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করো।
  • এক ঘণ্টার মূল্য বুঝতে হলে একজন প্রেমিককে জিজ্ঞেস করো যে তার প্রেয়সীর জন্য অপেক্ষা করছে।
  • এক সেকেন্ডের মূল্য বুঝতে হলে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে এইমাত্র একটা রোড এক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে।
  • এক মিলি সেকেন্ডের মূল্য বুঝতে হলে একজন খেলোয়াড়কে জিজ্ঞেস করো যে অলিম্পিক মেডেল জিতেছে।

সময়ের মূল্য অন্য যেকোন মুদ্রার চেয়ে বেশি মূল্যবান। আমরা হয়তো আমাদের সারাজীবনের টাকাপয়সা যা আমরা নিজেরা খরচ করিনি, তা আমাদের সন্তানদের জন্য রেখে যাব, কিন্তু আমরা তাদেরকে একটা মিলি সেকেন্ডও দিয়ে যেতে পারব না।

টাইম ম্যানেজমেন্ট সহ অন্যান্য বই কিনতে অর্ডার করুন https://saphollo.com/ 

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

কাজ করার মধ্য দিয়ে কতটুকু শেখা যায়?

আমাদেরকে কাজ করার মধ্য দিয়ে শিখতে হবে। আলবার্ট আইনস্টাইন বলেন, ❝যে কখনও ভুল করেনি, সে কখনও নতুন কিছু করার চেষ্টাই করেনি ।❞ তিনি আরও বলেন, ❝কোনকিছু না করলে এ জগতে কিছুই নড়বে না❞
এখানে আমেরিকান শিক্ষাবিদ এডগার ডেলের মোচা বা শঙ্কু আকৃতির শেখানোর পিরামিড তত্ত্বের উল্লেখ করা হলো। তিনি গবেষণার মাধ্যমে দেখান যে আমাদের ৯০% শেখা হয় কেবল যা আমরা বলি এবং করি। কোন একটা কাজ সম্পর্কে নাটকীয়ভাবে উপস্থাপন করতে হবে, আসল অভিজ্ঞতার আদলে ভান করতে হবে এবং আসল কাজটাই করতে হবে। এভাবেই মানুষ ৯০% পর্যন্ত শিখতে পারে।

জানেন কী?-আপনি কীভাবে শেখেন?

আমরা কাজ করতে গিয়ে ভুল করব এবং ভুল থেকেই শিখব। মানুষ এভাবেই শেখে। আমেরিকান শিক্ষাবিদ এডগার ডেল এই কথাই বলেছেন। তিনি তার গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে শেখানোর পিরামিড তত্ত্বে উপস্থাপন করেন। একে মোচা বা শঙ্কু আকৃতির শেখানোর তত্ত্ব, স্মৃতিশক্তি বজায় রাখার তত্ত্ব বা স্মৃতিশক্তি বজায় রাখার পিরামিড তত্ত্বও বলা হয়।


এই তত্ত্বের অন্যতম জায়গা হচ্ছে নানা ধরনের আইডিয়া থেকে শেখা এবং বাস্তবে কাজ করে অভিজ্ঞতা নেওয়া। এটা নেওয়া যায় অন্যদের শেখানোর মাধ্যমে এবং ভুল করে ভুল থেকে শিখে।

রবার্ট কিয়োসাকির একটি অভিজ্ঞতা উল্লেখ করছি। তিনি ১৯৭৩ সালে একটি রিয়েল এস্টেটের কোর্স করেন। কোর্সের মেয়াদ ছিল ৩ দিন। কোর্স শেষে প্রশিক্ষক বললেন, আপনাদের আসল শিক্ষা আরম্ভ হবে আজকে থেকে।

কিয়োসাকি বলেন, আমাদের কোর্সে ছিল ৯০-১২০ জন। তাদেরকে ৪ জনের করে গ্রুপ করে দিল। আমাদের কাজ ছিল পরবর্তী ৯০ দিনের মধ্যে ১০০টি রিয়েল এস্টেট প্রস্তাব খুঁজে বের করা। এই ১০০টির মধ্যে আমাদের উপযোগী সর্বোত্তম প্রস্তাব খুঁজে বের করতে হবে।

আমরা অনেক রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলি। তারা বললেন, তোমরা যা খুঁজছ তা এখানে পাবে না। হাওয়াই অত্যন্ত দামী জায়গা।

প্রথম মাসে আমরা অনেক খুঁজলাম। তেমন কিছু খুঁজে পেলাম না। প্রথম মাস শেষে আমাদের দলের ২ জন মাসিক বেতনে চাকরি করতে ফিরে গেল। তাদের কথা ছিল, এটাতে কোন কাজ হবে না।

দ্বিতীয় মাসেও আমরা তেমন কিছু খুঁজে পেলাম না। কিন্তু একটা জিনিস ঘটে গেল। আমরা অনেক প্রস্তাব সম্পর্কে জানতে পেরে এমন কিছু অদৃশ্য বিষয় দেখতে পেলাম যা আগে দেখিনি।

তৃতীয় মাসে গিয়ে আমি খুব কম দামের একটি সুযোগ খুঁজে বের করলাম। ফ্ল্যাটের দাম ১৫ লাখ ৫০ হাজার টাকা। এটা ছিল ১-বেডরুম/১-বাথরুম এর ফ্ল্যাট। এটা ছিল বড় বড় অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে এমন কর্মীদের জন্য বানানো বাড়ি। আমি দেখলাম, তার বাড়ির আশেপাশের একই রকম ফ্ল্যাট ২২ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ঐ বাড়ির মালিক আবার রিয়েল এস্টেট এজেন্টকে কোন কমিশন দিতে চান না। সেই বাড়িতে ১২টি ফ্ল্যাট ছিল।

বাড়ির মালিক আবার খুব দ্রুত ফ্ল্যাট বিক্রি করতে চান। তিনি বললেন, আমি যদি ফ্ল্যাটের ১০% ডাউন পেমেন্ট দিতে পারি, তবে তিনি বাকি টাকা পরিশোধে সাহায্য করবেন। আমি ব্যাংক থেকে কোন টাকা নিলাম না। আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিলাম। পাশাপাশি আমি একজন ভাড়াটিয়াও পেয়ে গেলাম। এভাবে সব খরচ দিয়ে আমি প্রতি মাসে ২ হাজার টাকার একটা ক্যাশ ফ্লো বা টাকা আসার বন্দোবস্ত করে ফেললাম।

ঠিক এভাবে আপনিও কাজ করতে পারেন। আপনাকে কেবল চেষ্টা করতে হবে। দরকার হলে ১০০ বার খুঁজে দেখতে হবে।

তথ্যসূত্র:

১। শেখানোর পিরামিড তত্ত্ব

২। Second Chance: For Your Money, Your Life and Our World by Robert Kiyosaki

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

বই পড়ার ১২টি গোপন উপকারিতা


বই পড়লে মানসিক চাপ কমে। অনেকে অবশ্য ব্যায়াম করে, কেউ কেউ আবার যোগ ব্যায়াম বা ধ্যানের কথাও বলে। তবে একটি ভালো গল্প বা মজার একটি বই আপনাকে যেমন মানসিক প্রশান্তি দিতে পারে তার সমকক্ষ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না।

যাই হোক, আমরা এখানে বই পড়ার ১২টি গোপন উপকারিতা এর কথা বলব। খুঁজে দেখুন তো, আপনি এগুলো থেকে কোন কোন ব্যাপারে উপকারিতা পেয়েছেন। আমি নিজেও বই পড়ে উপকৃত হয়েছি। সেই কথা প্রতিবেদনের শেষে জানাব।

১। মানসিক উত্তেজনা হ্রাস করে।

২। মানসিক চাপ মুক্ত করে।

৩। শব্দভাণ্ডার বৃদ্ধি করে।

৪। স্মৃতিশক্তি উন্নত করে।

৫। জটিল চিন্তাভাবনা করতে সাহায্য করে।

৬। অন্যের থেকে অভিজ্ঞতা অর্জন করা যায়


৭। কল্পনাশক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়।

৮। নতুন নতুন বিষয় আবিষ্কার করা যায়।

৯। বই পড়া আত্মার জন্য এক ধরনের ধ্যান বলতে পারেন।

১০। বই পড়লে মনোযোগ বৃদ্ধি পায়।

১১। মানুষের সাথে কমিউনিকেশন করতে সহজ হয়।

১২। আত্ম-উন্নয়ন তথা ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে।

ব্যক্তিগতভাবে আমার কাছে বই পড়াটা উত্তেজনা হ্রাস, মানসিক চাপ মুক্তির উপায় বলে মনে হয়। আর তাছাড়া বই পড়লে আমার মনে হয় আমি ধ্যান করছি। এটা অনেকটা আত্মার ধ্যানের মতো বলতে পারেন। শেষ করছি বুদ্ধের বাণী দিয়ে: ❝জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ তুমি সেসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো; ততক্ষণ অবধি সেসবের কোন মূল্যই নেই।❞


তথ্যসূত্র:
১। https://preronajibon.com/goutam-buddha-quotes-with-images/
২। https://blog.10minuteschool.com/hidden-advantages-of-reading-books/
৩। https://thikdarona.blogspot.com/2021/09/blog-post_28.html
৪। https://www.freepik.com/premium-photo/happy-father-spending-spare-time-with-his-young-son-relaxing-floor-reading-interesting-book-together_17679898.htm?query=book%20reading

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

সাহসিকতা নিয়ে শত উক্তি

❝সাহস দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এমনকি সাহস আমাদের দেহকে শক্তিও দেয়।❞ - ওভিড
❝সাহস মানে ভয় বা হতাশার অনুপস্থিতি নয়; সাহস মানে হচ্ছে ভয় বা হতাশা যত বড় বা অপ্রতিরোধ্যই হোক না কেন তা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা।❞ - রবার্ট ফ্যানি

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

সাহসিকতা নিয়ে শত উক্তি

সাহসিকতা নিয়ে শত উক্তি

আমার সাহসের সংজ্ঞা হচ্ছে কাউকে কখনোই আপনাকে সংজ্ঞায়িত করতে দিবেন না। - জেনা জেমসন

আসল সাহস হলো আপনি যা কিছুর মুখোমুখি হন তা সম্পর্কে জানা এবং কীভাবে এটার মুখোমুখি হতে হয় তা জানা। - টিমোথি ডাল্টন


সাহস খুবই গুরুত্বপূর্ণ। এটা মাংসপেশীর মতো; এটা ব্যবহার করার মাধ্যমে শক্তিশালী হয়। - রুথ গর্ডন

সাহস বলতে মূলত বোঝানো হয়েছে 'সবার মনের কথা বলে নিজের মনের কথা বলা।' - ব্রেইন ব্রাউন

চলবে...


তথ্যসূত্র: নিজের ভেতর সাহস অনুভব করার জন্য পড়ুন সাহসিকতা নিয়ে শত উক্তি