বুধবার, ১২ জুন, ২০১৯

আপনি কি সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত?

আপনি কোন দক্ষ ব্যক্তিকে বেকার বসে থাকতে দেখেছেন? আর কেউ যদি বেকার বসে থাকে তবে তার মানে হচ্ছে সে কোন কাজেই দক্ষ নয়।

টমাস আলভা এডিসন পনেরো বছর বয়সে ট্রেনের এক খালি কামরায় রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিলেন। এমন সময় দুর্ঘটনাবশত রাসায়নিক বিক্রিয়ার  ফলে বিস্ফোরণ ঘটে। তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের কন্ডাকটর যে আগে থেকেই এডিসনের এহেন দুঃসাহসিক কর্মে উৎসাহ যোগাত সে এসে এডিসনকে রক্ষা করে। এই ঘটনার পর থেকে এডিসনকে কানে শোনার জন্য শ্রবণযন্ত্র ব্যবহার করতে হয়।


এডিসন এরকম শত শত ঘটনার মধ্য দিয়ে যেতে থাকেন, শিখতে থাকেন এবং এমন দুঃসাহসিক কাজে পারদর্শী হতে থাকেন যতদিন পর্যন্ত না তিনি বিজ্ঞান জগতের মহীরুহ হয়ে না ওঠেন। যখন তাঁকে তাঁর সাফল্য সম্পর্কে জিজ্ঞেস করা হল তখন বললেন যে তিনি সবসময় মাদক পরিহার করে চলেছেন এবং কাজ ভিন্ন অন্য কিছুই কখনো চিন্তা করেননি।

তার কাছে কি কোন সুযোগের মূল্য আছে যে সুযোগকে কজে লাগাতে পারে না বা সুযোগকে কাজে লাগায় না? সোনালি সুযোগ কখনো অলসরা খুঁজে পায় না। পরিশ্রমীরা সাধারণ সুযোগকে কাজে লাগায় এবং একেই সোনালি সুযোগে পরিণত করে।