বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

Why Asia needs personal development training? Especially Bangladesh.


Character is the core base of development. By saying character I want to indicate mental power & strong ability. A person with a strong mind & character can lead himself with better ways and he can lead his entire society with that positive power. When society gets more men & women like that that society will create a sustainable development for them. Its so simple like that. I personally emphasize on the subject of personal development training because its a research based solution.

Development needs research. Personal development is a persons own life research. Its like he is trying to know more about himself and with that data he will try to improve himself. This whole process can be useful for the whole nation too. National human development research is about to collect data about people and then plan a development process for their countrys improvement. Now we need to give this idea of development planning to every individual. It is personal development.


When every individual person knows about himself then he can make him better. With this development planning idea we can motivate him to work for his society. He will make plan for better society and work with those who are doing better works for society & world development like UN & UNDP. In this way a person will mentally prepare for doing good jobs for himself & for his society.


We need two things: training & superintend. Train youth people and superintend those youth trainee after finishing training. In this way we can built a better society for better world.

সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

দেশের জনগণের চাহিদাগুলো পূরণের জন্য উদ্যোগ নিন।



একটি দেশের জনগণের যে চাহিদাগুলো তা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাহিদাগুলোই হচ্ছে একজন উদ্যোক্তার জন্য সুযোগ এবং সম্ভাবনা। বাংলাদেশে যারা সফল এবং ধনী উদ্যোক্তা হয়েছেন তারা সকলেই তাদের এই সুযোগকে কাজে লাগিয়েছেন। আমরা আজ দুইটি সূত্র নিয়ে আলাপ করবো যা বাংলাদেশের সফল উদ্যোক্তারা কাজে লাগিয়ে দেশের জনগণের জন্য উপকারী সেবা সম্পন্ন করেছেন এবং নিজেদের জন্য মুনাফা অর্জন করেছেন।

১। দূরদৃষ্টি।

বাংলাদেশের প্রায় প্রতিটি উদ্যোক্তার এই গুণটি একাধারে পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই জনগণের ভবিষ্যৎ চাহিদাগুলোকে তাদের দূরদৃষ্টি দ্বারা অনুভব করেছেন এবং সেই নির্দিষ্ট চাহিদার যোগান দেওয়ার প্রতি কাজ করেছেন। যেমন জনাব এম এ হাসেম ১৯৮৩[1] সালে পারটেক্স বোর্ডের প্রতিষ্ঠান ক্রয় করেন। তার দূরদৃষ্টি ছিল ইহা বুঝার যে ভবিষ্যতে বোর্ড দ্বারা তৈরি আসবাবপত্র অফিস বা ঘরের শোভা বর্ধন করবে এবং জনগণের আসবাবপত্রের চাহিদা মেটাবে।

আজ তেত্রিশ বছর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঠ করার জন্য টেবিল, কম্পিউটার টেবিল, বই রাখার তাক, বিভিন্ন অফিসে নানান আসবাবপত্র প্রভৃতি বোর্ড দ্বারা তৈরি। একটি বোর্ডের তৈরি জিনিস বানাতে যেকেউ যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে পুরাতন এবং নির্ভরযোগ্য বোর্ড উৎপাদক প্রতিষ্ঠান কে? স্বাভাবিকভাবেই উত্তর পাওয়া যাবে পারটেক্স


২। নির্দিষ্ট লক্ষ্য।

একজন উদ্যোক্তা রূপে আপনি জনগণের কোন একটি ভবিষ্যৎ চাহিদা বুঝতে পেরেছেন, যাকে আমরা উল্লেখ করেছি দূরদৃষ্টি শব্দে। কিন্তু আপনার লক্ষ্যটি নির্দিষ্ট নয় এবং আপনি অন্য দিকে সহজেই মনোযোগ দিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আপনার দূরদৃষ্টি থাকলেও লক্ষ্য পূরণ করতে পারবেন না। নির্দিষ্টতা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। কারণ আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি মনোযোগী হন তখন আপনি সেই সম্বন্ধে তথ্য সংগ্রহ করেন, নতুন ধারণা পান, পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে সেই নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবে রূপান্তর করেন।

ধরুন, জনাব এম এ হাসেম ১৯৮৩ সালে বুঝতে পারলেন যে ভবিষ্যতে বোর্ডের চাহিদা বৃদ্ধি পাবে কিন্তু তিনি তার লক্ষ্যকে নির্দিষ্ট করলেন না এবং কোন গুরুত্ব দিলেন না। তাহলে কি আমরা আজকে পারটেক্স প্রতিষ্ঠানকে এমন সফল রূপে পেতাম? তাই আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই দুইটি সূত্র কাজে লাগান এবং আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে সাফল্যের শিখরে পৌঁছান।

আশা করি এই সূত্রগুলো পালন করে আপনি আপনার জীবনে সমৃদ্ধি আনবেন। ধন্যবাদ। আপনার বন্ধুদের সাথে ইহা শেয়ার করতে ভুলবেন না। আপনার মন্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন। আমরা আপনার মন্তব্য শুনতে আগ্রহী।


[1] http://www.somewhereinblog.net/blog/crowetblog/28709753

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

আল্লাহকে ধন্যবাদ।


আল্লাহকে ধন্যবাদ। বাংলা নববর্ষ ১৪২৩ এর প্রথম দিনটি সুন্দরভাবে আরম্ভ করার সুযোগ দিয়েছেন এজন্য। বছরের প্রথম দিনটি আরম্ভ হোক কৃতজ্ঞতা প্রকাশ দ্বারা।

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

সফল উদ্যোক্তারা ছুটির দিনে যে ৫টি কাজ করে থাকেন।




সাধারণত লোকজন ছুটির দিনে কোন উৎপাদনমূলক কাজ করে না। কিন্তু যারা সফল উদ্যোক্তা তারা তাদের ছুটির দিন - শুক্রবার এবং শনিবারকে কাজে লাগায়। নতুন কিছু শিখে যাতে তার স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে যাওয়া যায়। তারা তাদের ছুটির দিনকেও পরিকল্পনা মতন কাজে লাগায়। আমরা এখানে ৫টি সাধারণ কাজের উল্লেখ করবো যা একজন উদ্যোক্তা রূপে আপনার করা উচিত।

১। ভোরে ঘুম থেকে উঠুন।
দেখা গেছে ভোরে যখন একজন ঘুম থেকে ওঠে তার মন এবং শরীর ভোরের সতেজ আলো এবং বাতাসে চাঙ্গা হয়ে ওঠে। তাছাড়া দিনের শুরুতে ভোরে উঠলে সম্পূর্ণ দিনটিকে চমৎকার উপভোগ করা যায়।

২। ব্যায়াম।
ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ভোরে উঠে আপনি দৌড়াতে পারেন, সাঁতার কাটতে পারেন অথবা সাইকেল চালাতে পারেন। এতে আপনার মস্তিষ্ক এবং মন সজীব হয়ে উঠবে এবং নিশ্চিন্তে আরও দ্রুত কাজ করবে।

৩। সামাজিক এবং আত্মীয়দের অনুষ্ঠানগুলোতে যোগদান।
যেহেতু আমরা সামাজিক জীব তাই সামাজিকতা আমাদের রক্ষা করা উচিত। ছুটির দিনগুলোতে আত্মীয়দের সাথে বা সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগদান করতে পারেন। এতে আপনি আনন্দ পাবেন এবং আপনার আনন্দও সকলের সাথে ভাগ করে নিতে পারবেন।



৪। অন্যান্য প্রকল্প তৈরি করুন।
সপ্তাহের অন্যান্য দিনে যে কাজগুলো শেষ করতে পারেননি তা এখন সম্পন্ন করতে পারেন। এতে আপনি আগামী সপ্তাহে নিশ্চিন্তে কাজ আরম্ভ করতে পারবেন। নতুন কোন প্রকল্পের চিন্তা এবং পরিকল্পনা করতে পারেন যা আপনাকে সামনে এগিয়ে নিতে আরও সহযোগিতা করবে।

৫। একটি শখ বজায় রাখুন।
একটি শখ পালন করা মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত কার্যকরী। আপনার নিজের মনের আনন্দের জন্য কাজ করুন। ছুটির দিনে সেই কাজটি করে আনন্দ নিন, হতে পারে ছবি আঁকা, বাচ্চাদের সাথে গল্প করা বা গান গাওয়া।

আশা করি এই কাজগুলো করে আপনি আপনার জীবনে সমৃদ্ধি আনবেন। ধন্যবাদ। আপনার বন্ধুদের সাথে ইহা শেয়ার করতে ভুলবেন না। আপনার মন্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন। আমরা আপনার মন্তব্য শুনতে আগ্রহী।

তথ্য সহযোগিতায় - Success সাময়িকী।

শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

অনুপ্রেরণা




অনুপ্রেরণা হচ্ছে মানসিকভাবে উৎসাহিত হওয়া, অনুভব করা কিছু করার জন্য, বিশেষ করে সৃষ্টিশীল কাজ বা একটি সমস্যার সমাধান খুঁজে পেতে। ইংরেজিতে অনুপ্রেরণাকে বলা হয় Inspiration. একজন ব্যক্তি যখন একটি কাজ সম্পাদন করতে চায় তখন সে কাজটি সম্পাদন হবে এবং আমি করতে পারবো এই ধরনের চিন্তাকে উৎসাহিত করাই হল অনুপ্রেরণা।

বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

একটি নির্দিষ্ট লক্ষ্য নিন এবং ইতিবাচক চিন্তা করুন।


ক্রমাগত প্রচেষ্টা! না শক্তি না বুদ্ধিমত্তা, হচ্ছে আপনার সম্ভাব্য ক্ষমতাকে বের করে আনার চাবি।
আপনার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। বাংলাদেশের মহান এবং ধনী পুরুষরা - জহুরুল ইসলাম, জনাব আজাদ, জনাব খালেক এরা প্রত্যেকেই পুরুষ এবং এক সময় আমাদের মতন সাধারণ পুরুষই ছিলেন। কিন্তু তারা নিজেদের অন্ত:নিহিত অসীম ক্ষমতাকে ভিতর থেকে বের করে আনেন এবং নিজেকে তৈরি করেন; জহুরুল ইসলাম - ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা, জনাব আজাদ - আজাদ প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা, জনাব খালেক - কেয়া কসমেটিক্সের প্রতিষ্ঠাতা।

আপনিও পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। একটি নির্দিষ্ট লক্ষ্য নিন এবং ইতিবাচক চিন্তা করুন। এগিয়ে যান, পরিকল্পনা করুন, ব্যর্থ হলে পুনরায় পরিকল্পনা করে এগিয়ে যান। যতক্ষণ পর্যন্ত না সাফল্য অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যান।

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

আপনার স্বপ্ন বা নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কিত লোকজনের সাথে চলাফেরা করুন।


আপনি যাদের সাথে চলেন এমন পাঁচজনের চারিত্রিক গুণাবলীর যোগফল হচ্ছে আপনার চারিত্রিক গুণাবলী। তাই সতর্কভাবে আপনার সাথীদের চয়ন করুন। আপনি যে নির্দিষ্ট লক্ষ্য নিয়েছেন বা স্বপ্ন পূরণ করতে চান এমন বিষয় সম্পর্কিত লোকজনের সাথে চলাফেরা করুন।

কারণ আপনি যখন একই লক্ষ্য সম্পন্ন পাঁচজন লোকের সাথে চলেন তবে আপনি নানান সম্ভাবনাগুলো সম্বন্ধে জানতে পারবেন যা হয়ত আপনি খেয়াল করেননি।

চিত্র সহযোগিতায় - Entrepreneur সাময়িকী।

রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে উক্তিগুলোর ৮১টি থেকে ৯০টি।

আপনার মনকে সাহস যোগাতে এবং অনুপ্রাণিত করতে ১০টি অনুপ্রেরণামূলক বাক্য।

৮১। যে উত্তম হওয়া বন্ধ করে দিয়েছে, সে ভালো হওয়া বন্ধ করে দেয়। - অলিভার ক্রমওয়েল

৮২। গতদিন আপনি যা করেছিলেন তা যদি আপনার কাছে বড় মনে হয়, তবে আপনি আজ এমন কিছুই সম্পন্ন করেননি। - লাও হোল্টজ

৮৩। যে একটি প্রশ্ন জিজ্ঞেস করে সে পাঁচ মিনিটের জন্য বোকা হয়। কিন্তু যে প্রশ্ন করে না সে সর্বদার জন্যই বোকা হয়ে থাকে।


৮৪। সর্বদা আপনার সর্বোৎকৃষ্ট কাজ করুন। যা আপনি আজ রোপণ করবেন, পরবর্তীতে আপনি সেই কর্মফল পাবেন। - অগ মানডিনো

৮৫। যে পুরুষ বলে যে ইহা করা সম্ভব নয় তা অন্য পুরুষ করে দেখানোর সময় তাকে বাধা দেওয়া উচিত নয়। - চীনা প্রবাদ



৮৬। কাজে আনন্দ থাকলে সেই কাজ নিখুঁত হয়। - এরিস্টটল


৮৭। বৃষ্টির সময় সব পাখিরা কোথাও আশ্রয় নেয়। আর ঈগল বৃষ্টিকে এড়াতে মেঘের উপর দিয়ে ওড়ে। সমস্যাগুলো সকলের ক্ষেত্রেই সমান, শুধু আচরণ পার্থক্য গড়ে দেয়। - এ পি জে আবদুল কালাম


৮৮। যদি উড়তে না পার তবে দৌড়াও। যদি দৌড়াতে না পার তবে হাঁটো। যদি হাঁটতে না পার তবে হামাগুড়ি দাও। যাই কর না কেন মনে রেখ সামনে এগিয়ে যেতেই হবে। - মার্টিন লুথার কিং



৮৯। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে।


৯০। হতাশার কিছু নেই, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়।

তথ্য সহযোগিতায় -
ক। 1001 motivational quotes for success by Thomas J. Vilord
খ। Wow Box
গ। Global Citizen

আপনার মনকে সাহস যোগাতে এবং অনুপ্রাণিত করতে আরও পৃষ্ঠা - ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০

শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সহজ ৫টি কাজ করে লাখপতি হোন।



১। একজন পাইকারি ব্যবসায়ী হোন বা পণ্যের উৎপাদক হোন। জীবনে উন্নতি করতে হলে অবশ্যই আপনাকে কিছু বিক্রয় করতে হবে। আর যদি লাখপতি হতে চান তবে পণ্যটি উৎপাদন করে পাইকারি ব্যবসা করার চেষ্টা করুন

২। আপনার প্রতিদিনকার আয় সম্বন্ধে জানুন। আপনি যদি প্রতিদিন ৳১০০, ৳৫০০ বা ৳১,০০০ আয় করে থাকেন তবে চিন্তা করুন আয়কে দ্বিগুণ করার। এতে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আপনার লাখপতি হওয়ার সম্ভাবনাও।

৩। সবকিছু উৎসর্গ করুন। একজন পুরুষ ৳২০০ দিয়ে একটি বই ক্রয় করতে চায় না যা তাকে ৳২০,০০০ আয় করার পথ দেখিয়ে দিতে পারে। সময় পেলেই বই পাঠ করুন, রচনা পাঠ করুন এবং নিজেকে সমৃদ্ধ করুন।

৪। ধনীদের মতন চিন্তা করুন। ধনী ব্যক্তিরা সবকিছুতে বেশি খরচ করে না, বরং অল্প কিছু জিনিসে বেশি খরচ করে। যেমন পাঁচ জোড়া জুতো না ক্রয় করে এক জোড়া জুতো ক্রয় করবে, যার দাম হয়ত ৳২,০০০ এবং ইহা বেশি টেকসইও বটে।


৫। আপনার জন্মগত গুণাবলী ব্যবহার করুন। আপনি যে কাজটি সবচেয়ে দক্ষভাবে করতে পারেন তাই করুন। তারপর অধ্যবসায়ের সাথে ধৈর্য ধরে এগিয়ে যান। যদিও প্রথমে কষ্ট অনুভব হবে কিন্তু ধীরে ধীরে আপনি সমস্যা সমাধান করতে দক্ষ হয়ে উঠবেন এবং আনন্দ পাবেন।

আশা করি এই কাজগুলো করে আপনি আপনার জীবনে সমৃদ্ধি আনবেন। ধন্যবাদ। আপনার বন্ধুদের সাথে ইহা শেয়ার করতে ভুলবেন না। আপনার মন্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন। আমরা আপনার মন্তব্য শুনতে আগ্রহী।

তথ্য সহযোগিতায় - Entrepreneur সাময়িকী।