শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কীভাবে বইয়ের পর্যালোচনা বা বুক রিভিউ লিখবেন?


কীভাবে বইয়ের পর্যালোচনা বা বুক রিভিউ (book review) লিখবেন?

১। বইটি পড়ুন এবং নোট নিন। বই থেকে আপনার পছন্দের কমপক্ষে ২০টি উক্তি খাতায় লিখুন।

২। বইয়ের ধরন বা genre বা কোন ক্ষেত্রের জন্য বইটি লেখা হয়েছে তা চিন্তা করুন।

৩। বইয়ের প্রধান বা মূল আলোচ্য বিষয় নির্ধারণ করুন (determine the major arguments and themes of the book)।

৪। লেখকের লেখার ধরন বিবেচনা করুন।

৫। লেখক কতভাবে তার মূল আলোচন্য বিষয় বা পয়েন্ট তুলে ধরেছেন তা চিন্তা করুন।


৬। দরকার হলে বইয়ের ফরমেটের (হার্ডকাভার, পেপারব্যাক, ই-বুক প্রভৃতি) ব্যাপারে কথা বলুন।

৭। কোন ধরনের সাহিত্যিক বিষয়াবলি থাকলে তা তুলে ধরুন।

৮। বইটি কোন কোন দিক থেকে অনন্যসাধারণ তা বলুন।

৯। বইটা কতটা সফল তা মার্ক করুন।

তথ্যসূত্র: https://www.wikihow.com/Write-a-Book-Review

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

The Almanack of Naval Ravikant: A Guide to Wealth and Happiness by Eric Jorgenson নিয়ে বুক রিভিউ

❝ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার নয়; সুখ শুধু একটা বৈশিষ্ট্য নয় যে মানুষ জন্মগতভাবে এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মে। এ ধরনের উচ্চাশাগুলো হয়তো আপনার নাগালের বাইরে মনে হতে পারে, কিন্তু সম্পদ তৈরি করা এবং সুখী হওয়ার মতো ব্যাপারটা আসলে এক ধরনের দক্ষতা যা আমরা শিখতে পারি।❞

তাহলে এই দক্ষতাগুলো কী এবং আমরা কীভাবে সেগুলো শিখব? আমাদের প্রচেষ্টাকে গাইড করবে এমন নীতিই-বা কী? অগ্রগতি বা উন্নতি বলতে কেমন দেখায়?

নাভাল রবিকান্ত হলেন একজন উদ্যোক্তা, দার্শনিক এবং বিনিয়োগকারী যিনি সম্পদ তৈরি এবং দীর্ঘমেয়াদি সুখ সৃষ্টির জন্য তার নীতি দিয়ে বিশ্বকে বিমোহিত করেছেন। নাভাল রবিকান্তের অ্যালমান্যাক বা ডায়েরি হলো নাভালের বিগত দশ বছরের অভিজ্ঞতার একটি সংগ্রহ, যা তার অন্তর্দৃষ্টিপূর্ণ সাক্ষাৎকার এবং মর্মস্পর্শী অভিজ্ঞতা বিশ্লেষণের একত্রীকরণ। এটা কোন পথনির্দেশক, গাইড বা কীভাবে করতে হবে-জাতীয় বই নয়। বরং এটা আপনাকে দেখানে আপনি কীভাবে একটি সুখী. সমৃদ্ধ জীবনের পথে নিজে নিজে, বিচার-বিবেচনার মাধ্যমে হাঁটতে পারেন।

বইটি পড়া আরম্ভ করলাম। গত সপ্তাহে নিয়েছিলাম Show your work by Austin Kleon. এ সপ্তাহে হাতে নিলাম The Almanack of Naval Ravikant: A Guide to Wealth and Happiness by Eric Jorgenson. কেউ আগে থেকে পড়ে থাকলে জানাবেন। অনলাইনে আলোচনা করা যাবে।