শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কীভাবে বইয়ের পর্যালোচনা বা বুক রিভিউ লিখবেন?


কীভাবে বইয়ের পর্যালোচনা বা বুক রিভিউ (book review) লিখবেন?

১। বইটি পড়ুন এবং নোট নিন। বই থেকে আপনার পছন্দের কমপক্ষে ২০টি উক্তি খাতায় লিখুন।

২। বইয়ের ধরন বা genre বা কোন ক্ষেত্রের জন্য বইটি লেখা হয়েছে তা চিন্তা করুন।

৩। বইয়ের প্রধান বা মূল আলোচ্য বিষয় নির্ধারণ করুন (determine the major arguments and themes of the book)।

৪। লেখকের লেখার ধরন বিবেচনা করুন।

৫। লেখক কতভাবে তার মূল আলোচন্য বিষয় বা পয়েন্ট তুলে ধরেছেন তা চিন্তা করুন।


৬। দরকার হলে বইয়ের ফরমেটের (হার্ডকাভার, পেপারব্যাক, ই-বুক প্রভৃতি) ব্যাপারে কথা বলুন।

৭। কোন ধরনের সাহিত্যিক বিষয়াবলি থাকলে তা তুলে ধরুন।

৮। বইটি কোন কোন দিক থেকে অনন্যসাধারণ তা বলুন।

৯। বইটা কতটা সফল তা মার্ক করুন।

তথ্যসূত্র: https://www.wikihow.com/Write-a-Book-Review

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন