মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

স্বপ্ন পূরণের শক্তি যোগাতে অনন্য সব উক্তি


❝শুরু করার উত্তম উপায় হচ্ছে কথা বলা বন্ধ করা এবং কাজ আরম্ভ করা।❞ - ওয়াল্ট ডিজনি।

❝তোমার সময় সীমিত। তাই অন্যের জন্য তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। গোঁড়ামির কারণে কোন জায়গায় আটকে থাকবে না। কারণ গোঁড়ামির মানে হচ্ছে তুমি অন্যের চিন্তাধারা নিয়ে জীবনযাপন করছ।❞ - স্টিভ জবস

❝যদি জীবন সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদবাণী করা যেত, তবে এই জীবন স্বাদহীন হয়ে পড়ত এবং জীবনের কোন মানেই থাকত না। ❞ - এলেনর রুজভেল্ট


❝তুমি যদি তোমার জীবনে কী কী আছে তার দিকে তাকাও তবে তুমি আরও অনেক কিছু পাবে। একইভাবে, তুমি যদি তোমার জীবনে কী কী নেই তার দিকে তাকাও তবে তোমার মনে কখনো সন্তুষ্টি আসবে না।❞ - অপরাহ উইনফ্রে

❝তুমি যদি তোমার লক্ষ্যগুলো হাস্যকরভাবে এত উঁচুতে সেট করো যে তা অন্য সবাইকে ছাড়িয়ে যায়, তবে এই লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও অন্য সবার সাফল্যের উপরে তোমার স্থান থাকবে।❞ - জেমস ক্যামেরুন

❝আমরা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারব না। আমরা সবকিছু আগে থেকে অনুমান বা পরিকল্পনা করে কাজও করতে পারব না। কারণ তুমি যখন পরিকল্পনা করবে তখন জীবনে এমন বহু কিছু ঘটে যাবে যা তোমার পরিকল্পনার বাইরে।❞ - জন লেনন

তথ্যসূত্র: 250+ Famous Quotes by Hubspot.

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Go It Alone! by Bruce Judson (গো ইট এলোন) বই থেকে শেখা ৩১টি শিক্ষা

Go It Alone! The Secret to Building a Successful Business on Your Own by Bruce Judson


  1. Go It Alone! by Bruce Judson বই থেকে শেখা ৩১টি শিক্ষা


একা একাও যে ব্যবসা করা যায়, সেই ব্যাপারটি পদ্ধতিগতভাবে তুলে ধরেছেন ব্রুস জাডসন।


১। রাস্তা পারাপার হওয়ার মধ্যেও ঝুঁকি আছে। কখন গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, নাকি ট্রাকের নিচে চাপাই পড়ি। এক্ষেত্রে আমাদের বাবা-মা আমাদের শেখান যে ডান-বাম উভয় দিয়ে তাকিয়ে আগে নিশ্চিত হতে যে এখন গাড়ি আসছে না। এখন পার হওয়া যায়। এভাবে কাজ করলে ঝুঁকি কম। ব্যবসার ক্ষেত্রেও তাই করা উচিত।


২। বই Thinking for a change: 11 ways highly successful people approach life and work by John C. Maxwell বলেন, “ব্যবসার সব কাজ যদি আপনি নিজেই করতে পারেন, সে তো বেশ ভালো কথা। কিন্তু চিন্তা করে দেখুন, ব্যবসায় অনেক কাজ। সব ধরনের কাজ শেষ করলেও আরও কাজ এসে পড়ে। এভাবে এক কাজ থেকে অন্য কাজে দৌড়াতে দৌড়াতে আপনার কার্যক্ষমতার ৪০% হ্রাস পায়।” এজন্য কাজ করার একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনি মুক্তভাবে চিন্তা করার জন্য ফ্রি টাইম পান।


৩। Mr. Trademark or www.MrTrademark.com এর উদ্যোক্তা  Joe Strahl. তাকে তার কোম্পানি একদিন একটি সমস্যা সামলাতে দেয়। সমস্যাটি ছিল ট্রেডমার্ক সংক্রান্ত। তিনি এই কাজ করতে গিয়ে দেখেন, এই সংক্রান্ত মামলা সামলাতে গেলে একজন আইনজীবীকে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। তাই তিনি এই ট্রেডমার্ক বিষয়ে একটু পড়াশুনার জন্য নিউ ইয়র্ক গণগ্রন্থাগারে যান। সেখানে গিয়ে ট্রেডমার্ক সংক্রান্ত নানা বইপুস্তক পড়ে দেখলেন, ব্যাপারটা ততটা জটিল নয় যে একজন আইনজীবীই শুধু সমাধান করতে পারে। তিনি সমস্যার একটি সমাধান পেলেন। এভাবে তিনি নিজের জীবনের সমস্যার সমাধান করেই, অন্যদের সাহায্য করার উদ্দেশ্যে একটি আইডিয়া পেয়ে গেলেন। পরবর্তীতে তিনি এই আইডিয়াকেই ব্যবসায়িক সিস্টেমে রূপ দান করেন।


৪। বই Go It Alone! এ ৩টি বিষয় খুব গুরুত্বের সাথে আলোচনা করা হবে। এ বইয়ের মূল উপাদান বলতে পারেন। এই ৩টি বিষয় হচ্ছে ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগানো, বেশির ভাগ কাজ বাইরে থেকে করিয়ে নেওয়া এবং অবিরত পুনরোৎপাদন যোগ্য পণ্য বা সেবা (personal leverage, extreme outsourcing and relentless repeatability)। - পৃষ্ঠা ১৭, ২য় অধ্যায়।


৫। বর্তমানের সফল উদ্যোক্তারা বিজ্ঞতা এবং সাহসের এক অপূর্ব সংমিশ্রণে গড়া মানুষ।


৬। Go It Alone! উদ্যোক্তারা আশাবাদী, তবে তার পাশাপাশি তারা বাস্তববাদীও বটে। তারা নিজেদের জিজ্ঞেস করে, এই আইডিয়াটা যদি ঠিকমতো কাজে না লাগে, তবে আমি কীভাবে ক্ষতি কমিয়ে আনব? তারা ঝুঁকি কমানোর চিন্তা করে। ব্যবসা করতে গিয়ে, কোন নতুন উদ্যোগ বা আইডিয়া যদি কাজ না করে, তবুও যেন ব্যবসা বন্ধ হয়ে না যায়, সেদিকে তাদের বিশেষ নজর থাকে।


৭। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সফল উদ্যোক্তারা ঝুঁকি হ্রাস করতে সবকিছু করে থাকে।


৮। এই অধ্যায়কে (২য় অধ্যায়) ১০টি প্রধান সূত্রের উপর দাঁড় করানো হয়েছে:

১। একটি সম্ভাব্য ব্যর্থতা যেন না ঘটে তা দেখার পাশাপাশি ঝুঁকি হ্রাস করার দিকে মনোযোগী হওয়া।

২। আপনার কাস্টমারদের থেকে খুব বেশি সরে যাবেন না।

৩। প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এসব আবিষ্কার এবং উদ্ভাবনের প্রতি নমনীয় এবং শেখার মনোভাব রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

৪। যেকোন পরিমাণে উৎপাদনের জন্য সিস্টেম তৈরি রাখতে হবে।

৫। পরীক্ষামূলক বা গবেষণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে।

৬। ঘড়ি দেখে কাজ করা যাবে না।

৭। নতুন নতুন টেকনোলজিতে দক্ষতা অর্জন করুন।

৮। সব কাজ নিজে করার প্রবণতা এড়িয়ে যান। ছোট ছোট পদক্ষেপ দিয়ে আরম্ভ করুন।

৯। নিজের উদ্দেশ্যের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হোন। একটা না একটা পথ বের করার প্রতি অঙ্গীকারাবদ্ধ হোন।

১০। কেবল নতুন এবং ভিন্ন ধরনের পণ্য ও সেবা নিয়ে কাজ করুন।

  • পৃষ্ঠা ১৭। ২য় অধ্যায়।


৯। Rosabeth Moss Kanter, হার্ভার্ড বিজনেস স্কুলের একজন প্রফেসর বিজনেস ২.০ ম্যাগাজিনের এক আর্টিকেলে বলেন, “সফল হওয়ার রাস্তা হচ্ছে প্রতিযোগীদের থেকে সামান্য একটু এগিয়ে থাকা, তবে এত বেশি এগিয়ে যাওয়া যাবে না যে কাস্টমাররা আপনার পণ্য বা সেবার ব্যাপারটাই ধরতে পারছে না।”


১০। বই The essential drucker, এ ড্রুকার বলেন, যখন কোন উদ্যোক্তা সফল হয়, তখন পণ্য বা সেবার এমন এমন কারণের জন্য সফল হয়, যে উদ্যোক্তারা প্রথমে তা চিন্তাই করতে পারেনি। তাই ড্রুকার বলেন, সবসময় নমনীয় থাকতে হবে, পরিবর্তনের প্রতি নজর দিতে হবে এবং কাস্টমারের প্রতি সর্বোচ্চ মনোযোগী হতে হবে।


১১। ড্রুকার বলেন, এমন একটা বিজনেস সিস্টেম তৈরি করতে হবে যাতে করে:

ক। প্রচেষ্টার অবিরত এক চক্র বানাতে হবে

খ। ফলাফল মূল্যায়ন করে দেখতে হবে

গ। যা শিখেছেন সেই অনুযায়ী পরবর্তী পরিকল্পনা সাজাতে হবে


১২। আপনি যদি জিজ্ঞেস করেন আগামী ১৮ মাস পরে ব্যবসার গতি কেমন দাঁড়াবে, সফল বা ব্যর্থ হবে। তবে একটা কথা আপনাকে নিশ্চিত করে বলা যায় যে, যারা আজকে যেভাবে ব্যবসা করছে তারা যদি ১৮ মাস পরেও একইভাবে ব্যবসা পরিচালনা করে, তবে ব্যর্থতা নিশ্চিত। - পৃষ্ঠা ২৯।


১৩। আপনাকে পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। অনেক পরীক্ষায় হয়তো আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। কিন্তু এসব পরীক্ষা যে একেবারে ব্যর্থ তা নয়। এসব পরীক্ষা থেকে আপনি যে অভিজ্ঞতা এবং শিক্ষা পাবেন, তা ভবিষ্যতে কোম্পানির কঠিন সময়ে কাজে লাগবে।


১৪। Start Small, Finish Big: Fifteen Key Lessons to Start - and Run - Your own successful business by Fred Deluca, the cofounder of Subway writes with John Hayes.  এ বইয়ে লেখকরা বলেন,  Ready, Fire, Aim.  এভাবে আপনার কোন আইডিয়াকে প্রস্তুত করুন, তারপর কাজে নেমে যান। এরপর লক্ষ্য নির্ধারণ করুন। লেখক বলেন, এতে করে আপনি হয়তো আপনার লক্ষ্য সঠিকভাবে ভেদ করতে পারবেন না। কিন্তু পুরো ব্যবসায়িক যাত্রার আপনি একটা সূচনা করলেন।


১৫। হ্যানিবল (Hannibal) বলেন, “হয় আমরা একটা রাস্তা বের করব, না হয় একটা তৈরি করব।” তাই সফল উদ্যোক্তাদের বর্ণনা যদি করতে হয়, তবে একটি শব্দেই বর্ণনা করা সম্ভব। তা হচ্ছে দৃঢ়সংকল্প। সমস্যায় পড়লে একটা রাস্তা বের করুন অথবা একটা তৈরি করুন।


১৬। উইন্সটন চার্চিল বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বলাই যথেষ্ট নয়। যা করা দরকার বা প্রয়োজন তা করার ক্ষেত্রে আপনাকে সফল হতে হবে।” এজন্যই নিজের ব্যবসা আরম্ভ করাই যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই এমন একটা রাস্তা খুঁজে বের করতে দৃঢ়সংকল্প হতে হবে যা সাফল্য নিয়ে আসে।


১৭। দুইটি জিনিস দরকার। আপনার দক্ষতা এবং একটি দৃঢ়সংকল্প যে আপনি যে কাজ সবচেয়ে ভালোভাবে করেন তাই সমান উত্তেজনা ও আগ্রহ নিয়ে করে যাবেন। 


১৮। কাজের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তৈরি করুন। এভাবে কাজটা সিস্টেমে পরিণত হবে। - পৃষ্ঠা ৪৬।


১৯। Al Ries’s book Focus: The Future of Your Company Depends on It. বইয়ে একটি গল্প বলেন। সূর্য খুব বড় একটি শক্তির উৎস। সূর্য প্রতি ঘণ্টায় পৃথিবীর উপর কোটি কোটি কিলোওয়াটের শক্তি দ্বারা বর্ষণ করছে। কিন্তু তবুও আমরা সূর্যের আলোর মধ্যেই কাজ করছি। একটা টুপি, কিছু সানস্ক্রিন ক্রিম সাথে থাকলে কয়েক ঘণ্টা ধরে আমরা সূর্যের আলোতে স্নান করতে পারি। কোন ধরনের অসুস্থ না হয়েই।

অন্যদিকে লেজারের কথা চিন্তা করি। লেজারে খুব অল্প পরিমাণ শক্তি থাকে। মাত্র কয়েক কিলোওয়াট শক্তি। অথচ এই কয়েক কিলোওয়াট শক্তি দিয়েই লেজারের মাধ্যমে হীরার মধ্যে ফুটো করা সম্ভব অথবা ক্যান্সার দূর করা যায়।

ঠিক একই ভাবে যদি আপনার কোম্পানিতে মনোযোগ কেন্দ্রীভূত করা যায়, তবে আপনি অসাধারণ এক লেজারসম ক্ষমতার অধিকারী হবেন। মার্কেটে আপনি সেই লেজারের মতোই কেন্দ্রীভূত শক্তি নিয়ে রাজত্ব করবেন। ফোকাস মানেই কেন্দ্রীভূত মনোযোগ এবং অল্প শক্তি দিয়ে যেকোন বৃহৎকেও পরাজিত করতে পারার ক্ষমতা।


২০। দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। অবিরত পুনরোৎপাদন যোগ্য পণ্য বা সেবা দিতে হবে। এভাবে উদ্যোক্তারা তাদের ব্যবসাকে দারুণভাবে সম্প্রসারিত করতে সক্ষম হবে। বেশির ভাগ কাজ বাইরে থেকে করিয়ে নিতে হবে। এতে করে উদ্যোক্তা তার ব্যবসার মূল দিকগুলোতে বেশি করে সময় ও শক্তি দিকে পারবে।


২১। কাস্টমার থেকে শেখার চেষ্টা করুন। সেই শিক্ষা থেকে কাজ করুন। - পৃষ্ঠা ৫৭।


২২। গো ইট এলোন উদ্যোক্তারা তাদের পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গিকে প্রকৃতভাবেই পরীক্ষা করে। বাস্তবে কোন আইডিয়া কীভাবে কাজ করে এবং সেই কাজের ফলাফল কী তা দেখে। এজন্যই বেশির ভাগ কাজ বাইরে থেকে করিয়ে নিতে হবে। তারা বিশ্বাস করে তারা কাজ করতে করতে শিখবে এবং পরীক্ষানিরীক্ষার মাধ্যমেই তাদের উদ্যোগ বেঁচে থাকবে। - পৃষ্ঠা ৫৭।


  • অধ্যায় ১৩ - ভুল হবেই, সেখান থেকে শিক্ষা নিন।


২৩। মুরের নীতি বলে (Moore’s Law), প্রতি ১৮ মাসে কম্পিউটারের কার্যক্ষমতা দ্বিগুণ হবে এবং দাম অর্ধেকে নেমে আসবে।


২৪। application service provider - asp. বিভিন্ন ধরনের asp ব্যবহার করতে পারেন।


২৫। ৮০/২০ সূত্র মেনে চলুন। আপনি আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০ শতাংশ জিনিসের দিকে মনোযোগ দিন। বাকি ৮০% জিনিস অন্যদের দিয়ে করিয়ে নিন।


২৬। David Drucker, দেশের একজন বড় মাপের বিনিয়োগ পরামর্শক। তিনি বলেন, তার যদি কর্মচারী থাকে, তবে সে কেবল কর্মচারীদের আর্থিক দিকে সুরক্ষাদাতাই নন; বরং তাদেরকে মেনটরিং করাও ড্রুকারের দায়িত্ব। - পৃষ্ঠা ৭৩।


২৭। আপনি যখন দারুণ একটা আইডিয়া পাবেন, তখন দ্বিতীয় বিষয় হবে নিজের দক্ষতার ব্যাপারে চিন্তা করা। এই ব্যবসায়িক আইডিয়া কি আপনার দক্ষতাকে কাজে লাগাতে সক্ষম?


২৮। প্রকৃত ট্র্যাজেডি এটা নয় যে আমাদের প্রত্যেকের যথেষ্ট শক্তি নেই; বরং আমরা আমাদের শক্তিকে চিনতে পারি না। এখানে নিজের শক্তি সম্পর্কে জানতে Now, Discover Your Strengths বইয়ের কথা বলা হয়েছে। - পৃষ্ঠা ৯৯


২৯। সুযোগ কেবল তারাই পায় যারা তাদের মন-মস্তিষ্ককে আগে থেকে প্রস্তুত করে রেখেছে। - Louis Pasteur. নতুন কোন ব্যবসার জন্য, সৌভাগ্য তখনই আসে যখন সুযোগের সাথে উত্তম প্রস্তুতি মিলিত হয়। - পৃষ্ঠা ১২৩, ১২৬।


৩০। মনের ভয় দূর করতে হলে সেই জায়গায় আত্মবিশ্বাস এবং সাহস দিয়ে ভরিয়ে তুলতে হবে। এজন্য এই ৫টি ধাপ মেনে চলুন:

ক। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি পারবেন যদি আপনি চিন্তা করেন আপনি পারবেন।

খ। আত্মবিশ্বাসী লোকজনের সাথে চলুন। নেতিবাচক, ভীতু লোকদের কাছ থেকে দূরে থাকুন। জানেন তো, একের আত্মবিশ্বাস অন্যকে স্পর্শ করে।

গ। নিজের আত্মবিশ্বাসকে উত্তোরত্তর বৃদ্ধি করুন।

ঘ। নিজের জাহাজের ক্যাপ্টেন নিজেই হোন। হেনরি ফোর্ড বলেণ, সকল আত্মবিশ্বাসী মানুষ তাদের ভয় থেকে না পালিয়ে, ভয়ের মুখোমুখি হয়ে নিজেদের মধ্যে সাহস সৃষ্টি করেন।

ঙ। নিজেকে ব্যস্ত রাখুন। একজন ব্যস্ত মানুষের মধ্যে ভয়ভীতি এবং আত্ম-সন্দেহ বাস করার সুযোগ খুব কম পায়।


কাজে নেমে পড়ুন। ভয় দূর হয়ে যাবে। ভয়কে অনুভব করুন এবং ভয়ের মুখোমুখি হোন। ভয়ের কাজটা যে করেই হোক করুন। নিজেকে বলুন, আমি এটা হ্যান্ডেল করতে পারব। - পৃষ্ঠা ২০২।


৩১। The Creative Habit: Learn It and Use It for Life (Learn In and Use It for Life) Paperback – Illustrated, January 6, 2006 by Twyla Tharp বলেন, দেবতারা যাকে ধ্বংস করতে চায়, তাকে অপরিসীম সম্পদের মালিক বানিয়ে দেয়।


  • তাই সহজেই কোন সম্পদ পেয়ে গেলে, সেই ব্যাপারে সাবধান থাকবেন। ছোট কোন ব্যাপার হলেও। এ ধরনের অভ্যাসকে প্রশ্রয় দিবেন না। এতে করে আপনার মধ্যে সৃজনশীলতা হ্রাস পাবে, উদ্ভাবনী ক্ষমতা নষ্ট হবে।

  • আপনি যদি একটি ব্যবসাকে দাঁড় করাতে পারেন, পণ্য উৎপাদনে কম খরচ করতে পারেন এবং কাস্টমারদের চাহিদা পূরণ করে মুনাফা করতে পারেন, তবে আপনি দীর্ঘমেয়াদে খুব ভালোভাবে ব্যবসায় সাফল্য অর্জন করবেন। - পৃষ্ঠা ২০৩।


তথ্যসূত্র: Go It Alone! The Secret to Building a Successful Business on Your Own by Bruce Judson. 2005.

২২৬ জন মনীষীর জীবনী / Biography

1. বঙ্গবন্ধুর কিশোর জীবন

Author: মিলন নাথ

Publisher: ঢাকা: অনুপম প্রকাশনী

2. এ যুগের বিজ্ঞানী স্টিফেন হকিং

Author: ফাতিমা তামান্না

Publisher: ঢাকা: বিশ্বসাহিত্য ভবন

3. ছোটদের বিদ্যাসাগর

Author: আনিসুল হক

Publisher: ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র

4. ছোটদের বঙ্গবন্ধু

Author: ড. আবদুল ওয়াহাব

Publisher: ঢাকা: বুকস ফেয়ার

5. ১০০ বিজ্ঞানীর জীবনী

Author: সাদিকুর রহমান সোহাগ

Publisher: ঢাকা: সালাউদ্দিন বই ঘর

6. ছেলেবেলা

Author: রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Togore

Publisher: ঢাকা: বিশ্বসাহিত্য ভবন

7. নজরুল ইসলাম কিশোর জীবনী

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা

8. মাইকেল মধুসূদন

Author: সুনির্মল বসু

Publisher: ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র

9. রবীন্দ্রনাথ

Author: অনিলচন্দ্র ঘোষ/Anil Chandra Gosh

Publisher: ঢাকা: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি লি

10. আমার ছেলেবেলা

Author: রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Togore

Publisher: ঢাকা: দি স্কাই পাবলিশার্স লি:

11. ছেলেদের রবীন্দ্রনাথ

Author: যামিনীকান্ত সোম

Publisher: কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রা. লি

12. টমাস আলভা এডিসন

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা

13. রবীন্দ্রনাথঃ কিশোর জীবনী

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা

14. জীবন যে রকম

Author: আয়েশা ফয়েজ

Publisher: ঢাকা: সময় প্রকাশন

15. ছোটদের নজরুল জীবনী

Author: মুহম্মদ নূরুল হুদা

Publisher: ঢাকা: মিজান পাবলিশার্স

16. মুকুন্দদাস

Author: সেলিনা হোসেন

Publisher: ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমী

17. কাজী মোতাহের হোসেন

Author: সনজীদা খাতুন

Publisher: ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমী

18. রবীন্দ্রনাথ

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমী

19. নজরুল

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমী

20. নবাব সিরাজদ্দৌলা

Author: মতিন রায়হান

Publisher: ঢাকা: হাতেখড়ি

21. হাসান রাজা (নাটিকা)

Author: দেওয়ান মোহাম্মদ আজরফ

Publisher: ঢাকা: গাউসিয়া প্রেস এন্ড পাবলিকেশন্স

22. লালন শাহ

Author: মতিন রায়হান

Publisher: অসম্পূর্ণ

23. মেরি কুরি

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

24. বিশ্বসেরা পর্যটক মার্কো পোলো

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

25. কলম্বাসের অভিযান

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

26. কণ্ঠশিল্পী আব্বাসউদ্দিন

Author: সৈয়দা আয়রিন জামান

Publisher: অসম্পূর্ণ

27. যাদুর রাজা হুডিনি

Author: ফখরুজ্জামান চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

28. গ্যালিলিও

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

29. বিজয় সরকার

Author: মহসিন হোসাইন

Publisher: অসম্পূর্ণ

30. ছোটদের এস এম সুলতান

Author: ড. সৈয়দ মাহমুদুল হাসান

Publisher: অসম্পূর্ণ

31. এক ছিল এক রাজকুমার

Author: খালেদা এদিব চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

32. মাওলানা ভাসানী

Author: ফেরদৌস খান

Publisher: অসম্পূর্ণ

33. বীরাঙ্গনা সখিনা

Author: মাহফুজ সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

34. শেরে বাংলা এ কে ফজলুল হক

Author: মতিন রায়হান

Publisher: অসম্পূর্ণ

35. রাজা রামমোহন রায়

Author: মিজানুর রহমান

Publisher: অসম্পূর্ণ

36. ছোটদের বেগম রোকেয়া

Author: জহুরুল আলম সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

37. বিজ্ঞানে নারী

Author: ডক্টর রুবিনা জামান

Publisher: অসম্পূর্ণ

38. শহীদ তিতুমীর

Author: আলমগীর হোসেন খান

Publisher: অসম্পূর্ণ

39. ওস্তাদ মোমতাজ আলী খান

Author: ফয়জুল আলম পাপ্পু

Publisher: অসম্পূর্ণ

40. মহাকবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)

Author: হুমায়ূণ রহমান/Humayan Rahman

Publisher: অসম্পূর্ণ

41. নলীনীকান্ত ভট্টশাল

Author: মোহাম্মদ সিরাজুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

42. সত্যজিৎ রায়

Author: মাহফুজ সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

43. জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ

Author: শান্তা মারিয়া

Publisher: অসম্পূর্ণ

44. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (১৯২০-১৯৭৫)

Author: মনি হায়দার

Publisher: অসম্পূর্ণ

45. গিলগামেশ

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: অসম্পূর্ণ

46. হেমিংওয়ের গল্প

Author: কাওসার হুসাইন

Publisher: অসম্পূর্ণ

47. পাবলো পিকাসো

Author: ফকরুল চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

48. লালন সাঁই

Author: চন্দন চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

49. সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেন

Author: চিন্ময় চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

50. কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন

Author: শাহজাহান সাজু

Publisher: অসম্পূর্ণ

51. কম্বন

Author: এস মহারাজন

Publisher: অসম্পূর্ণ

52. বিশ্বসেরা ৫০ মণীষীর শৈশব

Author: আর সি কর্মকার

Publisher: অসম্পূর্ণ

53. শেলি

Author: শ্রীনৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

54. ছোটদের হেলেন কেলার

Author: জহুরুল আলম সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

55. ছোটদের বঙ্গবন্ধু

Author: আমিনুর রহমান সুলতান

Publisher: অসম্পূর্ণ

56. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Author: আহমেদ ফিরোজ

Publisher: অসম্পূর্ণ

57. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Author: ডা: লুৎফর রহমান

Publisher: অসম্পূর্ণ

58. মাইকেল মধুসূদন দত্ত

Author: খসরু চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

59. মাস্টারদা সূর্য সেন

Author: লিখিলেশ ঘোষ

Publisher: অসম্পূর্ণ

60. নবাব সিরাজদ্দৌলা

Author: মতিন সরকার

Publisher: অসম্পূর্ণ

61. দস্তয়েভস্কি

Author: সুব্রত বড়ুয়া

Publisher: অসম্পূর্ণ

62. কুদরাত-এ-খুদা বিজ্ঞান চর্চার আয়োজন

Author: ড. আলী আসগর

Publisher: অসম্পূর্ণ

63. সুভাষচন্দ্র

Author: সুপর্ণা ভট্টাচার্য

Publisher: অসম্পূর্ণ

64. নজরুল

Author: মানরেন্দ্র বন্দ্যোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

65. বিরসা মুন্ডা

Author: মহাশ্বেতা দেবী

Publisher: অসম্পূর্ণ

66. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Author: মিজানুর রহমান শিপন

Publisher: অসম্পূর্ণ

67. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

Author: কাজী হাসান

Publisher: অসম্পূর্ণ

68. ছোটদের নবাব সিরাজউ-দ্দৌলা

Author: জহুরুল আলম সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

69. আলাউদ্দিন

Author: আলপনা রায়

Publisher: অসম্পূর্ণ

70. ডারউইন

Author: অশোক ঘোষ/Ashok Gosh

Publisher: অসম্পূর্ণ

71. বেঠোফোন

Author: অরীন্দ্রজিৎ সাহা/Arindrajit Saha

Publisher: অসম্পূর্ণ

72. ব্লে খট

Author: অয়ন গঙ্গোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

73. নানক

Author: উদয়কুমার চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

74. তলস্তয়

Author: কৌশিক গুহ

Publisher: অসম্পূর্ণ

75. লেলিন

Author: জয়দেব বসু

Publisher: অসম্পূর্ণ

76. মজনু শাহ

Author: ঈস্পিতা হালদার

Publisher: অসম্পূর্ণ

77. সূর্য সেন

Author: অশোককুমার মুখোপাধ্যায়/Ashok Kumar Mukhopaddhay

Publisher: অসম্পূর্ণ

78. লিঙ্কন

Author: অশ্রুকুমার সিকদার/Ashrukumar Sikder

Publisher: অসম্পূর্ণ

79. শহীদ জননী জাহানারা ইমামের কথা

Author: আশরাফ আলী

Publisher: অসম্পূর্ণ

80. বেগম রোকেয়ার কথা

Author: আশরাফ আলী

Publisher: অসম্পূর্ণ

81. অন্তরঙ্গ আলোকে সৈয়দ মুজতবা আলী

Author: সৈয়দ মাহবুব আলী

Publisher: অসম্পূর্ণ

82. ভাষা শহীদ বরকত

Author: বি এম গুলশান আরা

Publisher: অসম্পূর্ণ

83. অতীশ দীপঙ্কর

Author: নুরুল আসলাম মানিক

Publisher: অসম্পূর্ণ

84. বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়)

Author: বিপ্লব চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

85. স্বামী বিবেকানন্দ

Author: ফেরদৌস খান

Publisher: অসম্পূর্ণ

86. স্টিফেন হকিং

Author: হেলাল উদ্দিন/Helal Uddin

Publisher: অসম্পূর্ণ

87. নেতাজি সুভাষচন্দ্র বসু

Author: শাহজাহান সাজু

Publisher: অসম্পূর্ণ

88. আলফ্রেড নোবেল

Author: সাজ্জাদ কবীর

Publisher: অসম্পূর্ণ

89. প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ

Author: বশীর আল হেলাল

Publisher: অসম্পূর্ণ

90. বঙ্গবন্ধু শেখ মুজিব

Author: গোলাম সামদানী কোরায়েশী

Publisher: অসম্পূর্ণ

91. নানা রঙের জীবন

Author: আতোয়ার রহমান

Publisher: অসম্পূর্ণ

92. বীরঙ্গনা সখিনা

Author: মাহফুজ সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

93. নিউটন

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

94. মণীষীদের মজার গল্প

Author: তাপস রায়

Publisher: অসম্পূর্ণ

95. গল্পগুলো বঙ্গবন্ধুর

Author: শরীফ খান

Publisher: অসম্পূর্ণ

96. ছোটদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Author: শাহীন হৃদয়

Publisher: অসম্পূর্ণ

97. মহাকবি গ্যাটে

Author: আবু কায়সার

Publisher: অসম্পূর্ণ

98. বেগম রোকেয়া

Author: মনি হায়দার

Publisher: অসম্পূর্ণ

99. মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু

Author: কালাম ফয়েজী

Publisher: অসম্পূর্ণ

100. শহীদ স্মৃতি

Author: পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

101. নিরালা

Author: পরমানন্দ শ্রীবাস্তব, অনুঃ স্নেহলতা চট্টোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

102. বিদ্যাসাগর

Author: ড. কানাই লাল রায়

Publisher: অসম্পূর্ণ

103. ইবনে সিনা

Author: স্বকৃত নোমান

Publisher: অসম্পূর্ণ

104. বিশ্বসেরা ৫০ মণীষীর শৈশব

Author: আর সি কর্মকার

Publisher: অসম্পূর্ণ

105. ফণীশ্বরনাথ রেণু

Author: সুরেন্দ্র চৌধুরী, অনুঃ সুশান্ত বসু

Publisher: অসম্পূর্ণ

106. মহাদেবী বর্মা

Author: জগদীশ গুপ্ত, অনঃ কানাই কুন্ডু

Publisher: অসম্পূর্ণ

107. ছোটদের বিদ্যাসাগর

Author: সুনির্মল বসু

Publisher: অসম্পূর্ণ

108. ছোটদের মাও সেতুং

Author: সরলানন্দ সেন

Publisher: অসম্পূর্ণ

109. বঙ্গবন্ধুকে যেমন দেখেছি

Author: শেখ মোস্তফা, নূরুল আমীন

Publisher: অসম্পূর্ণ

110. মহানায়ক শের-ই-মহীশূর টিপু সুলতান

Author: কালাম ফয়েজী

Publisher: অসম্পূর্ণ

111. মহানায়ক নবাব সিরাজ-উদ-দৌলা

Author: কালাম ফয়েজী

Publisher: অসম্পূর্ণ

112. কাজী নজরুল ইসলাম

Author: তাহা ইয়াসিন

Publisher: অসম্পূর্ণ

113. মরমী কবি হাছান রাজা

Author: মোহাম্মদ আলী খান

Publisher: অসম্পূর্ণ

114. জগদীশচন্দ্র বসু

Author: লিখিলেশ ঘোষ

Publisher: অসম্পূর্ণ

115. লিওনার্দো দ্য ভিঞ্চি

Author: ফকরুল চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

116. বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব

Author: ড. নীলিমা ইব্রাহিম

Publisher: অসম্পূর্ণ

117. তাজউদ্দীন আহমেদ

Author: প্রত্যয় জসীম

Publisher: অসম্পূর্ণ

118. সৈয়দ মুজতবা আলী

Author: মুহিত হাসান

Publisher: অসম্পূর্ণ

119. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Author: জাকির তালুকদার

Publisher: অসম্পূর্ণ

120. ছোটদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

Author: রুহুল আমীন বাবুল

Publisher: অসম্পূর্ণ

121. মহাত্মা গান্ধী

Author: কাজী মহম্মদ আশরাফ

Publisher: অসম্পূর্ণ

122. বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ, প্রথম মিছিল, প্রথম সাহিত্য প্রতিক্রিয়া

Author: ড. মোহাম্মদ হাননান

Publisher: অসম্পূর্ণ

123. শিল্পাচার্য জয়নুল আবেদিন

Author: মোহাম্মদ সিরাজুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

124. পথিকৃৎ দশ মণীষী

Author: মুকুল চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

125. কীর্তিময়ী নারী

Author: শাহনাজ নাসরীন

Publisher: অসম্পূর্ণ

126. হাসন রাজা (নাটিকা)

Author: দেওয়ান মোহাম্মদ আজরফ

Publisher: অসম্পূর্ণ

127. লেনিন

Author: মনির জামান

Publisher: অসম্পূর্ণ

128. চেগুয়েভারা

Author: মনির জামান

Publisher: অসম্পূর্ণ

129. কার্ল মার্কস

Author: মনির জামান

Publisher: অসম্পূর্ণ

130. সত্যজিৎ রায়

Author: ফেরদৌস মাহমুদ

Publisher: অসম্পূর্ণ

131. রবীন্দ্রনাথ ঠাকুর

Author: বদিউর রহমান

Publisher: অসম্পূর্ণ

132. কবি জসীমউদ্দীন

Author: আহমেদ ফিরোজ

Publisher: অসম্পূর্ণ

133. মাদার তেরেসা

Author: চন্দন চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

134. সুকান্ত ভট্টাচার্য

Author: ঈশান সামী

Publisher: অসম্পূর্ণ

135. প্রীতিলতা ওয়াদ্দেদার

Author: ঈশান সামী

Publisher: অসম্পূর্ণ

136. বঙ্কিমচন্দ্র

Author: শিপ্রা ঘোষ

Publisher: অসম্পূর্ণ

137. জগদীশচন্দ্র

Author: সুভাষ মুখোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

138. গান্ধী

Author: সুভাষ ঘোষাল

Publisher: অসম্পূর্ণ

139. মিকেলাঞ্জলো

Author: সমীর সেনগুপ্ত

Publisher: অসম্পূর্ণ

140. মার্কস

Author: সৌরীন ভট্টাচার্য

Publisher: অসম্পূর্ণ

141. পল রোবসন

Author: বিশ্বজিৎ পান্ডা

Publisher: অসম্পূর্ণ

142. চে

Author: সুনন্দন চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

143. শেক্সপিয়র

Author: স্বপন চক্রবর্তী/Sawpan Chakrobarty

Publisher: অসম্পূর্ণ

144. হো চি মিন

Author: সব্যসাচী দেব

Publisher: অসম্পূর্ণ

145. রোকেয়া

Author: সুপতা ভট্টাচার্য

Publisher: অসম্পূর্ণ

146. লালন

Author: সুধীর চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

147. ভোলতেয়ার

Author: দেবী প্রসাদ চট্টোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

148. বিবেকানন্দ

Author: ভাস্কর চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

149. ম্যাক্সিম গর্কি

Author: অমল দাশ গুপ্ত/Amal Das Gupta

Publisher: অসম্পূর্ণ

150. মাইকেল

Author: শিশির কুমার দাশ

Publisher: অসম্পূর্ণ

151. চৈতন্যদেব

Author: দেবনাথ বন্দ্যোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

152. বিদ্যাসাগর

Author: শঙ্খ ঘোষ

Publisher: অসম্পূর্ণ

153. ডিরোজিও

Author: অভীক মজুমদার/Avik Mojumder

Publisher: অসম্পূর্ণ

154. মাইকেল মধুসূদন দত্ত

Author: বিপ্লব বালা

Publisher: অসম্পূর্ণ

155. আমাদের জ্যোতিবসু

Author: আভাস রায়চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

156. ফিদেল কাস্ত্রো

Author: জাহেদ নরওয়ার

Publisher: অসম্পূর্ণ

157. বিদ্রোহী তিতুমীর

Author: মনির জামান

Publisher:

158. জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ

Author: শান্তা মারিয়া

Publisher: অসম্পূর্ণ

159. ছোটদের মহাবিজ্ঞানী স্টিফেন হকিং

Author: মো: আব্দুল আজিজ

Publisher: অসম্পূর্ণ

160. দশ বিজ্ঞানীর উপাখ্যান

Author: শ্যামল চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

161. বিশ্বসেরা পাঁচজন বাঙালির শৈশব

Author: আর সি কর্মকার

Publisher: অসম্পূর্ণ

162. কিশোর জীবনী সমগ্র

Author: হায়াৎ মাহমুদ/Hayat Mahmud

Publisher: অসম্পূর্ণ

163. দানবীর রণদা প্রসাদ সাহা

Author: রীতা ভৌমিক

Publisher: অসম্পূর্ণ

164. ছোটদের বেগম রোকেয়া

Author: রীতা ভৌমিক

Publisher: অসম্পূর্ণ

165. আমার বাবা সুকুমার রায়

Author: সত্যজিৎ রায়

Publisher: অসম্পূর্ণ

166. ছোটদের বঙ্গবন্ধু

Author: অধ্যাপক আবু সাইয়িদ/Professor Abu Sayed

Publisher: অসম্পূর্ণ

167. বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু

Author: জাহীদ রেজা নূর

Publisher: অসম্পূর্ণ

168. বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)

Author: আবদুল মান্নান সৈয়দ

Publisher: অসম্পূর্ণ

169. আমরা বাঙালি

Author: রমেন ভট্টাচার্য

Publisher: অসম্পূর্ণ

170. ছেলেবেলায় শেখ মুজিব

Author: বেবী মওদুদ

Publisher: অসম্পূর্ণ

171. ছোটদের আব্রাহাম লিংকন

Author: আবুল হাসনাত

Publisher: অসম্পূর্ণ

172. গৌতম বুদ্ধ

Author: সুকুমারী ভট্টাচার্য

Publisher: অসম্পূর্ণ

173. মাদাম কুরির শৈশব

Author: আসাদ চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

174. আমাদের জগৎ

Author: বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়

Publisher: অসম্পূর্ণ

175. সোমেন চন্দ

Author: বিশ্বজিৎ ঘোষ

Publisher: অসম্পূর্ণ

176. ছোটদের টিপু সুলতান

Author: এম আবদুল কাদের

Publisher: অসম্পূর্ণ

177. অচিন্ত্যকুমার সেনগুপ্ত

Author: রবিন পাল

Publisher: অসম্পূর্ণ

178. অশ্বিনকুমার দত্ত

Author: তপংকর চক্রবর্তী

Publisher: অসম্পূর্ণ

179. মহানবী হযরত মুহাম্মদ

Author: আল মাহমুদ

Publisher: অসম্পূর্ণ

180. ছোটদের নজরুল

Author: বন্দে আলী মিয়া

Publisher: অসম্পূর্ণ

181. ছোটদের আইজাক নিউটন

Author: জহুরুল আলম সিদ্দিকী

Publisher: অসম্পূর্ণ

182. বুলবুল চৌধুরী

Author: মাহবুব আলম

Publisher: অসম্পূর্ণ

183. আরজ আলী-মাতুব্বর

Author: শান্তানু কায়সার

Publisher: অসম্পূর্ণ

184. মাও সেতুং

Author: মনির জামান

Publisher: অসম্পূর্ণ

185. বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু

Author: সুমন্ত রায়

Publisher: অসম্পূর্ণ

186. সৈয়দ মুজতবা আলী

Author: মাহফুজুর রহমান

Publisher: অসম্পূর্ণ

187. মুহম্মদ এনামুল হক

Author: মনসুর মুসা

Publisher: অসম্পূর্ণ

188. মরমী কবি রাধারমণ দত্ত

Author: মোহাম্মদ আলী খান

Publisher: অসম্পূর্ণ

189. সূর্যের সন্তানঃ সূর্য সেন

Author: স্বপন চক্রবর্তী/Sawpan Chakrobarty

Publisher: অসম্পূর্ণ

190. মাদার টেরেসার কথা

Author: বাবু ফরিদী

Publisher: অসম্পূর্ণ

191. সুফিয়া কামালের কথা

Author: বাবু ফরিদী

Publisher: অসম্পূর্ণ

192. ডারউইন

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

193. আইনস্টাইন

Author: শরিফুল ইসলাম ভূঁইয়া

Publisher: অসম্পূর্ণ

194. শিল্পী এস এম সুলতানঃ জীবন ও কর্ম

Author: মোহাম্মদ সিরাজুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

195. বিজ্ঞান ও বিজ্ঞানীদের কথা

Author: ইফতেখার রসুল জর্জ

Publisher: অসম্পূর্ণ

196. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার

Author: কাজী হাসান

Publisher: অসম্পূর্ণ

197. ওরা আকাশে জাগাতো ঝড়

Author: শৈলেশ দে

Publisher: অসম্পূর্ণ

198. এস এম সুলতান

Author: খসরু পারভেজ

Publisher: অসম্পূর্ণ

199. চার্লি চ্যাপলিন

Author: পলাশ আহসান

Publisher: অসম্পূর্ণ

200. জীবনানন্দ দাশ

Author: সিরাজ সালেকীন

Publisher: অসম্পূর্ণ

201. শিল্পী জয়নুল আবেদিন

Author: ফকরুল চৌধুরী

Publisher: অসম্পূর্ণ

202. শিল্পী জয়নুল আবেদিন

Author: মোহাম্মদ সিরাজুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

203. অতীশদীপংকর শ্রীজ্ঞান

Author: ফেরদৌস খান

Publisher: অসম্পূর্ণ

204. বিশ্বের বিস্ময় হেলেন কিলার

Author: স্বপন মুখোপাধ্যায়/Sowpan Mukhopaddhay

Publisher: অসম্পূর্ণ

205. ঈশা খাঁ

Author: সৈয়দা আয়রিন জামান

Publisher: অসম্পূর্ণ

206. চারণকবি মুকুন্দদাস

Author: মিজান রহমান

Publisher: অসম্পূর্ণ

207. মুনীর চৌধুরী

Author: ফয়জুল আলম পাপ্পু

Publisher: অসম্পূর্ণ

208. ছোটদের রামমোহন

Author: নন্দলাল শর্মা

Publisher: অসম্পূর্ণ

209. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

Author: ড. ছন্দশ্রী পাল

Publisher: অসম্পূর্ণ

210. ডিরোজিও

Author: মামুন রশীদ

Publisher: অসম্পূর্ণ

211. আরজ আলী মাতুব্বর

Author: শান্তানু কায়সার

Publisher: অসম্পূর্ণ

212. মোহিতলাল মজুমদার

Author: দ্বিজেন্দ্রলাল নাথ

Publisher: অসম্পূর্ণ

213. পল্লী কবি জসীম উদ্দীন

Author: মতিন রায়হান

Publisher: অসম্পূর্ণ

214. এস. এম. সুলতান

Author: মোহাম্মদ সিরাজুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

215. নেলসন ম্যান্ডেলা

Author: জাহেদ সরওয়ার

Publisher: অসম্পূর্ণ

216. মহামানব মুহসীন

Author: মোহাম্মদ ওয়াজেদ আলী

Publisher: অসম্পূর্ণ

217. শেক্সপীয়র

Author: কাজী মহম্মদ আশরাফ

Publisher: অসম্পূর্ণ

218. সুফিয়া কামাল

Author: কাজী মহম্মদ আশরাফ

Publisher: অসম্পূর্ণ

219. মওলানা ভাসানী

Author: প্রত্যয় জসীম

Publisher: অসম্পূর্ণ

220. সুন্দরবন

Author: আনিসুল হক

Publisher: অসম্পূর্ণ

221. নেতাজী সুভাষ বসু

Author: সৈয়দ নজমুল আবদাল

Publisher: অসম্পূর্ণ

222. রক্ত গোলাপ

Author: সৈয়দ আমীরুল ইসলাম

Publisher: অসম্পূর্ণ

223. বলতো কি দেখছ?

Author: লরেইন লী

Publisher: অসম্পূর্ণ

224. এনথনি স্যাম্পসন ম্যান্ডেলা

Author: অনুঃ এস আর এ তাহা/ Tr. S R A Taha

Publisher: অসম্পূর্ণ

225. আমাদের সুভাষচন্দ্র

Author: পবিত্র সরকার

Publisher: অসম্পূর্ণ

226. নজরুল ইসলাম

Author: আবদুল হক

Publisher: অসম্পূর্ণ


তথ্যসূত্র: https://www.narayanganjhighschoolandcollege.edu.bd/home/offlineLibrary/19

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

রণদারপ্রসাদ সাহার জীবন কথা। হেনা সুলতানা। ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ২০১৯।


২১। রণদারপ্রসাদ সাহার জীবন কথা। হেনা সুলতানা। ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ২০১৯।

‘দানবীর রণদা প্রসাদ সাহার জন্ম ইংরেজি ১৮৯৬ সালের ১৫ নভেম্বর সাভারের অদূরে শিমুলিয়ার কাছৈড় গ্রামের মাতুলালয়ে।

পিতার নাম দেবেন্দ্রনাথ পোদ্দার, মাতা কুমুদিনী দেবী। তিন ভাই এক বোনের মধ্যে রণদা প্রসাদ দ্বিতীয়। রণদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরে। পিতা দেবেন্দ্রনাথের স্থির কোনো পেশা ছিল না। রুটি-রুজির সন্ধানে বারবার তাকে পেশা বদল করতে হয়েছে। বেশির ভাগ সময় দলিল লেখকের কাজ করেছেন তিনি।

জীবনের গতি ফেরাবার জন্য কিছুদিন লগ্নি ব্যবসাও করেছেন। নিয়ত জীবনসংগ্রামে দেবেন্দ্রনাথ জীবনের প্রতি ভীতশ্রদ্ধ হননি। কিছুটা লেখাপড়া জানতেন। চলতি আইন ও আইনের ব্যাপার স্যাপার ভালোই জানা ছিল। তার আগের কয়েক পুরুষ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও যতদূর জানা যায় দেবেন্দ্রনাথের ব্যবসায়ী মন-মানসিকতা ছিল না।’ তথ্যসূত্র : ‘রণদাপ্রসাদ সাহার জীবনকথা’, লেখক : হেনা সুলতানা। পৃষ্ঠা-১১।

শৈশব থেকে মানবকল্যাণের যে স্বপ্ন নিজের মনে লালন করেছিলেন তার বাস্তবায়ন শুরু হয় ১৯৩৮ সালে মাতামহীর নামে শোভাসুন্দরী ডিস্পেন্সারি ও মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে আড়াই শতাধিক লঙ্গরখানা পরিচালনা করেন তিনি। রণদা প্রসাদের আহ্বানে ১৯৪৪ সালে অবিভক্ত বাংলার গভর্নর লর্ড আর জি কেসি কলকাতা থেকে নদীপথে দুর্গম পথ পাড়ি দিয়ে এক অজোপাড়া গাঁয়ে এসে কুমুদিনী হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দ্বিতীয় মহাযুদ্ধের সংকটময় সময় রণদা রেডক্রসকে আড়াই লাখ রূপি দান করেন।

লিংকন। অশ্রুকুমার সিকদার। ঢাকা, নালন্দা, ২০০৮।


২২। লিংকন। অশ্রুকুমার সিকদার।  সাহার জীবন কথা। হেনা সুলতানা। ঢাকা, নালন্দা, ২০০৮।

চারিত্রিক দৃঢ়তা, বাকশক্তি এবং অসীম সাহস নিয়ে যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের ঐক্য এবং গণতন্ত্র বজায় রেখেছেন। লিংকন এক মহান ব্যক্তি, মানুষ এবং রাষ্ট্রনায়কের নাম। লিংকনের জীবনী নিয়ে ৬০ পৃষ্ঠার এক ছোট্ট বই থেকে অসাধারণ কিছু উক্তি।

১। মানুষের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, যারা মনে করে গায়ের রং যা-ই হোক-না কেন সব মানুষই সমান, আব্রাহাম লিংকনকে তারা কোনদিন ভুলতে পারবে না।

২। লিংকন বাঁচার জন্য গায়ে-গতরে খাটছিলেন, আর শুধু বই থেকে নয়, জীবনযাপন থেকে নিচ্ছিলেন মূল্যবান শিক্ষা। - পৃষ্ঠা ৯।
সামান্য খাবার তাদের জুটত, শীতের দীর্ঘ রাত্রে ঘুমই ছিল খিদে ভুলে থাকবার উপায়।

৩। জনৈক রেড ইনডিয়ান নায়ক চুক্তি ভেঙে ইলিনয় রাজ্যের উত্তরাংশ আক্রমণ করলে গর্ভনরের ডাকে লিংকনও স্বেচ্ছা সৈন্যবাহিনীতে যোগ দেন। যুদ্ধে কিছু করতে হয়নি তাঁকে। কিন্তু তাঁর দলের হাতে  পড়ে এক বুড়ো রেড ইন্ডিয়ান অকারণে নির্যাতিত হতে গেলে লিংকন তাকে রক্ষা করেন।

৪। নিউ সালেমে অবসর সময়ে যেমন তিনি নিজে নিজেই আইন পড়তে শুরু করলেন, তেমনি পড়তে লাগলেন হাতের কাছে যে-বই পান তা-ই।

৫। রাজনীতিতে ব্যর্থ, ব্যবসায় অসফল, গায়ে-গতরে খাটাই হলো তার বাঁচবার উপায়।
তাঁর পড়া হয়ে গেলে গিবনের লেখা রোমান সাম্রাজ্যের অবক্ষয় ও পতনের ইতিহাস।

৬। তিনি খানিকটা আলসে ছিলেন, ছিলেন অতি-সাবধানী, মনের জোরের খানিকটা অভাব ছিল তাঁর, কিন্তু তাই বলে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অভাব ছিল না। তবে তিনি মানুষের ক্ষতি না করে, নিঃস্বার্থভাবে নিজে, উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে চেয়েছেন। আমরা উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারি না। কিন্তু উচ্চাশার লক্ষ্য ভালো হতে হবে, পথ খাঁটি হতে হবে। স্প্রিংফিল্ডে যখন এলেন তখন তিনি আইনসভার সদস্য হিসাবে সুপরিচিত, কিন্তু তাঁর পকেট তো ফাঁকা।

৭। বিয়ের পরে-পরে তিনি হার্নডন বলে এক তরুণ বন্ধুকে নিজের আইনব্যবসার অংশীদার করে নিয়েছিলেন। আব্রাহামের নির্বাচনের ব্যাপারে খুব সাহায্য করেছিল এই বন্ধু। লিংকন ছিলেন ধীরস্থির, সাবধানী, আর হার্নডন ছিলেন যেমন আদর্শবাদী, তেমনি লড়াকু। হার্নডন দাসপ্রথার বিরোধী ছিলেন।

৮। সপ্তদশ শতাব্দী থেকে আমেরিকায় ইংরেজ বসতি ভালোভাবে শুরু হয়। ইংল্যান্ডের গরিবেরা ও ভাগ্যান্বেষীরা এই নতুন দুনিয়ায় দলে দলে আসতে থাকে। পরে শুধু ইংল্যান্ড থেকে কেন, ইউরোপের অন্যসব দেশ থেকেও। তবে বসতি স্থাপনে ইংরেজদের সাফল্যই সবচেয়ে বেশি। ইউরোপ থেকে আসা মোট জনসংখ্যার শতকরা আশি জনই ছিল ইংরেজ।

৯। এই যুক্তরাষ্ট্রের উত্তরাংশে বসতি স্থাপন করেছিল যারা, তাদের মধ্যে ছিল অনেক কারিগর। এই অঞ্চল হয়ে উঠেছিল ব্যবসা ও সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র। সেখানে শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল। বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া গড়ে উঠল অর্থনৈতিক কেন্দ্র হিসাবে। অন্যদিকে ভার্জিনিয়া থেকে টেকসাস রাজ্য পর্যন্ত দক্ষিণাঞ্চল হলো প্রধানত কৃষিপ্রধান।
উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে অর্থনৈতিক স্বার্থ নিয়ে বিরোধ তো ছিলই, তার সঙ্গে মিলে গেল ক্রীতদাসপ্রথা নিয়ে বিরোধ।
লংফেলোর কবিতা “হানটেড নিগ্রো” পড়লে সেই মর্মন্তদ অবস্থা বুঝতে পারবে তোমরা।

১০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা - ওয়াশিংটন, জন অ্যাডামস, জেফারসন, ম্যাডিসন - সবাই ছিলেন এই প্রথার বিরোধী। যদিও উত্তরাংশের রাজ্যগুলো ছিল ক্রীতদাস-প্রথামুক্ত, কিন্তু দক্ষিণের রাজ্যগুলোতে এই প্রথা ব্যাপকভাবে চালু ছিল।

১১। তবে দেশরক্ষা, অন্যদের সাঙ্গে সম্পর্ক আর শুল্ক আদায় ছাড়া অন্য ব্যাপারে মার্কিন রাজ্যগুলো ছিল আমাদের রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি স্বাধীন।
১৮১২ খ্রিস্টাব্দে লুসিয়ানা রাজ্য কেন হয়। ফরাসি সম্রাটের কাছ থেকে।
স্পেনের কাছ থেকে ফ্লোরিডা রাজ্য কেনা হয়।
১৮৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক যোগ দেয় মিসিসিপি, আলাবামা ও আরকানসাস রাজ্য। ১৮৪৫ সালের মেক্সিকো থেকে বিচ্ছিন্ন হয়ে টেকসাস রাজ্য যুক্তরাষ্ট্রের অন্তর্গত হলো। ২ বছর পরে ক্যালিফোর্নিয়া।
 ইউরোপ থেকে ভাগ্যন্বেষী মানুষ দলে দলে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা লাফিয়ে - লাফিয়ে বেড়ে চলল এবং উপনিবেশ বিস্তার হতে লাগল।

১২। মিশুরি সমঝোতা। নতুন নতুন রাজ্যকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করবার সময়, যেগুলোতে দাসপ্রথা চালু ছিল সেগুলোকে অন্তর্ভুক্ত করতে উত্তরের রাজ্যগুলো আপত্তি জানিয়েছে, আর দলবৃদ্ধির জন্য দক্ষিণের রাজ্যগুলো চেয়েছে সেগুলো অন্তর্ভুক্ত হোক। এইভাবে ক্রীতদাসপ্রথা নিয়ে উত্তরদক্ষিণের রাজ্যগুলোর মধ্যে একটা বিবাদ ঘনিয়ে উঠছিল। এই বিবাদ তীব্র হলো মিশুরি রাজ্যকে অন্তর্ভুক্ত করা নিয়ে। উত্তরের রাজ্যগুলো দাবি করে, যুক্তরাষ্ট্রের অন্যতম রাজ্য হওয়ার আগে মিশুরিকে ধীরে ধীরে ক্রীতদাস প্রথা বর্জনের কথা দিতে হবে। কিন্তু দক্ষিণের চাপে মিশুরিকে শেষ পর্যন্ত বিনা শর্তে অন্তর্ভুক্ত করা হয়। একই সময়ে মেইন রাজ্যকে যুক্তরাষ্ট্রের অন্তর্গত করে নেওয়া হয় ক্রীতদাস-মুক্ত রাজ্য হিসাবে। তখন উত্তর-দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে একটা বোঝাপড়া হয়, পরবর্তীকালে যে ভূখণ্ড ফ্রান্সের কাছ থেকে খরিদ করা হয় তার ৩৬০ দ্রাঘিমাংশের ঈষৎ উত্তরের ক্রীতদাস-প্রথা নিষিদ্ধ হবে, কিন্তু তার দক্ষিণে ঐ প্রথা চালু থাকতে পারবে। একে বলা হতো মিশুরি সমঝোতা। - পৃষ্ঠা ১৮।

১৩। লিংকন রীতিমতো লম্বা, ডগলাস বেঁটেখাটো। ডগলাস সবসময় লড়াকু, লিংকন ধীরস্থির। ক্রীতদাস প্রথা নিয়ে ডগলাস ক্রীতদাস রাখার পক্ষে, আর লিংকন বিপক্ষে। উত্তরাঞ্চলের লোকজন ডগলাসকে জুডাসের সঙ্গে তুলনা করা হলো, যে-জুডাস ত্রিশটি রৌপ্যমুদ্রার লোভে যিশুকে ধরিয়ে দিয়েছিল। - পৃষ্ঠা ২৬।

১৪। গৃহযুদ্ধের ভূমিকা রচিত হলো কনসাসে। এক মার্কিন নাগরিক অন্য মার্কিন নাগরিককে এই প্রশ্নে খুন করতে উদ্যত হলো যে কৃষ্ণকায় নিগ্রো কি একজন মানুষ, নাকি সে নিতান্ত একটি পশু। এই সময়ে লিংকন একটি চিঠিতে লিখেছেন, জাতি হিসাবে যাত্রার মুহুর্তে আমরা বলেছিলাম সব মানুষ সমান। এখন আমরা কার্যক্ষেত্রে বলছি, নিগ্রো ব্যতিরেকে সব মানুষ সমান। - পৃষ্ঠা ২৭।

১৫। দাসপ্রথা বিষয়ে জনগণের রায়ই শেষ কথা হবে বলেছিলেন ডগলাস, কিন্তু বুকানন জনগণের সিদ্ধান্তকে উলটে দেবার চেষ্টা করায়, নিজে বুকাননের বিরোধিতা করেন। - পৃষ্ঠা ২৯।

১৬। নিচুজাতের যুক্তিকে তীব্রভাবে আক্রমণ করলেন লিংকন। তিনি জানালেন, যুগযুগ ধরে রাজারা-প্রজারা নিচুজাত, অযোগ্য - এই যুক্তিতে তাদের অধিকারহীন দাস করে রেখেছিল। সম্রাজ্যবাদীরাও অন্যদেশের মানুষকে শাসন করবার সময় একই যুক্তি দিয়ে থাকে; বলে, অধীনদেশের মানুষ অযোগ্য, নিচুজাত। গণতন্ত্রপ্রেমীরা এই যুক্তি মানেনি।