কোনো শীর্ষক নেই

আপনার মনকে সাহস যোগাতে এবং অনুপ্রাণিত করতে ১০টি অনুপ্রেরণামূলক বাক্য।

৪১। ছোট্ট একটু ভালো কাজ করুন যেখানেই আপনি থাকুন না কেন। এভাবে সেই ছোট্ট একটু ভালো কাজগুলো একসাথে এই পৃথিবীকে সম্পূর্ণ ভরিয়ে তুলবে। - ডেসমন্ড টুটু



৪২। নিজেকে প্রশ্ন করুন - আমি কি আমার স্বপ্নকে ভুলে যাব অথবা আমার স্বপ্নের জন্য কাজ করবো?

৪৩। বিজয়ীরা হচ্ছে সাধারণ লোকজন যাদের আছে অসাধারণ হৃদয়।

৪৪। সবশেষে সাফল্য পথের সকল ভুলগুলো মুছে দেয়। সাফল্য অর্জনই একমাত্র নির্দিষ্ট লক্ষ্য।

৪৫। আমি হয় পথ খুঁজে নেবো, নাহয় নিজেই পথ বানিয়ে নেবো।

৪৬। আপনি যত বেশি অতীতের প্রতি ঘৃণা পোষণ করবেন, আপনি তত বেশি আপনার মনকে বিষাক্ত করে তুলবেন এবং আপনার বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান, বর্তমানকে কাজে লাগান। প্রতিদিন আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে কাজ করে যান।

৪৭। যদি একজন পুরুষের মন তার লক্ষ্য পূরণ করার ব্যাপারে বিশ্বাসী হয়, পুরুষটির মন ইহা অর্জন করতে পারবে। - নেপোলিয়ন হিল

৪৮। একজন ব্যক্তির একটি অঙ্গীকার একশত ব্যক্তির চেয়ে উত্তম যাদের কেবলমাত্র একটি আগ্রহ আছে। - মেরী ক্রাউলী
২০১৬ এর জন্য আপনার অঙ্গীকার কি?

৪৯। সেখানে কোন সংক্ষিপ্ত পথ নেই। বিজয় নির্ভর করে  প্রতিদিনের বাধাগুলো অতিক্রম করার ওপর।

৫০। আপনি আজকে যেখানে আছেন সেখানে আপনার চিন্তাগুলো আপনাকে নিয়ে এসেছে; আপনি আগামীকাল সেখানে যাবেন যেখানে আপনার চিন্তাগুলো আপনাকে নিয়ে যাবে। - জেমস এলিন

তথ্য সহযোগিতায় -
ক। Global Citizens.
খ। Success Magazine.
গ। Spirit Science.
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন