সময়ের মূল্য

সময়ের মূল্য


  • এক বছরের মূল্য বুঝতে হলে একজন ছাত্রকে জিজ্ঞেস করো যে বার্ষিক পরীক্ষায় ফেল করেছে।
  • এক মাসের মূল্য বুঝতে হলে একজন মাকে জিজ্ঞেস করো যে দশ মাস হওয়ার আগেই একটি অকালপক্ক সন্তানকে জন্ম দিয়েছে।
  • এক সপ্তাহের মূল্য বুঝতে হলে একজন সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করো।
  • এক ঘণ্টার মূল্য বুঝতে হলে একজন প্রেমিককে জিজ্ঞেস করো যে তার প্রেয়সীর জন্য অপেক্ষা করছে।
  • এক সেকেন্ডের মূল্য বুঝতে হলে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে এইমাত্র একটা রোড এক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে।
  • এক মিলি সেকেন্ডের মূল্য বুঝতে হলে একজন খেলোয়াড়কে জিজ্ঞেস করো যে অলিম্পিক মেডেল জিতেছে।

সময়ের মূল্য অন্য যেকোন মুদ্রার চেয়ে বেশি মূল্যবান। আমরা হয়তো আমাদের সারাজীবনের টাকাপয়সা যা আমরা নিজেরা খরচ করিনি, তা আমাদের সন্তানদের জন্য রেখে যাব, কিন্তু আমরা তাদেরকে একটা মিলি সেকেন্ডও দিয়ে যেতে পারব না।

টাইম ম্যানেজমেন্ট সহ অন্যান্য বই কিনতে অর্ডার করুন https://saphollo.com/ 

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন