বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ


আমরা আজকে আলোচনা করব বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ  বই নিয়ে। দ্য পারসোনাল এমবিএ এর বাংলা অনুবাদ হতে পারে নিজে নিজে পড়ালেখা করে এমবিএ তথা ব্যবসায়িক সর্বোচ্চ ডিগ্রির সমমনা জ্ঞান অর্জন করা। আমেরিকার কোটিপতি ব্যবসায়ী রবার্ট ক্র্যাফ্ট বলেন, নিজে নিজে পড়ালেখা করার মানে হচ্ছে অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির সহযোগিতা ছাড়াও পড়ালেখা চালিয়ে যাওয়া এবং এতে করে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়।


আসলে নিজে নিজে পড়ালেখা করার প্রতি অনেকেই উৎসাহিত করেছেন। আপাতত আমি রবার্ট ক্র্যাফ্টের উক্তি দিয়ে ব্যাপারটার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা জশ কফম্যানের দ্য পারসোনাল এমবিএ বইয়ের কথা বলি। প্রথমে বলব, আপনি যদি ব্যবসার কলাকৌশল শিখতে চান, তবে তার জন্য বড় এবং সুনামধন্য কোন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। আপনি নিজে নিজেও আধুনিক ব্যবসার মৌলিক সূত্রাবলি শিখতে পারেন।


ঘটনা হচ্ছে ব্যবসার মধ্যে দুইটি জিনিস থাকে। এক হচ্ছে মৌলিক কিছু নীতি বা সূত্র। আর দ্বিতীয় হচ্ছে পদ্ধতি। এখন পদ্ধতি হাজারো থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, মৌলিক নীতি বা সূত্র দেশ কাল পাত্র ভেদে একই থাকে। আপনি দ্য পারসোনাল এমবিএ বই থেকে শিখতে পারবেন:


কীভাবে ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হতে হয়?

কীভাবে আপনার ব্যক্তিগত উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়?

কীভাবে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা পরিচালনা করবেন?

কীভাবে পরীক্ষানিরীক্ষা চালাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল তুলে আনবেন?


দ্য পারসোনাল এমবিএ বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি এখান থেকে আপনার ব্যবসা বা কাজকর্ম পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা পান। বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নিজের বাবা-মা অথবা নিজেকে ঋণে জর্জরিত না করেও আপনি নিজের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি করতে পারেন। ক্লাসরুমে না গিয়ে আরও কম সময়ে এবং কম খরচে ব্যবসার নানাবিধ জ্ঞান অর্জনে সহায়তা করার জন্যই এ বই রচিত।


ব্যবসা আসলে কাজ করেই শিখতে হয়। কেবল তত্ত্ব পড়লেই হয় না। বাস্তবে কাজ করার পরেই বোঝা যায় ব্যবসার কলাকৌশল। তবে কিছু কিছু তত্ত্ব সম্পর্কেও আপনাকে ধারণা দেওয়া হবে যাতে করে আপনি ব্যবসায়িক দুনিয়ার নানা শব্দ ও পরিভাষা সম্পর্কে পরিচিত হতে পারেন।


দ্য আয়রন ল অফ দ্য মার্কেট: কিছু কিছু ব্যবসায়িক ক্ষেত্র অনেক বড় হয়, আবার কিছু ছোট হয়। এটার কারণ কী? কীভাবে নতুন ব্যবসায়িক ক্ষেত্র খুঁজে বের করতে হয়?


একটি বাজারকে পরিমাপ করার ১০টি উপায়: কিছু ব্যবসায়িক আইডিয়া অন্যান্য ব্যবসায়িক আইডিয়ার চেয়ে উত্তম হয়। তবে তা আপনি কীভাবে জানবেন? এটা জানার জন্য বইয়ে দেওয়া আছে ১০টি উপায়।


মূল্যবান সম্পদ গড়ে তোলার ১২টি উপায়: ব্যবসায় কেবল পণ্য বা সেবা নয়, আরও বহু কিছু রয়েছে। এ জন্য বাকি বিষয় সম্পর্কে জানতে এই ১২টি উপায় ব্যবহার করতে পারেন।


মুনাফা করার ৪ পদ্ধতি: মুনাফা করার ৪টি পদ্ধতি আছে। আপনি কি জানেন?


ব্যবসায়িক বিশ্ববিদ্যালয় থেকে আসলে প্রকৃত নেতা তৈরি হয় না। বিশ্ববিদ্যালয় থেকে মানুষ জ্ঞান অর্জন করে, দক্ষতা লাভ করে এবং সাফল্য লাভ করার ক্ষেত্রে প্রয়োজনীয় তত্ত্ব শেখে।


তাই আজই দ্য পারসোনাল এমবিএ  পড়ুন এবং ব্যবসায়িক কলাকৌশল শিখে পেশাগত জীবনে উন্নতি করুন।


তথ্যসূত্র:

https://personalmba.com/

https://www.azquotes.com/quote/706545

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন