বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

কাজ করার মধ্য দিয়ে কতটুকু শেখা যায়?

আমাদেরকে কাজ করার মধ্য দিয়ে শিখতে হবে। আলবার্ট আইনস্টাইন বলেন, ❝যে কখনও ভুল করেনি, সে কখনও নতুন কিছু করার চেষ্টাই করেনি ।❞ তিনি আরও বলেন, ❝কোনকিছু না করলে এ জগতে কিছুই নড়বে না❞
এখানে আমেরিকান শিক্ষাবিদ এডগার ডেলের মোচা বা শঙ্কু আকৃতির শেখানোর পিরামিড তত্ত্বের উল্লেখ করা হলো। তিনি গবেষণার মাধ্যমে দেখান যে আমাদের ৯০% শেখা হয় কেবল যা আমরা বলি এবং করি। কোন একটা কাজ সম্পর্কে নাটকীয়ভাবে উপস্থাপন করতে হবে, আসল অভিজ্ঞতার আদলে ভান করতে হবে এবং আসল কাজটাই করতে হবে। এভাবেই মানুষ ৯০% পর্যন্ত শিখতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন