কুড়াল এবং কোবরা সাপের গল্প

এক কুড়াল একবার একটা কোবরা সাপকে কামড় দিল।

হলো কী, এক কাঠমিস্ত্রি তার দোকান বন্ধ করে বাড়ি গেল। কিন্তু দোকানে নিচ দিয়ে ছিল ছোট্ট একটা গর্ত। সেই গর্ত দিয়ে একটা কোবরা সাপ দোকানে ঢুকে পড়ল।

কোবরাটা খুব ক্ষুধার্ত ছিল। চিন্তা করছিল, দোকানের ভেতর হয়তো কোন খাবার খুঁজে পাবে।

সাপটা দোকানের ভেতর সব জায়গায় খুঁজে দেখতে লাগল কোন খাবার আছে কিনা। কিন্তু হঠাৎ তার গায়ে একটি কুড়াল পড়ল। এতে করে সাপের কিছু জায়গায় কেটে গেল এবং রক্ত পড়তে লাগল।

সাপ তো তখন ভীষণ ক্ষেপে গেল। যে করেই হোক, এর প্রতিশোধ নিতে হবে। তখন সাপটা সর্বশক্তি দিয়ে লোহার কুড়ালের মধ্যে কামড় দিল।

সাপের কামড়ে আসলে লোহার কুড়ালে কী ক্ষতি হতে পারে! বরং কোবরা সাপের নিজের মুখই রক্তাক্ত হয়ে গেল।

এবার সাপটা ক্রোধে উন্মাদ হয়ে গেল। ক্রোধ এবং অজ্ঞতার কারণে কোবরা চেষ্টা করল যেই জিনিসটা এটাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, সেটাকে টাইট করে পেঁচিয়ে ধরবে।

পরের দিন কাঠমিস্ত্রি তার দোকান খুলে দেখল, এক বিষাক্ত কোবরা সাপ তার লোহার কুড়ালকে পেঁচিয়ে মরে পড়ে আছে।

এখানেই গল্পের শেষ। কোবরা কিন্তু অন্যের দোষের কারণে মারা যায়নি। এটা মারা গেছে, বরং এটার নিজের রাগ ও ক্ষোভের ফলাফলস্বরূপ মারা গেছে।

কখনো কখনো আমাদের রাগের কারণে আমরা অন্যদের আঘাত করতে চাই, কিন্তু সময় গেলে দেখা যায় এই রাগ-ক্ষোভ আমাদের নিজেদেরকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।

একটি সুখী জীবনযাপনের জন্য আমাদেরকে এড়িয়ে চলা শিখতে হয়, কখনো কখনো কিছু জিনিস, মানুষ, ঘটনা, স্মৃতিসহ বিভিন্ন জিনিসকে বাদ দিয়ে দিতে হয়।

সবকিছুর প্রতি আমাদের নজর দেওয়া বা প্রতিক্রিয়া করার প্রয়োজন নেই।

একটু সময় নিন এবং নিজেকে জিজ্ঞেস করুন যে এই প্রতিক্রিয়া করার আসলেই দরকার আছে কিনা। চলুন, মানুষকে আমরা সহজবোধ্যভাবে এবং দয়ামায়ার সাথে আপন করে নিই। স্বীকার করে নিই যে মানুষ পরিবর্তনকে মেনে নেয় না, নিজেও পরিবর্তিত হয় না। তাদেরকে নীরবভাবে মেনে নিই এবং তাদের জন্য দোয়া করি।

আশা করি এ গল্প আপনাকে কিছু ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

ইংরেজিতে পড়ুন: http://funnnyfunny.com/the-axe-the-cobra/
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন