শনিবার, ৩১ জুলাই, ২০২১

আপনি কি আরোপিত কাজ করেন, নাকি স্বপ্রণোদিত কাজ করেন?



আরোপিত কাজ বনাম স্বপ্রণোদিত কাজ


কিছু মানুষ নিজেই নিজের কাজ নির্ধারণ করে। এদের আমরা বলতে পারি উদ্যোক্তা। যে ব্যক্তি নিজেই নিজের কর্ম নির্ধারণ করে, সে হচ্ছে উদ্যোক্তা। আর যে ব্যক্তি অন্যের বা প্রতিষ্ঠানের আরোপিত কাজ করে, তাকে আমরা বলতে পারি চাকুরিজীবী বা কর্মজীবী। এখানে কোন ধরনের কাজের ভালো-মন্দ নিয়ে আলাপ হচ্ছে না। আমরা কথা বলছি কাজের ধরন নিয়ে। অনেকেই অনেক ধরনের কাজ করে। সেসব কাজকে আমরা দুইটি ভাগে ভাগ করছি। যথা:


ক) আরোপিত কাজ

খ) স্বপ্রণোদিত কাজ


সহজ ভাষায় বলতে গেল, চাকরি পাওয়ার আগে মানুষ যে ধরনের কাজ করে তা স্বপ্রণোদিত কাজ। যেমন, বাইরে খেলতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, মোবাইল বা কম্পিউটারে গেম খেলা ইত্যাদি। কিন্তু যখনই মানুষ চাকরি পায় বা কোন প্রতিষ্ঠানে কর্মজীবী হিসাবে যোগ দেয়, তখন নিজের নিয়ম, অনুসূচি অনুযায়ী কাজ করে না। তখন কাজ করে প্রতিষ্ঠানের দিকনির্দেশনা অনুযায়ী। এখানে টনি গ্যাসকিন্সের একটি উক্তি দেয়া যায়:

আপনি যদি আপনার স্বপ্ন তৈরির জন্য কাজ না করেন, তবে অন্য কেউ আপনাকে তাদের স্বপ্ন পূরণের জন্য ভাড়ায় খাটাবে।

এখন কেউ যদি স্বপ্ন না দেখে, বা তার স্বপ্ন পূরণের চেষ্টার জন্য যে মূলধন বা বুদ্ধি ও অভিজ্ঞতা দরকার তার জন্য অন্য কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে কি সে ভুল করছে? ‘না’, সে ভুল করছে না। কিন্তু অন্যের স্বপ্ন পূরণের চেষ্টা করতে করতে নিজের স্বপ্ন ভুলে যাওয়াই মারাত্মক ভুল। তাই স্বপ্ন দেখুন, সাহস নিন এবং কাজে নেমে পড়ুন। তারপর স্বপ্ন পূরণের চেষ্টায় লেগে থাকুন। স্বপ্ন পূরণ হবেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন