বুধবার, ৭ জুলাই, ২০২১

সাফল্য প্রকাশনীর একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচি

সাফল্য প্রকাশনীর কলেজভিত্তিক ১ম ব্যাচ

কলেজের ছাত্রছাত্রীরা যাতে তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসাবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে সাফল্য প্রকাশনী তাদের জন্য একটি বইপড়া কর্মসূচি পরিচালনা করতে চলেছে। এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে পৃথিবীর আত্মউন্নয়নমূলক সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। বই পড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা। এই কর্মসূচিতে থাকছে ১২টি করে বই। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যে কোনো ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচি চলবে ১৮ সপ্তাহ। ১৮ সপ্তাহে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই।

বইপড়া শেষ হলে অনুষ্ঠিত হবে একটি ছোট্ট মূল্যায়ন পর্ব।

⚪ মূল্যায়ন পর্বে যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার।
⚪ যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার।
⚪ যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার।
⚪ যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার।


এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে নিচে উল্লিখিত ঠিকানায় এসে নিম্নলিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে:

⚪ কলেজের আইডি কার্ডের ফটোকপি, ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে।
⚪ কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি হিসেবে প্রদান করতে হবে ২০ টাকা।
⚪ নিরাপত্তা অর্থ হিসেবে জমা রাখতে হবে ৮০ টাকা।
⚪ বাড়িতে পড়তে নেয়া বই ফেরত দেয়া সাপেক্ষে এই অর্থ ফেরত দেওয়া হবে। মূল্যায়ন পরীক্ষা গ্রহণের পর তিন মাসের মধ্যে এই নিরাপত্তা অর্থ ফেরত নিতে হবে।


কর্মসূচির নিয়মাবলি

⚪ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পড়তে হবে মোট ১২টি বই। এই বইগুলোর তালিকায় আছে দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের গল্প, উপন্যাসসহ বিভিন্ন আনন্দদায়ক, রুচিশীল, চিত্তাকর্ষক ও উন্নতমানের বই।
⚪ যারা বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারা প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে (শুক্রবার) সাফল্য প্রকাশনীতে এসে একটি করে বই বাড়িতে নিয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে বইটি পড়া শেষ করে ফেরত দিয়ে অন্য একটি বই নেবে। এভাবে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করার চেষ্টা করবে।
⚪ পরীক্ষা, শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এর সঙ্গে আছে বইগুলো ভালোভাবে আত্মস্থ করার ব্যাপার। এই সবকিছু বিবেচনা করে ঐ ১২টি বই পড়ার জন্য মোট সময় দেয়া হবে ১৮ সপ্তাহ।
⚪ এই কর্মসূচি শুরু হয়ে পরবর্তী ১৮ সপ্তাহ পর্যন্ত অব্যাহতভাবে চলবে।
⚪ যারা কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারা এই বইগুলো গভীর মনোযোগের সঙ্গে পাঠ করবে, এটাই প্রত্যাশিত।
⚪ কর্মসূচি শেষ হবার পর 'যাচাই পর্ব'। এই পর্বে একটি ছোট্ট মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে যে অংশগ্রহণকারীরা বইগুলো আদৌ পড়েছে কি-না, পড়ে থাকলে কে কত ভালোভাবে পড়েছে, কে কতখানি হৃদয়ঙ্গম করেছে ইত্যাদি।
⚪ এই মূল্যায়ন হবে একটি ছোট্ট সরস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কর্মসূচির ১৮ সপ্তাহ শেষ হবার পর। মূল্যায়ন পরীক্ষায় যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার। যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার। যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার। যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার। প্রতিটি বই থেকে ২টি করে প্রশ্ন করা হবে। ২টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারলে বইটি পড়েছে বলে ধরা হবে।
⚪ কেউ যদি বই নিয়ে হারিয়ে ফেলে তবে তার নিরাপত্তা অর্থ বাজেয়াপ্ত বলে গণ্য হবে এবং পুনরায় নিরাপত্তা অর্থ জমা দিলেই শুধু তার কর্মসূচিতে অংশগ্রহণ বলবৎ রাখা হবে।
⚪ সবাইকে একটি ৮০ পৃষ্ঠার উদ্ধৃতি খাতা সংগ্রহ করতে হবে। প্রতিটি বই থেকে তাদের ভালো লাগা শ্রেষ্ঠ অন্তত ২০টি বাক্য এই খাতায় লিখতে হবে।
⚪ কলেজ কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যদের দেশ বিদেশের সেরা চলচ্চিত্র উপভোগ এবং বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের বক্তৃতা ও আলোচনা শোনার সুযোগ রয়েছে।


যোগাযোগের ঠিকানা

সাফল্য প্রকাশনী

৩০২, লালবাগ রোড, লালবাগ, ঢাকা ১২১১

ফোন: +8801534902882, +8801682058171,

সদস্য হওয়ার সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

যোগাযোগের সর্বশেষ তারিখ ১৯ অক্টোবর ২০২১


কর্মসূচির নির্বাচিত বইসমূহ

১. এটিটিউড ইজ এভরিথিং

২. ইট দ্যাট ফ্রগ

৩. ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং

৪. নেগোসিয়েশন

৫. লিডারশিপ

৬. টাইম ম্যানেজমেন্ট

৭. গেট স্মার্ট

৮. অ্যাজ আ ম্যান থিংকথ

৯. টিমওয়ার্ক ১০১

১০. ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং

১১. ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ

১২. মিটিং দ্যাটস গেট রেজাল্টস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন