যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ (১৫১৫ থেকে ১৭৭০):
১৮। ফ্রান্সিসকো ডি ভিটোরিয়া: মানব সভ্যতার শুরুর দিকে, (রাজনৈতিক অধিকারের দিক থেকে) সবকিছুই সবার কাছে সাধারণ ছিল।
১৯। জিন বোডিন: কমনওয়েলথের (commonwealth) একটি পরম এবং চিরস্থায়ী শক্তি হচ্ছে সার্বভৌমত্ব।
২০। ফ্রান্সিসকো সুয়ারেজ: মানব আইনের ভিত্তি হচ্ছে প্রাকৃতিক নিয়ম।
২১। জোহানেস আলথুসিয়াস: রাজনীতি হলো মানুষের মেলামেশার এক অসাধারণ শিল্প।
২২। হুগো গ্রোটিয়াস: স্বাধীনতা হলো সেই শক্তি যা আমাদেরকে আমাদের নিজেদের ওপর ক্ষমতা প্রদান করে।
২৩। টমাস হবস: কোনো ধরনের শৃঙ্খলা বা আইনকানুন না থাকলে প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে মারামারিতে লিপ্ত থাকবে।
২৪। জন লক: আইনের শেষ চিন্তা থাকা উচিত মানুষের স্বাধীনতা রক্ষা করা এবং এটাকে প্রসারিত করা।
২৫। মন্টেস্কু: যখন আইন প্রণয়ন এবং নির্বাহী ক্ষমতা একই সংস্থায় একত্রিত হয়, তখন কোন স্বাধীনতা থাকতে পারে না।
২৬। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন: স্বাধীনভাবে উদ্যোগ নেওয়ার সুযোগ নাগরিকদের উত্তম নাগরিক হতে সাহায্য করে।