রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা


পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা (৮০০BCE থেকে ৩০CE): BCE মানে before the common (or current) era বা বর্তমান সময়ের আগের যুগ। CE মানে common (or current) era বা বর্তমান যুুগ।

১। কনফুসিয়াস: তোমার আকাঙ্ক্ষা যদি হয় ভালো কাজ করার, তবে মানুষও ভালো হয়ে থাকবে।

২। সান জু: রাষ্ট্রের জন্য দ্য আর্ট অফ ওয়ার তথা যুদ্ধকৌশল ও পররাষ্ট্র নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩। মোজি: রাষ্ট্র নিয়ে করা যত পরিকল্পনা আছে তা শুধু শিক্ষিতদের সাথেই শেয়ার করা যায়।

৪। প্লেটো: যতক্ষণ পর্যন্ত না দার্শনিকরা রাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন শহরই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে না।

৫। এরিস্টটল: মানুষ প্রাকৃতিকভাবেই রাজনৈতিক প্রাণী।

৬। চাণক্য: চাকা যদি মাত্র একটা হয় তবে তা সচল হয় না।

৭। হান ফেই জু: যদি মন্দ মন্ত্রীরা নিরাপত্তা ও মুনাফা ভোগ করতে থাকে, তবে তাই হচ্ছে পতনের প্রারম্ভ রেখা।

৮। সিসেরো: সরকার হচ্ছে একটা বলের মতো চারদিক থেকে বাঁধা।

1 টি মন্তব্য:

  1. আসসালামু আলাইকুম
    ভাই। আমি বাংলাদেশের দিনাজপুরের একটি দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ একজন ছাত্র বর্তমানে । ইউনিভার্সিটি কোচিং করতেছি। আপনার বইটি পেলাম,ফলাফল এর কিছুদিন আগে। আল্লাহর দোঁয়ায় অনেক ভালো হয়েছে। তখন আপনার বইটি উপহার হিসেবে পেলাম।আমি প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও পড়ি। আপনার বইটি ও তাই পড়তে বিলম্ব করছি নাহ। আমি অনেক কিছুই পড়লাম। এখন নিজের জীবনে কাজে লাগানোর প্রচেষ্টা করতেছি। আপনার বইটি অসাধারণ। আমি মাঝেমাঝে পরিস্তিতির দোঁষ দিতাম। আর ভাগ্যে বিশ্বাষী হয়ে পরিশ্রম করতাম করতাম। কিন্তু এবার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোঁয়া করবেন। যেন আল্লাহর রহমতে ভালো মানুষ হতে পারি।
    আপনার পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম। আর আপনার জন্য উত্তরের বরফস্তুুপ পরিমাণ শুভকামণা।

    উত্তরমুছুন