মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

মধ্যযুগের রাজনীতি


পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি

মধ্যযুগের রাজনীতি (৩০CE থেকে ১৫১৫CE): CE মানে common (or current) era বা বর্তমান যুুগ।

৯। অগাস্টিন অফ হিপ্পো: যদি ন্যায়বিচার না থাকে, তবে সরকার একটা বড় ডাকাত দল ছাড়া আর কী হতে পারে?

১০। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: যুদ্ধকে তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য রূপে অবধারিত করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপ্রীতিকর।

১১। আল ফারাবি: জনগণ সৎ মানুষের শাসন প্রত্যাখ্যান করে।

১২। ব্যারনস অফ কিং জন (রাজা জনের জমিদারগণ): দেশের আইন ছাড়া কোনো মুক্ত ব্যক্তিকে বন্দী করা যাবে না।

১৩। থমাস একুইনাস: যুদ্ধ ন্যায়সঙ্গত হওয়ার জন্য, একটি ন্যায়সঙ্গত কারণ প্রয়োজন।

১৪। গিলস অফ রোম (রোমের দার্শনিক): রাজনৈতিকভাবে বেঁচে থাকা মানে ভালো আইন মেনে জীবনযাপন করা।

১৫। মার্সেলিয়াস অফ পাদুয়া (ইতালির রাজনীতিবিদ): চার্চের উচিত নিজেকে খ্রীষ্টের অনুকরণে নিবেদিত করা এবং চার্চ যে সাংসারিক ক্ষমতার চর্চা করে সেটা ত্যাগ করা।

১৬। ইবনে খালদুন: সরকারের কাজ হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা। আর সরকার যদি তা না করে তবে সরকার নিজেই অন্যায় করে।

১৭। নিকোলো ম্যাকিয়াভেলি: একজন বিচক্ষণ শাসক তার বক্তব্যকে সম্মান করতে পারে না এবং করা উচিতও নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন