লেখক অস্টিন ক্লেওনের ২য় বই পড়ছি Steal Like an Artist। তার আগে পড়েছিলাম Show Your Work. স্টিল লাইক অ্যান আর্টিস্ট বই মূলত আপনার সৃজনশীলতাকে উদ্দীপ্ত করার মালমশলা নিয়ে লেখা। সৃজনশীলতা এমন এক জিনিস যা কেউ কাউকে দিতে পারে না। এটা মানুষের মধ্যে জন্মগতভাবেই বিদ্যমান। এখানে লেখক সেই কথাই বলেছেন। লেখক বিভিন্ন আইডিয়া, থিওরি এবং উদাহরণ দিয়েছেন। এতে করে আপনার মধ্যকার সৃজনশীলতা জেগে উঠতে পারে। লেখক Austin Kleon স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইকে ১০টি অধ্যায়ে ভাগ করেছেন:
১। স্টিল লাইক অ্যান আর্টিস্ট।
২। সবকিছু জানার জন্য বসে থাকবেন না। কাজ আরম্ভ করুন। কাজের মধ্য দিয়েই নিজেকে চিনতে পারবেন।
৩। আপনি যে বই পড়তে চান সেই বইটা নিজেই লিখে ফেলুন।
৪। হাতের ব্যবহার করুন। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ নয়, কাগজকলমে অনেক বেশি আইডিয়া পাওয়া যায়। আইডিয়া পাওয়ার পরে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নিন।
৫। সাইড প্রজেক্ট এবং শখের কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।
৬। গোপন সূত্র হচ্ছে ভালো কাজ করুন এবং তা মানুষের সাথে শেয়ার করুন।
৭। ভূতাত্ত্বিক ব্যাপারটা এখন আর মালিক নয়। ইন্টারনেটের বদৌলতে এখন সারা বিশ্বই আমাদের হাতের মুঠোয়।
৮। বিনয়ী হোন। দুনিয়া এখন একটা ছোট্ট শহর।
৯। কিছুটা বোরিং তথা বিরক্তিকর হোন। কারণ এভাবেই আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন।
১০। সৃজনশীলতা মানে বাদ দেওয়া। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইনফরমেশনের ঝড়বৃষ্টি হচ্ছে। এসব থেকে অকাতরে বাদ দিতে হবে।
এভাবেই লেখক ১০টি অধ্যায়ে তার আইডিয়া, নানা থিওরি এবং উদাহরণ দিয়ে বইকে সাজিয়েছেন। সহজসরল ইংরেজিতে লেখা ছোট্ট বই পড়ে দেখতে পারেন।