১। ❝চেষ্টার ফল পরিপূর্ণভাবে তখনই পাওয়া যায় যখন একজন ব্যক্তি হাল না ছাড়ার সিদ্ধান্ত নেয়।❞ - নেপোলিয়ন হিল (থিংক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লেখক)
২। ❝এ কী ধরনের শক্তি তা আমি বলতে পারছি না; তবে এর অস্তিত্ব আছে এবং একে তখনি পাওয়া যায় যখন একজন মানুষ নির্দিষ্টভাবে জানে সে কী চায় এবং তা না পাওয়া পর্যন্ত দৃঢ়তার সাথে চেষ্টা করে যায়।❞ - আলেকজান্ডার গ্রাহাম বেল
৩। অঙ্গীকারের এই জাদুর সবচেয়ে সঠিক ও চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন ডব্লিউ.এইচ. ম্যুরে। তিনি বলেছেন, ‘অঙ্গীকার যেখানে থাকে না সেখানে দ্বিধা থাকে; অক্ষমতা ও ব্যর্থতার সুযোগ থাকে। সমস্ত উদ্যোগের (ও সৃষ্টির) পিছনে একটি ধ্রুব সত্য রয়েছে, আর তা হলো–অঙ্গীকার সম্পর্কে এই অজ্ঞতা আমাদের মধ্যকার অগণিত বুদ্ধি, ধারণা ও চমৎকার সব পরিকল্পনাকে হত্যা করে। যখন কেউ নিজের প্রতি অঙ্গীকার করবে তখনই সে দূরদর্শিতা অর্জন করতে পারবে।
আগে যেসব সুযোগ পাওয়া যায়নি সেগুলো সামনে আসবে। একজন মানুষ অঙ্গীকার করার পর থেকে এমন সব ঘটনাপ্রবাহ শুরু হবে, যা তার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এমন সব জিনিস সে পাবে যা সে কখনো পাওয়ার কল্পনাও করেনি।’
৪। ❝সাধারণ মেধা ও অসাধারণ অধ্যবসায় থাকলে সবকিছুই অর্জন করা যায়।❞ - স্যার থমাস বাক্সটন
৫। অঙ্গীকার করা সত্ত্বেও আপনার পথের সব বাধা কিন্তু দূর হয়ে যাবে না। জীবন বারবার আপনার পরীক্ষা নিবে, আপনার অঙ্গীকার কতটা দৃঢ় তা পরখ করে দেখবে। আপনি ভুল করবেন, হতাশ হবেন, পশ্চাৎপদ হবেন। কিন্তু বিপদ যত কঠিনই হোক আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। - জেফ কেলার (এটিটিউড ইজ এভরিথিং বইয়ের লেখক)
৬। উইনস্টন চার্চিলের এই জ্ঞানগর্ভ কথা মনে রাখতে হবে, ❝কখনো, কোনো অবস্থাতেই হার মানা চলবে না।❞
৭। অথবা মনে রাখতে হবে জেমস জে. করবেটের এই উপদেশবাণী, ❝আরেকবার চেষ্টা করলেই তুমি জিততে পারবে। যখন সময় কঠিন হয়ে আসবে তখনো আরেকবার চেষ্টা করে দেখ।❞
৮। ❝একজন অঙ্গীকারবদ্ধ মানুষ একশজন বিক্ষিপ্ত চিত্তের মানুষের চেয়ে উত্তম।❞ - ম্যারি ক্রোলে
৯। ❝বিজয়ের জন্য যেসব দুঃখকষ্টকে অতিক্রম করতে হয় তারচেয়েও বেশি পুরস্কার একমাত্র তারাই পায় যারা চেষ্টা করে যায় এবং অধ্যবসায় পালন করে।❞ - টেড ইংস্ট্রম
১০। ❝প্রত্যেক সমস্যার আড়ালে একটি সমান অথবা এর তুলনায় বড় কোনো সুযোগ থাকে।❞ - নেপোলিয়ন হিল
মনে করুন, আপনার একটি লক্ষ্য আছে। নিজেকে এরপর প্রশ্ন করুন, ‘আমি কি যেকোনো মূল্যে এই লক্ষ্য অর্জনের জন্য বদ্ধ পরিকর?’ যদি আপনার উত্তর হয়, ‘আমি সবই করব কেবল... করব না’ তাহলে সত্যি বলতে আপনি দৃঢ়প্রতিজ্ঞ নন।
আর আপনি যদি দৃঢ়প্রতিজ্ঞ না হন তবে আপনার পথ থেকে বিচ্যুত হওয়ার এবং লক্ষ্যে না পৌঁছাবার সম্ভাবনা প্রবল। অনেকেই এমন মনোভাব নিয়ে ব্যবসা শুরু করে, ‘আমি ছয়মাস চেষ্টা করব, এর মাঝে সফলতা না পেলে আমি ব্যবসা ছেড়ে দিব।’ এমন মনোভাব নিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা বৃথা। তাই আজই নিজের লক্ষ্য নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ হোন। বলুন, যা কিছুই ঘটুক আমি আমার লক্ষ্য অর্জন করবই। তবেই আপনি সাফল্যের দেখা পাবেন।