ইসলামে জ্ঞানের গুরত্ব

হযরত মুহাম্মদ (সা:) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহ ওহী প্রাপ্ত হন। তিনি তাঁর প্রথম বার্তা পান, ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক। অনুবাদ: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। (আল কুরআন, সূরা আলাক, ৯৬)


এ কথা নিঃসন্দেহে বলা যায় যে মানবজাতির সূচনা ঘটেছিল জ্ঞান থেকে। আল্লাহ মানুষকে এক ধরনের প্রাণী হিশাবে সৃষ্টি করেন। কিন্তু মানুষের মধ্যে অসীম সম্ভাবনার এক মস্তিষ্ক দিয়ে দেন।


সেই অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা মস্তিষ্ককে উচ্চস্তরে নিয়ে যেতে পারি।


মানবজাতির ইতিহাস দেখলেও আমরা জানব, জ্ঞানের মাধ্যমেই মানুষ প্রকৃতির নানা রহস্য উন্মোচন করেছে। তাই জ্ঞান অর্জন এবং অন্বেষণ প্রত্যেক মানুষের জন্যই কর্তব্য।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন