হযরত মুহাম্মদ (সা:) বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর কর্তব্য। (ইবনে মাজাহ: ২২৪)। এ কথার মাধ্যমে ইসলামে জ্ঞানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহকে উপলব্ধি করার জন্য জ্ঞান দরকার। এজন্যই জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করা হয়েছে। জ্ঞান অর্জন করলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। এতে করে তার মনমস্তিষ্কের জানালা খুলে যায়। তার চিন্তাভাবনার পরিসর বৃদ্ধি পায়। এতে করে ব্যক্তি আরও গভীরভাবে জগৎ বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম হয়। অন্যদের অভিজ্ঞতা থেকে সে শিখতে পারে।
ধার্মীয় এবং আত্মিক, উভয় জীবনে উন্নতি করতে হলে জ্ঞান দরকার। জ্ঞান অর্জন করার মাধ্যমেই মনমস্তিষ্ক পরিপক্ক হয়। শুধু বয়স বাড়লেই কেউ জ্ঞানী হবে তা নয়। জ্ঞান অন্বেষণ এবং অর্জনের মাধ্যমেই ব্যক্তির মনমস্তিষ্ক সমৃদ্ধ হয়। বুদ্ধিবৃত্তিক উন্নতি হচ্ছে এক ধরনের চলমান প্রক্রিয়া। জ্ঞানই একজন মানুষকে পশুপ্রবৃত্তি থেকে মানবিক করে তোলে।