১১। জীবন খুব ছোট। তাই টক্সিক লোকজনের সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করো না। - অ্যালেক্স অব্রে
১২। এমন লোককে কখনো বিশ্বাস করো না যে সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। - জন চার্টন কলিন্স
১৩। একটি স্বাস্থ্যকর সম্পর্ক হচ্ছে যেখানে দুইজন স্বাধীনচেতা মানুষ একে অপরকে সর্বোত্তম হয়ে উঠতে সাহায্য করে। - লুইস হাউস
১৪। যদি তুমি ভুল সিদ্ধান্ত নিতে চাও, তবে সবাইকে জিজ্ঞেস করো। - নাভাল রাভিকান্ত। নাভাল রাভিকান্তের বই বাংলায় পড়তে ক্লিক করুন: https://boitoi.com.bd/book/7937/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AB-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4
১৫। যদি তুমি বিদায় জানানোর মতো সাহসী হও, তবে জীবন তোমাকে নতুন এক সুযোগ দিয়ে অভিনন্দিত করবে। - পাওলো কোয়েলহো
১৬। বেশিরভাগ মানুষ আসলে তোমার ব্যাপারে চিন্তাই করে না। - সাহিল ব্লুম
১৭। যদি একজন মানুষ অন্যদের চেয়ে বেশি জানে তবে সে একাকী হয়ে পড়ে। - কার্ল গুস্তাভ ইয়ুং
১৮। ডাক্তাররা তোমাকে স্বাস্থ্যবান বানাবে না।
পুষ্টিবিদরা তোমাকে তন্বী দেহ দিবে না।
শিক্ষকরা তোমাকে স্মার্ট করতে পারবে না।
গুরুরা তোমাকে শান্তি দিতে পারবে না।
মেন্টররা তোমাকে ধনী করতে পারবে না।
ট্রেইনাররা তোমাকে সুদক্ষ করতে পারবে না।
অবশেষে, তোমার দায়িত্ব তোমার নিজের কাঁধেই তুলে নিতে হবে।
তুমি নিজেই নিজের রক্ষাকর্তা। - নাভাল রাভিকান্ত
ছবিসূত্র: দি আলমানাক অফ নাভাল রাভিকান্ত। মূল: এরিক জর্জেনসন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৩।
১৯। নিজের চোখ খোলো। নিজের ভেতরে তাকাও। তুমি কি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট? - বব মারর্লে
২০। জীবনকে কখনো খুব বেশি সিরিয়াসলি নিবে না। কারণ কেউ কখনো এখান থেকে জীবিত বের হতে পারেনি। - সিডনি জে. হ্যারিস
২১। জীবন শুধু একবারই পাওয়া যায়। যদি তুমি এই জীবনকেই সঠিকভাবে যাপন করতে পারো, তবে একবারই যথেষ্ট। - মায়ে ওয়েস্ট
তথ্যসূত্র: 100 Harsh Truths of Life. Library Mindset. 2023.