শুনতে খারাপ লাগলেও, এটাই সত্য! - এরকম ১০টি উক্তি

 শুনতে খারাপ লাগলেও, এটাই সত্য! (100 Harsh Truths of Life)

তোমার বেশিরভাগ বন্ধুবান্ধব আসলে তোমার প্রকৃত বন্ধু না। তারা শুধু তোমার ভালো সময়ে পাশে থাকতে চায়। আনন্দের ভাগীদার হতে চায়। তাদের সুবিধামতো তোমাকে দিয়ে তারা ফয়দা নিতে চায়। তোমার প্রকৃত বন্ধুবান্ধব তারাই যারা এটা জেনেও তোমার পাশে থাকে যে তুমি তাদের সঙ্গের বিনিময়ে কিছু দিতে পারবে না। - সাহিল ব্লুম


১। ২০ বছর পর তুমি তোমার আজকের বয়স, স্বাস্থ্য এবং ঠিক এই মুহূর্তের জন্য তোমার যেকোন কিছু দিতে রাজি থাকবে। কিন্তু তা কী সম্ভব! এক মুহূর্তের জন্য ব্যাপারটা নিয়ে চিন্তা করো। আজকের, এখনকার এই মুহূর্তকে উপভোগ করো। - রিচ ওয়েবস্টার১


২। তুমি যদি তোমার প্রতিটি দিন তোমার শেষ মুহূর্ত হিসেবে কাটাও, তবে কোন একদিন দেখবে ঠিকই সেই মুহূর্ত এসে গেছে। - স্টিভ জবস


৩। দুর্ভাগ্যবশত ঘড়ির কাঁটা টিকটিক করে বেজেই চলেছে, ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এভাবে অতীতের সময় ‍শুধু বৃদ্ধি পাচ্ছে, আর ভবিষ্যৎ যেন দূরবর্তী। সম্ভাবনা হ্রাস পাচ্ছে, আর অনুতাপ যাচ্ছে বেড়ে। - হারুকি মুরাকামি


৪। সহজ সিদ্ধান্তগুলো কঠিন জীবনযাপনের দিকে তাড়িত করে। আর যদি তুমি জীবনে কঠিন কাজ বেছে নাও, তবে তুমি একটি সহজসরল জীবনযাপন করবে। কঠিন কাজ, কঠিন সিদ্ধান্ত, কঠিন কথাবার্তা। তোমার স্বপ্নের জীবন তোমার আরামআয়েশে ভরা জীবনের ঐপাড়ে। - জ্যাক পোগ্রোব


৫। তোমাকে বাঁচাতে কেউ আসছে না। তাই নিজেই নিজেকে বাঁচাও। নিজের ত্রাণকর্তা হও তুমি নিজেই। - অ্যালেক্স অউব্রি


৬। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা এই মুহূর্তে যা চায় তার বিনিময়ে নিজের বহুল আকাঙ্ক্ষিত চাওয়াকে কুরবানি করে। - নেপোলিয়ন বোনাপার্ট



ছবিসূত্র: https://www.facebook.com/1090096604435628/photos/a.1290423457736274/3156402394471695/?type=3


  • তোমার আজকের আরাম-আয়েশের জন্য নিজের ভবিষ্যৎ সুযোগ ও সম্ভাবনাকে বাজি রেখো না।


৭। রাগ উঠলে আমাদের উচিত কথা বলা এবং কাজ করা, উভয় থেকে বিরত থাকা। - পিথাগোরাস


৮। তোমার জীবনের সুখশান্তি নির্ভর করে তোমার চিন্তাভাবনার মানের উপর। - মার্কাস অরেলিয়াস


  • চিন্তাভাবনার মান বা গুণগত মান বলতে বোঝানো হয়েছে আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি, আমরা যেখানে থাকি সেই পরিবেশ, বন্ধুবান্ধব এবং সর্বোপরি ‍দুনিয়ার উপর, তবে আমাদের জীবনও সেই চিন্তাভাবনা ও বিশ্বাসের মতোই হবে। ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থাকে প্রভাবিত করে। আমাদের চিন্তাভাবনাই আমাদের প্রতিদিনকার জীবনযাপন এবং আমরা কোন সুযোগ ও সম্ভাবনাকে কীভাবে দেখব তা নির্ধারণ করে দেয়।


তথ্যসূত্র: https://thesimplyluxuriouslife.com/quality-thoughts-quality-life/#:~:text=It%20will%20determine%20if%20we%20believe%20in%20ourselves%2C%20in%20others,how%20we%20will%20receive%20opportunity.


ছবিসূত্র: https://www.facebook.com/groups/422676578458039/user/100063528348209


  • সমস্যা না থাকলে সেখানে নেতিবাচক চিন্তাভাবনা করে সমস্যা তৈরি করার কোন দরকার নেই।


৯। তুমি যাদের মতো হতে চাও না তাদের কাছ থেকে দূরে থাকো। - শেন প্যারিশ


১০। জীবনে বড় কিছু অর্জন করতে হলে দরকার ধৈর্য, ধারাবাহিকতা এবং শৃঙ্খলা। - ডেভিড গোগিনস



তথ্যসূত্র: 100 Harsh Truths of Life. Library Mindset. 2023.

- পূর্বে প্রকাশিত সাফল্য ব্লগ - https://saphollo.blogspot.com/2024/05/blog-post.html
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন