মহৎ মানুষের জীবনী অধ্যয়ন করুন


অতীত এবং বর্তমানের বিখ্যাত নেতাদের সম্পর্কে অধ্যয়ন নেতৃত্বের গুণাবলি উন্নয়নের জন্য একটি দ্রুততম ও নিশ্চিত প্রক্রিয়া। কোন বিষয়গুলো উপযুক্ত নেতৃত্ব গঠন করে সেই ব্যাপারে আপনি যত অধ্যয়ন করবেন, আপনি ততই অনুরূপ গুণ এবং আচরণ নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন। সেই গুণ এবং আচরণগুলো পরবর্তীতে আপনার কাজ ও ফলাফলের মধ্যে প্রতিফলিত হবে।

আব্রাহাম লিংকন লেখেন, ‘কিছু লোকের সফলতা প্রমাণ করে যে অন্যরাও একইভাবে সফল হতে পারবে।’ বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলও এ ব্যাপারে একমত হয়ে লেখেন, ‘যেকোন সমস্যার বিপরীতে কিছু একটা করা সম্ভব। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অন্যরা ইতোমধ্যেই এর সমাধান করে দেখিয়েছে।’

আপনি যেসব পুরুষ ও নারী নেতাদের প্রশংসা করেন, তাদের ব্যাপারে চিন্তা করুন এবং তারপর কীভাবে আপনি তাদের অনুকরণ করতেন সেই ব্যাপারে চিন্তা করতে শুরু করুন। চিন্তা করুন আপনি কীভাবে তাদের মতো হতে পারেন এবং আশ্চর্যজনক হলেও সত্য যে, উপযুক্ত সময় পর আপনি আসলেই তাদের গুণাবলি নিজের মধ্যে ধারণ করতে শুরু করবেন এবং নিজেই একজন নেতা হয়ে যাবেন।

আরও পড়ুন: সুযোগ তৈরি করতে হলে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে

তথ্যসূত্র: লিডারশিপ, ব্রায়ান ট্রেসি, অনুবাদ ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন