আপনাকে সাহসী করে তুলতে নেপোলিয়ন হিলের লেখা ১০টি উক্তি


১। অপেক্ষা করে কোন লাভ নেই। সুবিধা মতো সময় সুযোগ কখনো পাওয়া যায়। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার হাতে যা কিছু আছে তাই দিয়ে আরম্ভ করুন। কাজ করতে করতে আপনি আরও ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। নেপোলিয়ন হিল


২। আপনি যদি বড় কিছু করতে না পারেন, তবে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন।

৩। গোল (Goal) বা লক্ষ্য আর কিছুই না, এমন একটা স্বপ্ন যার একটা ডেডলাইন থাকে।

৪। আপনি যদি আপনার মন থেকে বিশ্বাস করেন, তবে আপনি আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবেন।

৫। হাল ছেড়ে দিলে কখনো জয়ী হতে পারবেন না। আর বিজয়ীরা কখনো হাল ছাড়ে না।

৬। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে আমরা নিজের মনকেই বিশ্বাস করাতে পারিনি যে আমাদের পক্ষে আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব। যদি আপনি কল্পনা করেন, স্বপরামর্শের মাধ্যমে নিজের মনকে মানাতে পারেন এবং নিজের ওপর আস্থা রাখেন তবে অবশ্যই আপনি আপনার মানসিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন।

৭। প্রতিনিয়ত জ্ঞান অর্জনের সাধনা করে যাওয়াটাই সাফল্য।

৮। বুদ্ধি থাকাই যথেষ্ট নয়। বুদ্ধিমত্তার আসল পরিমাপক হচ্ছে কাজ। আপনি আপনার বুদ্ধি দিয়ে কী কাজ করেছেন তাই হচ্ছে আপনার বুদ্ধিমত্তার আসল পরিচয়।

৯। আপনিই আপনার ভাগ্যের নির্মাতা। আপনি আপনার আশেপাশের পরিবেশকে প্রভাবিত করতে পারেন, নির্দেশিত এবং নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যেমন চান আপনার জীবনকে তেমন বানাতে পারেন।

১০। প্রতিভাবান কে? যে মানুষ তার মনকে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে এবং তার নির্বাচিত লক্ষ্যের দিকে মনকে পুরোপুরি একাগ্র করিয়েছে সেই প্রতিভাবান। আশেপাশের বাধাবিপত্তি থাকবেই। কিন্তু তা সত্ত্বেও যে মানুষ তার নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে আসেনি, কোন পরিস্থিতি তাকে হতাশ বা বিপথে পরিচালিত করতে পারেননি সেই প্রতিভাবান।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন