সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মুনাফা (Profit)

মুনাফা (Profit) কী?


‘আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্য তাই হচ্ছে মুনাফা, এটা মানুষকে মনে করিয়ে দিন দেখবেন তারা আপনাকে স্মার্ট মনে করবে।’ - স্কট অ্যাডামস, কার্টুনিস্ট এবং ‘ডিলবার্ট’ কার্টুন চরিত্রের স্রষ্টা।


মুনাফা মানে খরচের চেয়ে বেশি যে অর্থ আপনি আয় করেন।


একটি ব্যবসায় টিকে থাকার জন্য, একে অবশ্যই মুনাফা করতে হবে। কারণ আপনি লোকসান দিয়ে বেশিদিন ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না।


মুনাফা ব্যবসাকে আরও কিছু সুবিধা দেয়। ব্যবসাকে সম্প্রসারিত করতে বা হঠাৎ কোন ক্ষতির মুখ থেকে রক্ষা করতে সাহায্য করে।


মুনাফা খুব গুরুত্বপূর্ণ। তাই বলে মুনাফা করাই ব্যবসার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। নানা ধরনের ক্ষেত্র খুঁজে বের করা, অন্যদের সাহায্য করার মতো উদ্দেশ্যে ব্যবসা আরম্ভ করা যেতে পারে।


আপনার ব্যবসা থেকে যদি বছরে ১ কোটি টাকও আয় হয়, তাও যথেষ্ট নয়, যদি আপনি প্রতি বছর ১ কোটি ১০০ টাকা খরচ করেন। ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে আপনার ব্যয় আয়ের থেকে কমাতে হবে। ব্যয় করলেন ৫০ টাকা, আর আয় করলেন ১০০ টাকা। তাহলে মুনাফা থাকে ৫০ টাকা। কিন্তু ব্যয় করলেন ১০০ টাকা, আর আয় করলেন ১০০ টাকা। তাতে মুনাফা তো থাকেই না; বরং সময় এবং শ্রম দিলেন তার সবই লোকসানের খাতায় উঠল। তাই অনেকেই বলে আমার বছরে কোটি টাকা আয় হয়। এ কথা বলাই যথেষ্ট নয়। ব্যবসা শুধু আয় করা এবং ততটাই বা তারচেয়ে বেশি ব্যয় করলেই হবে না। ব্যবসার মূল চিন্তা হচ্ছে কতটা আয় করছেন তা নয়; বরং আপনি কতটা রাখতে পারছেন।


মুনাফা খুব সোজা হিসাব: এর মানে হচ্ছে আপনি খরচ করার পর কত টাকা রাখতে পারছেন। যেকোন ব্যবসাকে টিকে থাকতে হলে মুনাফা থাকতে হবে। মুনাফা হতে গেলে ব্যয়ের চেয়ে আয় বেশি হতে হবে। আর তা যদি না হয়, তবে ব্যবসা মুখ থুবড়ে পড়বে, ব্যবসায়িক কার্যক্রম ঠিকভাবে চলবে না, বন্ধ হয়ে যাবে অথবা অন্য কোন খাতের মুনাফা থেকে টাকাপয়সা এনে ভর্তুকি দিতে হবে। তাছাড়া লোকসান করে কতদিন ব্যবসা চালানো যায়?


মুনাফা গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে হলে মুনাফার দরকার আছে। মুনাফা করা ছাড়া একটি ব্যবসায় মালিকের পক্ষ থেকে বেশিদিন ভর্তুকি দেওয়া সম্ভব নয়। মালিক হয়তো চিন্তা করবে আমি আমার টাকাপয়সা, সময় এবং শক্তি অন্য কোথাও দিলে আরও ভালো মুনাফা করতে পারতাম। আর মালিক বা বিনিয়োগকারীরা ব্যবসায় বিনিয়োগ করার মতো মুনাফাজনক না দেখে, তবে তারা বিনিয়োগ থেকে সরে দাঁড়াবে। এতে করে ব্যবসা বন্ধ হয়ে যাবে।


মুনাফা একটি নিরাপত্তা দেয়, যাতে করে ব্যবসায় হঠাৎ কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে মুনাফার সাহায্য পাওয়া যায়। যদি একটি ব্যবসায় হঠাৎ তার উৎপাদন খরচ বেড়ে যায় অথবা প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি পায়, তখন সমস্যা তৈরি হয়। ব্যবসা যত বেশি লাভজনক হবে, এটি তত বেশি অনিশ্চয়তা এবং পরিবর্তনগুলোকে সামলাতে পারবে।


মুনাফাকে যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, কিন্তু এটাই ব্যবসার প্রকৃত উদ্দেশ্য নয়। কিছু মানুষ বিশ্বাস করে যে ব্যবসার আসল উদ্দেশ্য যত বেশি পারা যায় মুনাফা অর্জন করা। কিন্তু ব্যবসা গড়ে ওঠার এই একমাত্র কারণ নয়। আমার মতো কিছু লোক আছে, যারা বিশ্বাস করে, ব্যবসা একটি সৃজনশীল উদ্যোগ, কী করা সম্ভব তার একটি উপায়, অন্যদের সাহায্য করার পন্থা এবং একই সাথে নিজেকে সাপোর্ট করার ব্যবস্থা। এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে, আপনি ব্যবসায় ততটুকুই মুনাফা করবেন যতটুকু হলে আপনার ব্যবসা সফলভাবে পরিচালিত হতে পারে।


‘মুনাফা’ সম্পর্কে প্রশ্ন:


- আপনার ব্যবসা কি ব্যয় করার চেয়ে বেশি আয় করছে?

- আপনার ব্যবসার মূল উদ্দেশ্য কি সর্বোচ্চ মুনাফা করা নাকি অন্য কোন বিষয় বা লক্ষ্যকে আপনি অগ্রাধিকার দেন?



একই ধরনের বিষয় সম্পর্কে পড়ুন:


অর্থায়ন (Finance)


মুনাফা (Profit)


মুনাফার পরিমাণ (Profit Margin)


গুণগত মানের পরিমাণ (Value Capture)


পর্যাপ্ততা (Sufficiency)


মূল্যায়ন (Valuation)


ক্যাশ ফ্লো স্টেটমেন্ট (Cash Flow Statement)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন