Start with Why (স্টার্ট উইথ হোয়াই) বইয়ের পর্যালোচনা

 


8 Lessons From Start with Why.


১। কেন, কীভাবে এবং কী এর গোল্ডেন সার্কেল।

২। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কী অনুপ্রেরণাদায়ক নাকি কৌশলে কাজ আদায়ের ধান্দা?

৩। আপনি কী করেন তা মানুষ ক্রয় করে না, আপনি কাজটা কেন করেন সেজন্য মানুষ ক্রয় করে।

৪। আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত কি আপনি কেন উদ্যোগ নিয়েছেন, তার সাথে সঙ্গতিপূর্ণ?

৫। শুধু একটা দেওয়াল তৈরি করা বনাম অসাধারণ এক ইমারত নির্মাণ?

৬। টিপিং পয়েন্টস: উদ্ভাবক, প্রথম দিককার অল্প গ্রহণকারী, প্রথম দিককার অধিকাংশ গ্রহণকারী, শেষ দিককার অধিকাংশ গ্রহণকারী এবং পিছিয়ে থাকা লোকজন।

৭। আপনার একটা স্বপ্ন দরকার। কিন্তু এর সাথে সাথে দরকার একটা পরিকল্পনা।

৮। সফল হওয়া বনাম সাফল্য অনুভব করা।


স্টার্ট উইথ হোয়াই বইয়ের ৮টি শিক্ষা।

কেন প্রশ্ন দিয়ে আরম্ভ করুন বইয়ের ৮টি শিক্ষা।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন