সময় ব্যবস্থাপনা ও আত্মউন্নয়ন আমরা যা করি সব কাজই কি প্রয়োজনীয়?
আমরা আমাদের রুটিন ভিত্তিক যত কাজই করি না কেন বাড়তি কাজের জন্য খানিকটা জায়গা অবশ্যই রাখা যায়। আপনি যদি ছোট ছোট কাজে আপনার মূল্যবান সময়ের বেশির ভাগ ব্যয় করেন, তবে যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেটা করার সুযোগই পাবেন না। আজই নির্ধারণ করুন কোন কাজ আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কাজ আপনার আগে করা দরকার? আপনার লক্ষ্যে পৌঁছাতে যে কাজগুলো আগেই করতে হবে তার তালিকা করে ফেলুন আজই। গুরুত্বপূর্ণ কাজ শেষ করে স্বল্প প্রয়োজনীয় কাজ শেষ করার যথেষ্ট সময় আপনি পাবেন। তাই আজই সময়ের সঠিক ব্যবহার করুন, গুরুত্ব অনুয়ায়ী বেছে নিন আগের কাজ ও পরের কাজ। “জিতে নিন আপন সাফল্য।”