আমরা পৃথিবীকে নিজের মতো করেই দেখি। - আনাইস নিন
আপনারা ‘অন্ধের হাতি দেখা’ গল্প শুনে থাকবেন। ছয়জন অন্ধ একটা হাতির বর্ণনা দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকে হাতিটিকে স্পর্শ করে এবং একই হাতির ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়। তারা সবাই কিন্তু নিজ নিজ জায়গায় সঠিক।
এদের একজন হাতির কান স্পর্শ করে বলে হাতিটি দেখতে একটা মোটা কম্বলের মতো। আরেকজন দাঁত ছুঁয়ে বলে হাতিটি সরু ও ধারালো। অন্য একজন হাতির এক পাশ ধরে বলে সেটি একটি দেওয়ালের মতো। একজন লেজ ধরে বলে হাতিটি হলো দড়ির মতো। সর্বশেষ ব্যক্তি হাতিটির মাথা স্পর্শ করে বলে তা পাথরের মতো। তারা সবাই নিজের অভিজ্ঞতা অনুযায়ী সঠিক বর্ণনা দিলেও, তাদের প্রত্যেকেরই ধারণায় অনেক ভুল রয়েছে। কারণ একটাই, তারা হাতিটিকে দেখতে পাচ্ছে না।
নিজের এবং পৃথিবীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন?