মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

100 Great Copywriting Ideas by Andy Madlen এর বই পর্যালোচনা

আপনি কি লেখালেখি করে আয় করতে চান? তাহলে শিখতে পারেন কনটেন্ট কপিরাইটিং এর কলাকৌশল। বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্স লেখক আছেন যারা ঘন্টায় ১০-১২ থেকে ৩০ ডলার আয় করে থাকেন। এছাড়া দেশি-বিদেশি ইন্টারনেট মার্কেটিং অথবা কনটেন্ট মার্কেটিং প্রতিষ্ঠানেও আপনি ৩০ থেকে ১ লাখ টাকা বেতনে চাকরি করতে পারেন। কনটেন্ট কপিরাইটিং এর জন্য আপনাকে যা করতে হবে:

১। সাত লাইনের মধ্যে লিখবেন।
২। কাজটি কীভাবে করবেন? তা বলবেন।
৩। প্রশ্ন করবেন?
৪। লেখার মধ্যে আপনি আপনি এবং আপনি ব্যবহার করবেন?
৫। আপনি লিখছেন কারণ আপনি বিক্রয় করতে চান।
৬। পাঠকের আকাঙ্ক্ষা এবং চাহিদার জায়গা খুঁজে বের করুন।
৭। প্রথমেই কল টু অ্যাকশন - call to action এর কথা চিন্তা করুন।
৮। পাঠকরা সন্দেহ করে। তাদের সন্দেহ কী তা খুঁজে বের করুন এবং তা দূর করার সমাধান লেখার মধ্যে দিন।
৯। আপনি যেন কথা বলছেন এমন ভাবে লিখুন।
১০। একজন শ্রোতা / পাঠক আপনার সামনে বসে আছে - এমন ভাবে চিন্তা করে লিখুন।
১১। একজনের জন্য লিখুন।
১২। "আপনাদের" বা "আপনাদের কিছু লোকের" - এমন শব্দ বাদ দিন।
১৩। কথা বলার ভাষায় লিখুন।
১৪। আপনার বক্তব্য - concept ভালো করে এবং স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে কিনা দেখুন।
১৫। যে পণ্য বিক্রয় করবেন সে পণ্যও উত্তম হতে হবে।

আমি এ সকল তথ্য সংগ্রহ করেছি Andy Madlen এর ইংরেজি বই 100 Great Copywriting Ideas থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন