অনেক ক্ষেত্রেই দেখবেন শুধু দৃষ্টিভঙ্গি বদলের কারণে আপনি সবকিছু ভিন্নভাবে দেখছেন, আপনার পরিস্থিতি ভিন্নভাবে পর্যালোচনা করছেন, ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন এবং ভিন্ন ফলাফল পাচ্ছেন। নেপোলিয়ন হিল তার বিখ্যাত ‘থিংক অ্যান্ড গ্রো রিচ’ বইয়ে লিখেছেন, ‘প্রত্যেক সমস্যার আড়ালে একটি সমান অথবা এর তুলনায় বড় কোনো সুযোগ থাকে।’
প্রায় পাঁচশোর অধিক আমেরিকান কোটিপতিদের সাক্ষাৎকার নেওয়ার পর তিনি গবেষণা করে দেখেন যে কিছু বৈশিষ্ট্য তাদের সকলের মাঝেই বিদ্যমান। এমন একটা বৈশিষ্ট্য হলো: তার গবেষণায় অংশ নেওয়া ধনী ব্যক্তিগণ কোনো সমস্যা বা ব্যর্থতা দেখে হাল ছেড়ে দেন না। বরং তারা এর থেকে শিক্ষাগ্রহণ করেন। সব সমস্যার মাঝেই তারা কোনো না কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা খুঁজে পান।
তাদের অধিকাংশ সম্পদই এই শিক্ষাগুলো প্রয়োগের মাধ্যমে অর্জিত হয়েছে। তারা তাদের ব্যর্থতা ও কষ্ট থেকে শিক্ষা নিয়ে এমন কোনো অসাধারণ পণ্য কিংবা সেবা তৈরি করতে পেরেছেন যা তাদের সম্পদশালী করে তুলেছে। এই সাময়িক সমস্যা কিংবা ব্যর্থতার সম্মুখীন না হলে তারা এই অসামান্য সাফল্য অর্জন করতে পারতেন না।
একটা সহজ পদ্ধতি আপনাদের শিখিয়ে দিই। এই পদ্ধতি মেনে চললে সমাজের সবচেয়ে সফল এবং আশাবাদী মানুষের মতো ভাবতে পারবেন। এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি নিয়ে চিন্তা করুন। এবার কল্পনা করুন এই সমস্যা আপনার জন্য উপহার হিসাবে পাঠানো হয়েছে, যাতে আপনি এর থেকে কিছু শিখতে পারেন। এবার নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি এই সমস্যা থেকে কী শিখলাম যা আমাকে ভবিষ্যতে সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে সহায়তা করবে?’
হয়তো আপনার আজকের এই সমস্যা আসলে কোনো সমস্যাই নয়। হয়তো এটা একটা সুযোগ। হেনরি ফোর্ড বলেছিলেন, ‘ব্যর্থতা হলো আরও বুদ্ধিমত্তার সাথে নতুনভাবে শুরু করার এক সুযোগ।’
তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।