বুদ্ধিমত্তা কী?

ছবিসূত্র: https://www.verywellmind.com/theories-of-intelligence-2795035

আইকিউ, স্কুলের গ্রেড কিংবা ডিগ্রির সংখ্যা দিয়ে বুদ্ধিমত্তাকে মাপা যায় না। বুদ্ধিমত্তা হলো ‘আচরণ কিংবা কর্মধারা’। এর অর্থ হলো, আপনি যদি বুদ্ধিমানের মতো আচরণ করেন তবেই আপনি স্মার্ট। কিন্তু আপনি যদি বোকার মতো কাজ করেন, তাহলে আপনার গ্রেড কিংবা আউকিউ যতই হোক না কেন, আপনি বোকাই।

তাহলে ‘বুদ্ধিমান আচরণ’ কী? উত্তরটা সহজ। একটি ‘বুদ্ধিমান আচরণ’ হলো এমন কাজ করা যা আপনাকে নিজের কাঙ্ক্ষিত বস্তুর কাছে নিয়ে যায়। আর মূর্খ আচরণ হলো এমন সব কাজ যা আপনাকে নিজের লক্ষ্যবস্তুর কাছে যাওয়া থেকে শুধু বিরতই রাখে না, অনেক সময় তা থেকে দূরেও সরিয়ে দেয়।

আপনি কী চান অথবা কী চান না― সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বলে দিবে আপনি বুদ্ধিমান নাকি বোকা। উইনস্টন চার্চিল বলেছেন, ‘আমি অনেক আগেই মানুষের কথা শোনা বন্ধ করে দিয়েছি। এখন আমি শুধু দেখি তারা কাজ কী করে। আচরণই চরম সত্য।’

তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন