(ছবিসূত্র: https://www.sciencemag.org/news/2019/09/running-or-sitting-can-change-shape-your-heart)
একজন মানুষ কী চায়, কী ভাবে, কেমন অনুভব করে, কীসে বিশ্বাস করে এবং কীসের প্রতি সে অনুরক্ত― এসব কথা কীভাবে জানা সম্ভব? কাজটা সহজ। শুধু তাদের আচরণ দেখুন। মানুষ কী বলে, চায়, আশা করে কিংবা তার উদ্দেশ্য কী তাতে কিছু যায় আসে না। সে কী করে, বিশেষ করে প্রলোভন কিংবা চাপের মুখে সে কেমন আচরণ করে তাই মুখ্য।
একজন বলল, ‘আমি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফল হতে চাই।’ কথাটা সে বিশ্বাসও করে। কিন্তু তার আচরণ দেখুন। লোকটি আলসেমি করে, সবচেয়ে দেরিতে অফিসে ঢোকে। তার প্রিয় নাটকের নতুন পর্বটা সময়মতো দেখার জন্য সবার আগে অফিস থেকে বেরিয়ে যায়। তার আচরণে এটাই স্পষ্ট যে সে জীবনে সফলতা চায় না, চায় টেলিভিশন দেখে জীবন পার করে দিতে। কীভাবে বুঝলেন? কারণ সে প্রতিরাতে বাড়ি ফিরে ঠিক এ কাজই করছে।
তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।