ভারতের ২০২০-২০২১ সালের কৃষক আন্দোলন:
আসুন জেনে নেওয়া যাক -
১. কৃষকের উত্পাদন ব্যবসা ও বাণিজ্য (প্রচার ও সুবিধাদি) বিল, ২০২০ বিধান - ...
Read more at: https://bangla.asianetnews.com/india/farm-bills-2020-provisions-and-opposition-qh070n
১। https://www.bbc.com/bengali/news-55619085
-- তিনটি বিতর্কিত কৃষি আইন।
-- প্রধান বিচারপতি এস এ বোবডে সরকারের উদ্দেশ্যে সোমবার রীতিমতো হুঁশিয়ারির সুরে মন্তব্য করেছেন, "আপনারা এই আইন স্থগিত করবেন কি না জানান, নইলে আমরাই সেটা করতে বাধ্য হব।"
-- অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে মনে হচ্ছে তিনি আরো সময় চান।
২। https://www.bbc.com/bengali/news-54329793
-- রাজনীতিবিদ ও অ্যক্টিভিস্ট যোগেন্দ্র যাদব বলছিলেন, পাস হওয়ার মাত্র পাঁচদিনের বিরুদ্ধে সারা দেশের সব রাজ্যে ও সব কৃষক সংগঠন মিলে যেভাবে এই বিলের প্রতিবাদে নেমেছে তা ভারতে আগে কখনও হয়নি।
তার কথায়, "পাঞ্জাবের পাটিয়ালা থেকে তামিলনাডুর সালেম সর্বত্র কৃষকরা একটাই দাবি জানাচ্ছেন - আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইসের গ্যারান্টি চাই।"
-- মিনিমাম সাপোর্ট প্রাইস কী?
বুলন্দশহরের এক ক্ষুদ্র চাষী রতন লাল বলছিলেন, "যে ছোট বা মাঝারি আড়তদাররা এখন আমাদের পণ্য কিনে নেন তাদের হঠিয়ে বড় কর্পোরেটদের নিয়ে আসতেই এই বিল।"
"ঠিক যেভাবে মোবাইল ফোনের ক্ষেত্রে জিও আর এয়ারটেল ছাড়া আর সব প্লেয়ার বাজার থেকে আজ উধাও, ঠিক সেভাবেই শুধুমাত্র বড় পুঁজিপতিদের কাছে ফসল বেচতে আমাদের বাধ্য করা হচ্ছে।"
পাইকারি কৃষিবাজার বা মান্ডিগুলো কী?
৩। https://www.bbc.com/bengali/news-55226180
-- বিক্ষোভরত কৃষকদের বড় অংশই এসেছে পাঞ্জাব ও হরিয়ানা থেকে। মূলত এরাই দেশটির ধনী কৃষক সম্প্রদায়।
-- বাংলাদেশের ধনী কৃষক সম্প্রদায় কোনো অঞ্চলে?
-- সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া তিনটি বিতর্কিত কৃষি আইন কী?
৪। https://www.bbc.com/bengali/news-55158100
৫। https://bangla.asianetnews.com/india/farm-bills-2020-provisions-and-opposition-qh070n
-- এখানে বিধান (আইন) এবং বিরোধী দলগুলোর আপত্তি সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে।
-- সবচেয়ে বড় কথা, কোন দামে চাষি তাঁর পণ্য বেচবেন, তা বাজারই ঠিক করে দেবে। কৃষক বিক্ষোভের বড় কারণগুলোর মধ্যে এটা অন্যতম।
-- তবে সবচেয়ে বেশি ক্ষোভ ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) নিয়ে। এ দেশের কৃষিব্যবস্থায় এমএসপি প্রথা চালু রয়েছে বহু দশক ধরে। ক্ষতির হাত থেকে চাষিকে বাঁচিয়ে ন্যায্যমূল্য দিতে সরকার প্রতিবছর বিভিন্ন ফসলের এমএসপি ঠিক করে দেয়। এটাই এই দেশের কৃষকের প্রধান রাজনৈতিক হাতিয়ার। সেই দামের নিচে সরকার ফসল কিনতে পারে না। এই ব্যবস্থা চাষির কাছে একটা বড় নিরাপত্তাও। নতুন আইনে কিন্তু এই প্রথা বাধ্যতামূলক রাখা হয়নি।
-- মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের দৌরাত্ম্য দূর হবে বলে সরকারের আশা প্রকাশ। বিরোধীদের আশঙ্কা, ন্যূনতম সহায়ক মূল্য না থাকায় কৃষক–শোষণ শুরু হবে।
-- শাসক দল বলছে, ১৯৯১ সালের পর ফের সংস্কারের দুয়ার হাট করে খোলা হলো। বিরোধীরা বলছে, স্বাধীন কৃষক হতে চলেছেন বেসরকারি পুঁজির হাতের পুতুল ও ক্রীতদাস।
১১। মান্ডি - বাম কৃষক সংগঠনগুলির পর্যবেক্ষণ, নতুন কৃষক বাজার না খুলে চালু হাট এবং সব্জি বাজারের উন্নতিতে নজর দিলেই চাষিদের বেশি উপকার হত।
https://www.anandabazar.com/west-bengal/purulia-birbhum-bankura/%E0%A6%95-%E0%A6%B7-%E0%A6%A8-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%A1-%E0%A6%96-%E0%A6%B2%E0%A6%9B-%E0%A6%9C-%E0%A6%A8-%E0%A6%A8-%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%9A-%E0%A6%B7-1.6137
আমাদের উদ্দেশ্য পত্রিকা খোলা। কৃষকদেরকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন করা এবং দেশের শাসনব্যবস্থা তথা রাজনীতিতে শক্ত অবস্থান তৈরিতে সহায়তা করা। এজন্য আপনার সহযোগিতা দরকার। ঠিক ধারণা ব্লগে ইমেইল করে আমাদের সাথে যুক্ত হোন।