একটি কার্যকর মিটিং করতে কী কী লাগে?




কাগজে লিখে রাখুন


সবসময় একটি লিখিত আলোচ্যসূচি দিয়ে আরম্ভ করুন। আপনি যদি পূর্বে বিশাল প্রস্তুতি নিতে নাও পারেন, কোনো সমস্যা নেই। মিটিংয়ের কয়েক মিনিট আগে পৌঁছালেও একটি লিখিত আলোচ্যসূচি দিয়ে আরম্ভ করুন।


(মিটিং করার সময় এমন কাগজ হাতে রাখতে পারেন। চিত্রে একটি নমুনা দেওয়া হলো।)

আলোচ্যসূচিতে কী থাকবে? আলোচ্যসূচিতে এক লাইনে মিটিংয়ের উদ্দেশ্য বা কারণ বর্ণনা করুন। আপনি যদি এই উদ্দেশ্য বা কারণকে এক লাইনে আনতে না পারেন, তার মানে মিটিংয়ের উদ্দেশ্য বা কারণ খুবই অস্পষ্ট। এরপরও যদি মিটিং করা হয়, তবে মিটিং অকার্যকর হবে এবং সবাই একে সময়ের অপচয় হিসাবে দেখবে।

কিন্তু আপনি যখন আলোচ্যসূচি কাগজে লিখবেন, একটি উদ্দেশ্য বা কারণ সহকারে বিবৃতি লিখে দিবেন, তখন এটা আপনাকে কী করছেন বা কেন করছেন তা নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। এর ফলে আপনি আলোচ্যসূচির বিষয়গুলো নিয়ে কী করবেন, কীভাবে আলাপ করবেন তা নিয়ে আরও স্পষ্ট ও পরিষ্কার হবেন।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন