আপনি কোনোকিছুকে কীভাবে ব্যাখ্যা করেন? আপনার এক্সপ্লেনেটরি স্টাইল তথা যেভাবে আপনি কোনোকিছুকে ব্যাখ্যা করেন তার ধরনকে বোঝায়। পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ড. মার্টিন সেলিগম্যান, মানুষের কোনোকিছু অনুধাবন কিংবা ব্যাখ্যা করার পদ্ধতিকে তাদের নিজস্ব ‘এক্সপ্লেনেটরি স্টাইল’ নামে আখ্যায়িত করেছেন।
এটা আশাবাদ ও নিরাশাবাদের মধ্যকার পার্থক্যের মতোই সহজ। ইংরেজিতে একটি প্রশ্ন আছে, ’গ্লাসটি কি অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ?’ কেউ গ্লাস অর্ধেক পূর্ণ দেখে। কেউবা অর্ধেক খালি দেখে। আশাবাদীরা সবকিছুর ভালো দিকটাই খোঁজার চেষ্টা করে এবং নিরাশাবাদীরা খোঁজে সমস্যা।
কিন্তু পশ্চিমের হিউমারিস্ট জোশ বিলিংস বলেন, ‘মানুষ যা জানে তা তাকে কষ্ট দেয় না; কষ্ট দেয় যখন সে জানতে পারে যে সে যা জানে তা সত্য নয়।’
অজ্ঞতা কখনো সুখ আনে না। কাকের মতো আপনি নিজের চোখ বন্ধ করলেই যে সবাই আপনাকে দেখবে না- তা সত্য নয়। যথাযথভাবে চিন্তাশক্তির ব্যবহার করতে না পারলে তার ফল ভয়াবহ হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই ‘এক্সপ্লেনেটরি স্টাইল’ ব্যবহার না করার ফল হয় আবশ্যম্ভাবী ব্যর্থতা। সঠিকভাবে ‘এক্সপ্লেনেটরি স্টাইল’ ব্যবহারের কয়েকটি পদ্ধতি নিয়ে আলাপ হবে আগামী পোস্টে।
তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।