বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

আপনি কি জানেন, মানুষ তার মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করে?


লেখক ব্রায়ান ট্রেসি বলেন, আমার বয়স যখন একুশ, তখন এটা জেনে চমকিত হয়েছিলাম যে একজন মানুষ তার মস্তিষ্কের মাত্র ১০ শতাংশই ব্যবহার করে। পরে জানতে পারি, আসল সংখ্যাটি ২ শতাংশের কাছাকাছি। বেশির ভাগ মানুষই তাদের মস্তিষ্কের ক্ষমতার সিকিভাগও কাজে লাগাতে পারে না। যেন তারা সেই ক্ষমতা কোনো জরুরি কাজে ব্যবহারের জন্য বরাদ্ধ করে রেখেছে।

কল্পনা করুন তো, আপনার ব্যাংক একাউন্টে এক কোটি টাকা আছে এবং এই টাকার অঙ্ক মুনাফার সাথে দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আপনি এখান থেকে কেবল দুই লাখ টাকাই তুলতে পারলেন। কেননা বাকি টাকা তোলার জন্য যে কোড দরকার তা আপনার জানা নেই। অবশিষ্ট অর্থের সবটাই আপনার। কেবল সঠিক একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড না জানার কারণে তা পাচ্ছেন না।
অধিকাংশ মানুষেরই অবস্থা এক। তাদের মস্তিষ্কে বিপুল সম্ভাবনার সুবিশাল ভান্ডার রয়েছে। কিন্তু অভ্যাসবশত তারা তা ব্যবহারে অক্ষম।
সামনের পোস্টগুলোতে আপনি সহজ, বাস্তব ও পরীক্ষিত উপায়ে নিজের স্বাভাবিক চিন্তাশক্তি কীভাবে উন্নত থেকে উন্নততর করা যায় তা শিখবেন। আপনাকে অন্য কারও মতো কিংবা আপনার নিজস্ব ক্ষমতার বেশি কিছু হতে হবে না। আপনি যা আছেন তাই থাকবেন। কেবল আপনার মাঝে বিদ্যমান মানসিক শক্তির বিকাশ ঘটাতে হবে।

তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

২টি মন্তব্য: