বইয়ের পর্যালোচনা - সভ্যতা। মূল: ক্লাইভ বেল। অনুবাদক: মোতাহের হোসেন চৌধুরী


সভ্যতা মানে কী? ছোট্ট এক শব্দে এত কী শক্তি যা পুরো মানবজাতিকে বদলে দিতে পারে। আছে, এমনই এক শক্তি আছে সভ্যতা নামক এ ছোট্ট শব্দে। লেখক ক্লাইভ বেলের মতে সভ্যতা বলতে মূল্যবোধ ও বিচারবোধের শক্তিকে বুঝিয়েছেন। সভ্যতার কারিগর সমঝদাররা। সভ্যতার যুগ সৃষ্টির যুগ নয়, সমঝদারির যুগ। এভাবেই বইয়ের বক্তব্য এগিয়ে চলেছে। সাথে সাথে চলেছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ক্লাইভ বেলের বক্তব্যের ঘাত-প্রতিঘাত। এর মূল রূপকার মোতাহের হোসেন চৌধুরী। একটি গোলাপের সৌন্দর্যকে যেমন বুদ্ধি দিয়ে নয়, অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়, তেমন সুভাষী ও সুসংবদ্ধ শব্দের জাদুকর মোতাহের হোসেন চৌধুরী লেখনীকেও চিত্তে গ্রহণ ও উপলব্ধি করতে হয়। ব্যক্তিগতভাবে এ বই পাঠ করে আমার অতৃপ্ত চিত্ত যেন তৃপ্তির পরশ পেল। তা কী করে ঘটল? এমন প্রশ্নের জবাব ছোট করে বইয়ের কয়েকটি উক্তি তুলে ধরার মধ্য দিয়ে প্রকাশ করছি:


১। সভ্যতার বিচার মানুষের কৃতিত্বে। কারণ সভ্যতা সৃষ্টি হয় কৃতিত্ব দিয়ে, অস্তিত্ব দিয়ে নয়। - পৃ. ০৬

২। সভ্যতার সাধনা আলোক ও মাধুর্যের সাধনা, যে যুগে দুই বস্তুর সাধনা বড় হয়ে উঠেছে, যে যুগে ইতর সুখের চেয়ে সূক্ষ্ম সুখকে বড় করে দেখা হয়েছে, সে যুগকেই আমরা সভ্যযুগ বলি। - পৃ. ১১

৩। বাঁচার উপায়কে যখন বড় করে তুলি জীবন তখনই হয় দরিদ্র, বাঁচার উদ্দেশ্যকে বড় করে তুললেই জীবন ঐশ্বর্যশালী হয়ে ওঠে, আর তাতেই সভ্যতার স্ফূতি। - পৃ. ১৩

৪। অবসরের প্রয়োজন আছে, অবসরের অভাবে মানুষ মেশিনে পরিণত হয়, মানুষের স্বাধীনতা বলে কিছুই থাকে না। - পৃ. ১৫

৫। মনে রাখা দরকার, মানবপ্রীতি বড় কথা, মনুষ্যত্বপ্রীতি আরো বড় কথা, আর ধ্যান, কল্পনা ও চিন্তাশীলতার মারফতেই মনুষ্যত্বের প্রকাশ। - পৃ. ১৫


৬। সভ্যতা জিনিসটা আসলে কী? সুমানসিকতা সৃষ্টির উপায়ই সভ্যতা। - পৃ. ১৮

৭। সভ্যতার বৈশিষ্ট্য:


পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধা, ঈশ্বর ও পরকালে বিশ্বাস, নারীর প্রতি সম্মান ও সমদর্শিতা সভ্যতার অনিবার্য গুণ বলে অনেকের বিশ্বাস। - পৃ. ১৯


ক। সামরিক শক্তির শ্রেষ্ঠতাও সভ্যতার বিশেষ লক্ষ্য নয়। - পৃ. ২১

খ। যান্ত্রিক কলাকৌশলের প্রাচুর্যকে সভ্যতার বৈশিষ্ট্য বলে গ্রহণ করা যায় না। - পৃ. ২১

গ। স্বদেশপ্রেমকেও সভ্যতার বৈশিষ্ট্য বলা যায় না। - পৃ. ২০

ঘ। অসতীত্ব সভ্যতার অনিবার্য গুণ নয়। - পৃ. ২০

ঙ। ভোটাধিকারকে সভ্যতার বিশেষ লক্ষণ বললে অনেক অসভ্য জাতিকে সভ্য বলে গ্রহণ করতে হয়। - পৃ.২১

চ। কমফার্ট বা আরাম সভ্যতার সৃষ্টি হলেও সভ্যতার বিশেষ লক্ষণ নয়। - পৃ. ২২

কমফার্ট সভ্যতার সহায়ক নয়, বরং অনেক সময় পরিপন্থী। - পৃ. ২২

ছ। সুসভ্যতা আনতে হলে বিশেষ সাধনা দরকার। - পৃ. ২৩


৮। মানুষ যখন প্রয়োজনের তাগিদের ঊর্ধ্বে উঠেছে তখনই সভ্যতা সৃষ্ট হয়েছে। - পৃ. ২৪

৯। মহাযুগ আত্মপ্রসারের যুগ, আর সুসভ্য যুগ আত্মপ্রকাশের। - পৃ. ২৮

১০। বিচার-বুদ্ধির যতবেশি প্রতিষ্ঠা সমাজ তখা সভ্যতারও ততবেশি উন্নতি। মূল্যবোধ ও যুক্তি-বিচারের প্রভুত্ব সাংসারিক নিরাপত্তার ওপর নির্ভরশীল। - পৃ. ২৯

১১। বুদ্ধির দ্বারা সহজ প্রবৃত্তিকে শোধিত করে নেওয়ার চেষ্টাই সভ্যতার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ দূরবর্তী সূক্ষ্ম উপভোগের জন্য নিকটবর্তী স্থূল সুখকে বর্জন করা। - পৃ. ৫৪



মূল্যবোধ ও যুক্তিবোধ সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য। সমঝদারিও তাই। এগুলো অর্জনের উপায় চর্চা ও সাধনা। এ অর্জন সম্ভব, যদি ব্যক্তির মধ্যে সুসভ্য হয়ে ওঠের আকাঙ্ক্ষা ও চেষ্টা থাকে। সে লক্ষ্যে এ বই এক পথ নির্দেশনা স্বরূপ। এর সাথে মোতাহের হোসেনের লেখা সংস্কৃতির কথা এবং বার্ট্রেন্ড রাসেলের বই সুখ (অনুবাদক মোতাহের হোসেন চৌধুরী) পড়েছিলাম। এ সকল বইয়ের মধ্যে চমৎকার এক সেতুবন্ধন পরিলক্ষিত করেছি। এ সেতুবন্ধন কেবল লেখক ও লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এগুলোকে ছাড়িয়ে সারাবিশ্বকে আলিঙ্গন করতে শেখায়।


সভ্যতা বইকে রেটিং দিলাম ৫.০০ এ ৫.০০।


তথ্যসূত্র :

১।  সভ্যতা। মূল: ক্লাইভ বেল। অনুবাদক: মোতাহের হোসেন চৌধুরী। ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ২০১৮।
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন