বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

আপনার মস্তিষ্ক যেভাবে কাজ করে

আপনার মস্তিষ্ক একটি বিস্ময়কর বস্তু। আপনি আপনার ইন্দ্রিয় (স্বাদ, চোখ, স্পর্শ, কান ও ঘ্রাণ) দ্বারা তথ্য সংগ্রহ করেন। এসব ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার মস্তিষ্কের অনুভূতির তথ্য প্রেরিত হয়। এসব তথ্য বিচারবিশ্লেষণ বা প্রসেস করার জন্য মস্তিষ্ক একটি অসাধারণ বস্তু। যেমনটা ঘটে থাকে, প্রত্যেক ব্যক্তির একটি প্রধান ও প্রাধান্য বিস্তারকারী চিন্তা পদ্ধতি আছে। তথ্য প্রসেস করার এ এক বিশেষ পদ্ধতি। তথ্য গ্রহণ করার এবং একে সম্ভাব্য সর্বোত্তম পন্থায় কাজে লাগানোর একটি মাধ্যম।

সৃষ্টিশীল চিন্তার ক্ষেত্রে তথ্য প্রসেস বা বিন্যস্ত করার তিনটি মৌলিক ধরন রয়েছে:


দৃষ্টিগ্রাহ্য তথা দৃষ্টিনির্ভর (visual sense)

দর্শনের উপর নির্ভরশীল ব্যক্তিরা ছবি, লিখিত শব্দ, দৃশ্য, চার্ট ও গ্রাফকে বিবেচনায় রেখে চিন্তা করে থাকেন। বোঝার জন্য তাদের সমস্যা ও তথ্যকে ‘দৃষ্টিগ্রাহ্য’ মানে চোখ দিয়ে দেখতে হয়। তারা সাধারণত বলে, ‘তুমি কী বোঝাতে চাচ্ছ তা আমি দেখতে পাচ্ছি।’


শ্রবণগ্রাহ্য তথা শ্রবণনির্ভর (auditory sense)

কিছু মানুষের যেকোনো আইডিয়া, মতামত, আলোচনা, শব্দ ও মিউজিক শুনতে হয়। তারা বলে থাকে, ‘বিষয়টি ভালো শোনাচ্ছে’ অথবা ‘তা ভালো শোনাচ্ছে না।’


কাইনেস্থেটিক তথা আচরণনির্ভর (kinesthetic sense)

এ ধরনের লোকেরা তাদের অনুভূতি, আবেগ, আচরণ ও স্পর্শের সংমিশ্রণে কোনো কিছুকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে। তাদের যেকোনো সমস্যা বা পরিস্থিতি বোঝার জন্য তা অনুভবের প্রয়োজন হয়। তারা বস্তুকে হাতে তুলে নিতে, সেগুলোকে স্পর্শ করতে, হাতে নেড়েচেড়ে দেখতে এবং অনুভব করতে পছন্দ করে। আলাপ চলাকালে তারা বসে থাকার চেয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে ভালোবাসে। তারা বলে থাকে, ‘তা আমার কাছে সঠিক মনে হচ্ছে বা অনুভূত হচ্ছে।’

তথ্যসূত্র: ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং তথা সৃজনশীলতা এবং সমস্যা সমাধান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন