শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

তিন রঙা মন

 

আপনার ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং তথা সৃজনশীলতা এবং সমস্যা সমাধান এর দক্ষতা বৃদ্ধিতে ধারাবাহিক কিছু রচনা আসবে। আজকে আমাদের তিন রঙা মন নিয়ে প্রথম লেখা।

সচেতন মন
আমরা যে মন নিয়ে ব্যস্ত থাকি বা কাজেকর্মে সর্বদা সজাগ থাকি তাকে বলা হয় জাগ্রত বা সজাগ মন। একে সচেতন মনও বলা হয়। ইংরেজিতে দ্য কনশাস মাইন্ড (the conscious mind)। সচেতন মন হলো বাস্তববাদী, বিশ্লেষণধর্মী, সমালোচক ও কর্মতৎপর। এটা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, তথ্যগুলো বিচারবিশ্লেষণ করে, এই তথ্যের সাথে মস্তিষ্কের স্মৃতিতে থাকা তথ্যের তুলনা করে এবং সিদ্ধান্ত নেয়। সচেতন মন হচ্ছে ঘরে প্রবেশ করার মতো এমন এক প্রবেশদ্বার যেখান দিয়ে নতুন তথ্য আপনার মস্তিষ্কে প্রবেশ করে।

অবচেতন মন
এটি হচ্ছে আপনার মনের বিরাট এক শক্তিশালী ঘর বা লাইব্রেরি। এটি সব ধরনের অভিজ্ঞতা, তথ্য, সিদ্ধান্ত, আইডিয়া ও চিন্তাভাবনা গ্রহণ করে এবং জমা রাখে। লাইব্রেরির মতো মস্তিষ্কের এই সুবিশাল স্মৃতির ভাণ্ডারে অবচেতন মন (the subconscious mind) তাৎক্ষণিকভাবে প্রবেশ ও বিচারবিশ্লেষণ করতে পারে।
একটি উদাহরণ দিই। ধরুন, আপনার বন্ধু আশরাফ। আশরাফ আপনাকে একটি ব্যবসায়িক আইডিয়া বলল। আপনার মতামত জিজ্ঞেস করল।
আশরাফ: বন্ধু, লেবুর শরবত বিক্রি করলে কেমন হয়?
অহম: ধ্যত, এটা কোনো আইডিয়া হলো নাকি। তোর মাথায় কোনো বুদ্ধিসুদ্ধি নাই। [তাৎক্ষণিক এ বক্তব্য হচ্ছে আপনার সচেতন মন।]
দুইদিন পর, আপনি সকালে ঘুম থেকে উঠলেন। আপনার মনে একটি বুদ্ধি এলো। এখন শীতকাল। সবাই খেজুরের রস খেতে চায়। লেবুর বদলে খেজুরের শরবত বিক্রি করলে কেমন হয়! [পূর্বের কোনো আইডিয়া, বুদ্ধি বা ধারণার সাথে মিলিয়ে নতুন আইডিয়া সৃষ্টির কাজ করে আপনার অবচেতন মন।]
আপনি আপনার অন্য এক বন্ধু নাসিরকে ফোন দিলেন। আপনার আইডিয়া শেয়ার করলেন।
নাসির: বাহ্! দারুণ বুদ্ধি। আমরা কি বছরের অন্যান্য সময় মৌসুমী ফলের শরবতও বিক্রি করতে পারি। [এ হচ্ছে অতিচেতন মন। এ আইডিয়া হয়তো পূর্বে নাসিরের মনেও ছিল। কিন্তু সে এটাকে আড়াল বা গোপন করে রেখেছিল। আজ অন্যের কথা শুনে প্রকাশ করার সাহস পেল]

অতিচেতন মন
এটি হলো আপনার সবচেয়ে শক্তিশালী মন। মানব ইতিহাসের প্রায় সববড় বড় সফলতা সম্পন্ন হয়েছে অতিচেতন মনের ধারণা ও অনুপ্রেরণার মাধ্যমে। নিত্তনৈমিত্তিক কাজে আপনার অতিচেতন মনকে ব্যবহার করার চর্চা ও ক্ষমতাই হলো আপনার জীবনের প্রতিটি অংশে আপনার সৃজনশীল প্রতিভার তালা খোলার চাবি। একে সার্বজনীন অবচেতন মন কিংবা অসীম বুদ্ধিমত্তাও বলা হয়ে থাকে। কার্ল ইয়াং একে অতিচেতন মন (the superconscious mind) বলেন।

তথ্যসূত্র: ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং তথা সৃজনশীলতা এবং সমস্যা সমাধান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন