গেট স্মার্ট তথা স্মার্ট হোন– বইয়ের পর্যালোচনা

গেট স্মার্ট তথা স্মার্ট হোন। লেখক ব্রায়ান ট্রেসি তার বইয়ের শিরোনামেই তার ইচ্ছা, উদ্দেশ্য এবং বইয়ের বিষয়বস্তু তুলে ধরেছেন। ইংরেজিতে স্মার্ট শব্দটির চমৎকার ব্যাখ্যা আছে। SMART acronym: Specific, Measurable, Achievable, Realistic, and Timely. একটি লক্ষ্য বা পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। একটি লক্ষ্যকে অবশ্যই নির্দিষ্ট হতে হবে, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, বাস্তবসম্মত ও সময়সীমা থাকতে হবে। এ বৈশিষ্ট্যগুলোই স্মার্ট শব্দটির মধ্য দিয়ে খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।

  এছাড়াও ব্রায়ান ট্রেসি মানুষের চিন্তাভাবনার শক্তি বৃদ্ধির কলাকৌশল সম্পর্কে আলোচনা করেছেন। যেমন: দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বনাম স্বল্পমেয়াদি দৃষ্টিভঙ্গি, ধীর চিন্তা বনাম দ্রুত চিন্তা, লক্ষ্যভিত্তিক চিন্তা বনাম প্রতিক্রিয়া প্রভৃতি। এভাবে তিনি নানান ধরনের মানুষের চিন্তাভঙ্গিকে বিচারবিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরেছেন। শেষ অধ্যায়ে তিনি বিচার করেছেন ধনী চিন্তা বনাম দরিদ্র চিন্তা। এভাবে প্রতিটি অধ্যায় এগিয়ে গিয়েছে এবং আমাদের সামনে কার্যকর ধ্যানধারণা তুলে ধরার পাশাপাশি অকার্যকর চিন্তাভাবনা তুলনা করেছেন। এতে করে পাঠক খুব সহজেই নিজের চিন্তা ও অন্যের চিন্তাকে বিচারবিশ্লেষণ করতে সক্ষম হবে। আর নিজের জন্য, নিজের সাফল্যের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা খুঁজে পাবে।

আমরা বিশ্বাস করি একজন মানুষ নিজে সফল হলে, নিজে সুখী ও সমৃদ্ধ হলে তিনি তার আশেপাশের মানুষ ও সমাজকে তার সুখ ও সমৃদ্ধির ছোঁয়ায় বিকশিত করবেন। আমাদের সেই বিশ্বাস থেকেই ব্রায়ান ট্রেসির গেট স্মার্ট বইয়ের কলাকৌশল খুব সহজ ও সাবলীল বাংলা ভাষায় পাঠকের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। পাঠকের কাছে সমাদৃত হলেই আমাদের চেষ্টা সার্থক হবে।

বই অর্ডার করতে এখনই ক্লিক করুন: আমি গেট স্মার্ট পড়তে চাই
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন