আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ে সর্বাধিক সফল মানুষগুলোর সঙ্গ অবলম্বন করুন।
আমি কোন বিষয়ে কাজ করছি?
উত্তর : বই অনুবাদ করি।
অনুবাদ বিষয়ে সর্বাধিক সফল মানুষগুলো কে?
১। খায়রুল আলম সবুজ (অনুবাদ) ২০১৯ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
২। আমিনুল ইসলাম ভুঁইয়া (অনুবাদ) ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
৩। অধ্যাপক নিয়াজ জামান (অনুবাদ) ২০১৬ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
৪। আব্দুস সেলিম (অনুবাদ) ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
৫। কায়সার হক (অনুবাদ) ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ে সর্বাধিক সফল মানুষগুলোর সঙ্গ অবলম্বন করছেন কি?
১।
২।
৩।
৪।
৫।
তথসূত্র : এটিটিউড ইজ এভরিথিং তথা মনোভাবের ওপর সবকিছু নির্ভর করে। মূল লেখক : জেফ কেলার। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।