বক্তা হওয়ার সহজ কিছু উপায়

শ্রেষ্ঠ বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি এবং শ্রেষ্ঠ বক্তা হওয়ার সহজ উপায়
১। ভয় কাটানোর একমাত্র পথ হল, কেবল অভ্যাস চালিয়ে যাও। দেখবেন বক্তৃতা ব্যাপারটা আপনার কাছে আনন্দের খনি হয়ে উঠতে পারে।

২। নিজেকে সঠিকভাবে তৈরি করুন। একমাত্র তৈরি হয়ে আসা বক্তারাই আত্মবিশ্বাসী হন। দুর্বল অস্ত্র নিয়ে কেউ কীভাবে কোন ভয়ের দুর্গ জয় করা ভাবতে পারে? আব্রাহাম লিংকন বলেছিলেন, আমার বিশ্বাস কোনোকিছু বলার না থাকলে বলতে গেলে অস্বস্তি বোধ না করে পারব না।
ডেনিয়েল ওয়েবন্টার বলেছিলেন, অর্ধেক তৈরি হয়ে শ্রোতাদের সামনে যাওয়ার কথা ভাবলে মনে হয় অর্ধেক পোশাক পরে হাজির হয়েছি।

৩। বক্তৃতার প্রতিটি শব্দ মুখস্ত করবেন না।

৪। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, যুদ্ধ হল একটি শিল্পকলা ও বিজ্ঞান। আগে থেকে পরিকল্পনা না করলে তা ব্যর্থ হয়। বক্তৃতার ব্যাপারেও তাই। আগে থেকে পরিকল্পনা করতে হয়। এটা অনেকটা ভ্রমণের মতো। শুরু না করলে শেষ হয় না।

৫। রাসেল এইচ কনওয়েল তার 'একরস অফ ডায়মন্ড' বইয়ে কয়েকটি নিয়মের কথা বলেন যা অনেকেরই কাজে লাগতে পারে।
ক। আপনার জানা তথ্যগুলো গুছিয়ে বলুন।
খ। এর ওপর আলোচনা করুন।
গ। এগুলো কাজে লাগাতে অনুরোধ করুন।

৬। বন্ধুদের সঙ্গে রিহার্সাল দিন।

৭। সাফল্য সম্পর্কে আশাবাদী হোন। নিজের ওপর পরিপূর্ণ আস্থা রেখে আপনার বক্তব্য শেষ করবেন।

৮। আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আমেরিকার রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট ছোটবেলায় এক বইয়ে পড়েছিলেন, 'প্রত্যেক মানুষ কাজ করতে গিয়ে ভীত হয়। তাকে যা করতে হবে তা হল ভয়ের কথা না ভেবে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এভাবেই একদিন ভয়কে জয় করা সম্ভব হবে।' আমার নিশ্চিত বিশ্বাস আপনিও তা পারবেন।
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন