সময়কে যথাযথভাবে কাজে লাগানোর তিনটি সহজ উপায়

সময় নিয়ে আমাদের আজকের আলোচনায় সময়কে কাজে লাগানোর তিনটি উপায় উঠে এসেছে, যা আমরা আমাদের ব্যক্তিজীবনেও ব্যবহার করি।


১। লক্ষ্য নির্ধারণ করুন : আমাদের বেশির ভাগ সময় অপচয় হয় তার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের সময় কোন কাজে লাগাব সেই ব্যাপারে কোন লক্ষ্য নির্ধারণ না করা। জিগ জিগলার বলেন, ‘সময়ের অভার নয়, লক্ষ্যের অভাব হল আমাদের মূল সমস্যা। আমাদের প্রত্যেকের হাতেই চব্বিশ ঘণ্টা সময় থাকে।’

২। গুরুত্ব অনুযায়ী কাজের তালিকা তৈরি করুন : সময়কে কাজে লাগাতে হলে দ্বিতীয় বিষয় হচ্ছে গুরুত্ব অনুযায়ী কাজ করা। আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আউটলায়ার্স বইয়ের অনুবাদক এ.এম. নাইম হোসেন তার কাজকর্ম করার সময় গুরুত্ব অনুযায়ী কাজের তালিকা তৈরি করেন এবং তা যথাযথভাবে প্রয়োগ করেন। এতে করে তিনি সময়কে ঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হন।

৩। আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের পর্যালোচনা করুন : আপনি যখন ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সাথে চলাফেরা করবেন তখন আপনার মনোভাবও ইতিবাচক ও আশাবাদী হয়ে উঠবে। একজন অজানা বক্তার বক্তব্য দিয়ে রচনা শেষ করছি, ‘আপনার সময় কার সাথে বিনিময় করছেন তা ভালোভাবে পর্যালোচনা করুন। কারণ টাকা অপচয় করার চেয়ে সময় অপচয় করা মারাত্মাক।’

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

2 মন্তব্যসমূহ

  1. বেশ গুছিয়ে অল্প কথায় গুরুত্বপূর্ণ একটা বিষয় চমৎকার বর্ননা করছ। খুব ভাল লাগছে। প্রথম পয়েন্টা খুব কাজে।
    ধন্যবাদ

    উত্তরমুছুন
  2. স্বাগতম বন্ধু। নিজে জানো এবং অন্যদেরও জানিয়ে আলোকিত করো।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন