ব্যবস্থাপনা বিষয়ক খ্যাতিমান লেখক পিটার ড্রুকার (Peter Drucker) বলেন, 'পরিকল্পনা কেবল এক নামকাওয়াস্তের উদ্দেশ্যে পরিণত হয় যদি না তা আপনাকে তাৎক্ষণিক কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে।' (Plans are only good intentions unless they immediately degenerate into hard work.) আগামী ২০২০ সালের জন্য কী পরিকল্পনা করছেন যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে?
জন এফ কেনেডি (John Fitzgerald Kennedy) ১৯৬৩ সালের ২৮ জুন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে স্বপ্ন সম্পর্কে বক্তৃতা দিতে গিয়ে বলেন, 'আমাদের এমন পুরুষ দরকার যারা এমন সব স্বপ্ন দেখতে পারবে যা আগে কখনো দেখা হয়নি।' (We need man who can dream of things that never were.)
স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে একে অপরকে সহায়তা করতে হয়। এ ব্যাপারে অনুপ্রেরণার লেখক ও বক্তা জিগ জিগ্লার (Zig Ziggler) উত্তম বলেছেন, 'একে অপরকে ধ্বংস করার চেয়ে একে অপরকে উন্নত হতে সহায়তা করুন।' (Help each other grow instead of destroying each other.)
২০২০ সালের জন্য আপনার পরিকল্পনা করুন, স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে একে অপরকে সহায়তা করুন।